কলকাতা, 14 জুন: কালিয়াগঞ্জের নাবালিকা খুন ও ধর্ষণ মামলায় সিঙ্গল বেঞ্চের সিট গঠনের নির্দেশের উপর স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সিট গঠন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের বেঞ্চ ৷ ওই পর্যবেক্ষণে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে শুধুমাত্র বিরল মামলার ক্ষেত্রেই এই ধরনের সিট গঠন করা যায় । শুধুমাত্র সন্দেহের জন্য কোনও বিচারপতি প্রাক্তন অফিসারদের দিয়ে সিট গঠন করতে পারেন না । মামলার পরবর্তী শুনানি 23 জুলাই মান্থলি লিস্টে।
এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (এজি) বলেন, "সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে অত্যন্ত বিরল মামলা ছাড়া এইভাবে তদন্তের নির্দেশ দেওয়া যায় না । সিটের সদস্যরা টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন । অভিযোগ জানাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে । দু'জন অবসরপ্রাপ্ত অফিসার তাদের এই তদন্তের কাজে লাগানো হয়েছে যা করা যায় না ।"
পালটা প্রধান বিচারপতি জানতে চান, "তাতে সমস্যা কোথায় ?" রাজ্যের এজির পালটা বক্তব্য, "ময়নাতদন্ত হয়ে গিয়েছে । সিএফএসএল রিপোর্টের অপেক্ষায় আছে রাজ্য । তদন্তে খামতি কোথায় তা স্পষ্ট নয় ।"
কেন্দ্রের অতিরিক্ত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এই সময় কিছু বলতে গেলে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ।
তিনি বলেন, "যাদের সিটের সদস্য করা হয়েছে তারা কারা ? তারা টিভিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ? তাদের পেনশন বন্ধ করে দিতে নির্দেশ দেব ?"
প্রসঙ্গত, কালিয়াগঞ্জের ধর্ষণ ও খুনের ঘটনায় গত 11 মে বিচারপতি রাজাশেখর মান্থা তিন সদস্যের একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করার নির্দেশ দেন । ক্ষুব্ধ বিচারপতি মান্থা রাজ্যের প্রতি ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেন , "সিবিআই তদন্তের নির্দেশ দিলে খুশি হবেন তো! "
পাশাপাশি স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট ও তলব করেন । সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল জানায় রাজ্য ।
সিটের সদস্য হিসাবে তিনজনের মধ্যে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের নাম জানান বিচারপতি । গত সপ্তাহে সিঙ্গল বেঞ্চে শুনানির পর এতদিন হয়ে গেলেও দময়ন্তী সেনকে এখনও বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেয়নি রাজ্য ৷ ফলে এখনও দায়িত্ব নেননি তিনি । রাজ্যের বিরুদ্ধে অসহযোগীতার বিস্ফোরক অভিযোগ এনেছেন সিটের সদস্য উপেন্দ্রনাথ বিশ্বাস ।
আরও পড়ুন: মমতা-অভিষেকের পাড়ায় চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলে 'না' হাইকোর্টের