ETV Bharat / state

শ্রমিক সংগঠনের বনধে কলকাতায় মিশ্র সাড়া, জেলায় বিক্ষিপ্ত হিংসা - সাধারণ ধর্মঘট

bandh
হরতাল
author img

By

Published : Jan 8, 2020, 7:20 AM IST

Updated : Jan 8, 2020, 6:45 PM IST

12:51 January 08

সকাল থেকে বাম-কংগ্রেসের ডাকা 24 ঘণ্টার ভারত বনধে ব্যহত স্বাভাবিক জনজীবন । কলকাতায় সকালের দিকে তেমন প্রভাব না দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি তপ্ত হতে থাকে । রাসবিহারী, হাজরা মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করেন । ট্রেন-মেট্রো-বাসের ছবিটা আর পাঁচদিনের থেকে অনেকটাই আলাদা । কলকাতার পাশাপাশি বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধের ছবি ধরা পড়েছে বিভিন্ন জেলায় । কখনও মালদায় বোমাবাজির ঘটনা সামনে এসেছে, আবার কোথাও ভাঙচুর হয়েছে সরকারি বাসে । বনধ কোনও সমস্যার সমাধান কি না তা নিয়ে বিতর্ক রয়েছে । রাজ্য সরকার বনধ সমর্থন করছে না বলে জানিয়েছে । কড়া নির্দেশিকতা জারি হয়েছে নবান্নের তরফে । এতকিছুর পরও সামগ্রিকভাবে যে ছবিটা ধরা পড়ছে, তা কিছুটা হলেও হাসি ফোটাতে পারে বাম-কংগ্রেস কর্মী- সমর্থকদের মুখে । রাজ্যে প্রায় সাইনবোর্ডে পরিণত হতে থাকা বাম-কংগ্রেসের ডাকা এই বনধ নিঃসন্দেহে তাদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ।

ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস

Live Updates : 

  • ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস । যাত্রীও রয়েছে কম 

12:31 January 08

উত্তপ্ত মালদার সুজাপুর
  • দিনহাটা রেলস্টেশনে শিলিগুড়ি প্যাসেঞ্জার 
  • বারাসতে বন্ধ ATM কাউন্টার 
  • জলপাইগুড়ির তুফানগঞ্জে বনধ সমর্থক  ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি 
  • উত্তপ্ত মালদার সুজাপুর । উত্তেজিত জনতাকে সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ 

12:28 January 08

দেখুন ভিডিয়ো...
  • কলকাতায় ভয়ে মাথায় হেলমেট পরে চা বিক্রি করছেন শ্যামল গিরি 

12:22 January 08

বর্ধমানে SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করল তৃণমূল
  • বর্ধমানে তৃণমূল কংগ্রেস ও SFI-এর বচসা । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল 

12:06 January 08

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়
  • পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি খড়গপুর ও হাওড়াগামী লোকাল ট্রেন
  • পশ্চিম মেদিনীপুরের খড়গপুর - হিজলির কাছেও ট্রেন অবরোধ করে বন্ধ  সমর্থকরা
  • সরডিহা স্টেশনে এক ঘণ্টা আটকে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস

11:27 January 08

এন্টালিতে বিমান-সূর্যর নেতত্বে মিছিল
  • মালদার গাজোলে পুলিশ-বনধ সমর্থক ধস্তাধস্তি 
  • যাদবপুর 8বি মোড়ে পুলিশ- বনধ সমর্থকদের ধস্তাধস্তি
  • যাদবপুরে ফের মিছিল শুরু বামেদের 
  • যাদবপুরে 4 নম্বর গেট বন্ধ
  • কলকাতার এন্টালিতে বিমান বসুর নেতৃত্বে শুরু মিছিল, তলবে রাজাবাজার পর্যন্ত 

10:53 January 08

যাদবপুরে ধুন্ধুমার, আটক সুজন
  • হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হরতাল সমর্থকদের 
  • যাদবপুরে উত্তেজনা, আটক সুজন চক্রবর্তী 

10:39 January 08

দক্ষিণ 24 পরগনা
  • ভাঙড়ে সকাল থেকেই বন্ধ দোকানপাট বন্ধ
  • বন্ধের সমর্থনে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বন্ধ বাজারহাট 
  • ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে ট্রেন বন্ধ করে অবরোধ শুরু বামফ্রন্টের কর্মী-সমর্থকদের
  • শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের বন্ধ ট্রেন চলাচল

10:29 January 08

রেললাইনে শুয়ে বিক্ষোভ শ্রীরামপুরে
  • দার্জিলিংয়ে বিক্ষিপ্ত প্রভাব হরতালের
  • রায়গঞ্জে চলছে মিছিল 
  • শ্রীরামপুর স্টেশনে রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে হরতাল সমর্থকরা 

10:20 January 08

বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা
  • অন্যদিকে, জেলায় জেলায় মিছিল চলছে বাম কংগ্রেস কর্মী-সমর্থকদের 
  • বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা

10:02 January 08

দেখুন কী বললেন অশোক
  • অশোক ভট্টাচার্যের কথায়, BJP-র বিরুদ্ধে দেশবাসীর এটা সার্বিক প্রতিবাদ
  • শিলিগুড়িতে বন্ধ রয়েছে দোকানপাট, স্কুল-কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান
  • দেশজুড়ে হরতালের সমর্থনে শিলিগুড়িতে রাস্তায় নামলেন CPI(M) অশোক ভট্টাচার্য

09:36 January 08

কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালানো শুরু করলেন চালকরা
  • হেলমেট পরে স্টিয়ারিং ধরলেন সরকারি বাসের চালকরা 
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটেক সামনে চলছে SFI-র অবস্থান 
  • উলুবেড়িয়ায় রেললাইন অবরোধ 

09:13 January 08

চাঁদনিতে গ্রেপ্তার 35
  • চাঁদনি চকে ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ সহ গ্রেপ্তার 35
  • অন্যান্য দিনের তুলনায় ফাঁকা দেশপ্রিয় পার্ক, রাসবিহারী 
  • দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ 
  • কলকাতার চাঁদনিচক থেকে গ্রেপ্তার 35 জন হরতাল সমর্থক
  • মধ্যমগ্রাম ফ্লাইওভারের কাছে জোর করে হরতাল সফল করার চেষ্টা 
  • বসিরহাট ভাবলে স্টেশনে ট্রেন অবরোধ
  • ব্যারাকপুর 16 নম্বর রেল গেট অবরোধ
  • বর্ধমানের কার্জন গেটের পাশে পেট্রল পাম্পে ভাঙচুর হরতাল সমর্থকদের
  • মালদার রথবাড়ি মোড়ে ছোটো গাড়ি ও বাস ভাঙচুর 
  • বারাসত চাঁপাডালি মোড়ে একযোগে বাম-কংগ্রেসের বিক্ষোভ

09:02 January 08

দুর্গাপুরে পথে নামল তৃণমূল
  • দুর্গাপুরে পথে নামল তৃণমূল 

08:46 January 08

রায়গঞ্জে বাস ভাঙচুর
  • বারাসত কারশেডের সামনে বোমা 
  • রায়গঞ্জে বাস ভাঙচুর হরতাল সমর্থকদের

08:07 January 08

দেখুন কী বললেন সুজন
  • দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশনে  অবরোধ 
  • ক্যানিংগামী ও শিয়ালদাগামী দু'টো ট্রেন অবরোধ যাদবপুরে 
  • টালিগঞ্জ মেট্রো স্টেশন ফাঁকা, নেই যাত্রী 
  • স্বাভাবিক ই এম বাইপাস চত্বর 
  • যাদবপুরের হরতাল সমর্থকদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী 
  • হরতালের প্রভাব উত্তর কলকাতায় থাকলেও স্বাভাবিক দক্ষিণ কলকাতার হাজরা, কালীঘাট ও টালিগঞ্জ চত্বর 
  • কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা

07:03 January 08

পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ
  • পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় অবরোধ 
  • বিরাটি স্টেশনে অবরোধ, বনগা লাইন অবরুদ্ধ
  • বারাসাত -হৃদয়পুর স্টেশনের মাঝে রেললাইনে বোমা, বন্ধ ট্রেন চলাচল
  • দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে অবরোধ হরতাল সমর্থকদের 
  • বেলঘরিয়ার 4 নম্বর গেটে 
  • টালিগঞ্জে চলছে মিছিল 
  • অবরোধে পুরোপুরি বন্ধ শিয়ালদা মেইন শাখা 
  • দক্ষিণ কলকাতার লেক মার্কেটে বন্ধ দেকান-পাট
  • উত্তর কলকাতায় প্রায় দোকানই বন্ধ রয়েছে 
  • উত্তর কলকাতার সবক'টি মোড়ে রয়েছে পুলিশ পিকেটিং
  • যাদবপুর 8 বি বাসস্ট্যান্ডে হরতাল সমর্থদের মিছিল 
  • উলুবেড়িয়া লাডকো জুটমিলে অচলাবস্থা, প্রথম শিফটে লোক নেই 
  • মগরাহাট স্টেশনে রেল অবরোধ 

12:51 January 08

সকাল থেকে বাম-কংগ্রেসের ডাকা 24 ঘণ্টার ভারত বনধে ব্যহত স্বাভাবিক জনজীবন । কলকাতায় সকালের দিকে তেমন প্রভাব না দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি তপ্ত হতে থাকে । রাসবিহারী, হাজরা মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করেন । ট্রেন-মেট্রো-বাসের ছবিটা আর পাঁচদিনের থেকে অনেকটাই আলাদা । কলকাতার পাশাপাশি বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধের ছবি ধরা পড়েছে বিভিন্ন জেলায় । কখনও মালদায় বোমাবাজির ঘটনা সামনে এসেছে, আবার কোথাও ভাঙচুর হয়েছে সরকারি বাসে । বনধ কোনও সমস্যার সমাধান কি না তা নিয়ে বিতর্ক রয়েছে । রাজ্য সরকার বনধ সমর্থন করছে না বলে জানিয়েছে । কড়া নির্দেশিকতা জারি হয়েছে নবান্নের তরফে । এতকিছুর পরও সামগ্রিকভাবে যে ছবিটা ধরা পড়ছে, তা কিছুটা হলেও হাসি ফোটাতে পারে বাম-কংগ্রেস কর্মী- সমর্থকদের মুখে । রাজ্যে প্রায় সাইনবোর্ডে পরিণত হতে থাকা বাম-কংগ্রেসের ডাকা এই বনধ নিঃসন্দেহে তাদের বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ।

ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস

Live Updates : 

  • ধর্মতলা বাস টার্মিনাসে অন্যান্যদিনের তুলনায় কম বাস । যাত্রীও রয়েছে কম 

12:31 January 08

উত্তপ্ত মালদার সুজাপুর
  • দিনহাটা রেলস্টেশনে শিলিগুড়ি প্যাসেঞ্জার 
  • বারাসতে বন্ধ ATM কাউন্টার 
  • জলপাইগুড়ির তুফানগঞ্জে বনধ সমর্থক  ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি 
  • উত্তপ্ত মালদার সুজাপুর । উত্তেজিত জনতাকে সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ 

12:28 January 08

দেখুন ভিডিয়ো...
  • কলকাতায় ভয়ে মাথায় হেলমেট পরে চা বিক্রি করছেন শ্যামল গিরি 

12:22 January 08

বর্ধমানে SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করল তৃণমূল
  • বর্ধমানে তৃণমূল কংগ্রেস ও SFI-এর বচসা । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মাটিতে ফেলে মারধর করে তৃণমূল 

12:06 January 08

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়
  • পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি খড়গপুর ও হাওড়াগামী লোকাল ট্রেন
  • পশ্চিম মেদিনীপুরের খড়গপুর - হিজলির কাছেও ট্রেন অবরোধ করে বন্ধ  সমর্থকরা
  • সরডিহা স্টেশনে এক ঘণ্টা আটকে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস

11:27 January 08

এন্টালিতে বিমান-সূর্যর নেতত্বে মিছিল
  • মালদার গাজোলে পুলিশ-বনধ সমর্থক ধস্তাধস্তি 
  • যাদবপুর 8বি মোড়ে পুলিশ- বনধ সমর্থকদের ধস্তাধস্তি
  • যাদবপুরে ফের মিছিল শুরু বামেদের 
  • যাদবপুরে 4 নম্বর গেট বন্ধ
  • কলকাতার এন্টালিতে বিমান বসুর নেতৃত্বে শুরু মিছিল, তলবে রাজাবাজার পর্যন্ত 

10:53 January 08

যাদবপুরে ধুন্ধুমার, আটক সুজন
  • হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হরতাল সমর্থকদের 
  • যাদবপুরে উত্তেজনা, আটক সুজন চক্রবর্তী 

10:39 January 08

দক্ষিণ 24 পরগনা
  • ভাঙড়ে সকাল থেকেই বন্ধ দোকানপাট বন্ধ
  • বন্ধের সমর্থনে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বন্ধ বাজারহাট 
  • ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে ট্রেন বন্ধ করে অবরোধ শুরু বামফ্রন্টের কর্মী-সমর্থকদের
  • শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের বন্ধ ট্রেন চলাচল

10:29 January 08

রেললাইনে শুয়ে বিক্ষোভ শ্রীরামপুরে
  • দার্জিলিংয়ে বিক্ষিপ্ত প্রভাব হরতালের
  • রায়গঞ্জে চলছে মিছিল 
  • শ্রীরামপুর স্টেশনে রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে হরতাল সমর্থকরা 

10:20 January 08

বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা
  • অন্যদিকে, জেলায় জেলায় মিছিল চলছে বাম কংগ্রেস কর্মী-সমর্থকদের 
  • বিশ্বভারতীতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা

10:02 January 08

দেখুন কী বললেন অশোক
  • অশোক ভট্টাচার্যের কথায়, BJP-র বিরুদ্ধে দেশবাসীর এটা সার্বিক প্রতিবাদ
  • শিলিগুড়িতে বন্ধ রয়েছে দোকানপাট, স্কুল-কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান
  • দেশজুড়ে হরতালের সমর্থনে শিলিগুড়িতে রাস্তায় নামলেন CPI(M) অশোক ভট্টাচার্য

09:36 January 08

কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালানো শুরু করলেন চালকরা
  • হেলমেট পরে স্টিয়ারিং ধরলেন সরকারি বাসের চালকরা 
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটেক সামনে চলছে SFI-র অবস্থান 
  • উলুবেড়িয়ায় রেললাইন অবরোধ 

09:13 January 08

চাঁদনিতে গ্রেপ্তার 35
  • চাঁদনি চকে ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ সহ গ্রেপ্তার 35
  • অন্যান্য দিনের তুলনায় ফাঁকা দেশপ্রিয় পার্ক, রাসবিহারী 
  • দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ 
  • কলকাতার চাঁদনিচক থেকে গ্রেপ্তার 35 জন হরতাল সমর্থক
  • মধ্যমগ্রাম ফ্লাইওভারের কাছে জোর করে হরতাল সফল করার চেষ্টা 
  • বসিরহাট ভাবলে স্টেশনে ট্রেন অবরোধ
  • ব্যারাকপুর 16 নম্বর রেল গেট অবরোধ
  • বর্ধমানের কার্জন গেটের পাশে পেট্রল পাম্পে ভাঙচুর হরতাল সমর্থকদের
  • মালদার রথবাড়ি মোড়ে ছোটো গাড়ি ও বাস ভাঙচুর 
  • বারাসত চাঁপাডালি মোড়ে একযোগে বাম-কংগ্রেসের বিক্ষোভ

09:02 January 08

দুর্গাপুরে পথে নামল তৃণমূল
  • দুর্গাপুরে পথে নামল তৃণমূল 

08:46 January 08

রায়গঞ্জে বাস ভাঙচুর
  • বারাসত কারশেডের সামনে বোমা 
  • রায়গঞ্জে বাস ভাঙচুর হরতাল সমর্থকদের

08:07 January 08

দেখুন কী বললেন সুজন
  • দক্ষিণ পূর্ব রেলের চেঙ্গাইল ষ্টেশনে  অবরোধ 
  • ক্যানিংগামী ও শিয়ালদাগামী দু'টো ট্রেন অবরোধ যাদবপুরে 
  • টালিগঞ্জ মেট্রো স্টেশন ফাঁকা, নেই যাত্রী 
  • স্বাভাবিক ই এম বাইপাস চত্বর 
  • যাদবপুরের হরতাল সমর্থকদের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী 
  • হরতালের প্রভাব উত্তর কলকাতায় থাকলেও স্বাভাবিক দক্ষিণ কলকাতার হাজরা, কালীঘাট ও টালিগঞ্জ চত্বর 
  • কলকাতায় মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা

07:03 January 08

পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ
  • পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় অবরোধ 
  • বিরাটি স্টেশনে অবরোধ, বনগা লাইন অবরুদ্ধ
  • বারাসাত -হৃদয়পুর স্টেশনের মাঝে রেললাইনে বোমা, বন্ধ ট্রেন চলাচল
  • দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে অবরোধ হরতাল সমর্থকদের 
  • বেলঘরিয়ার 4 নম্বর গেটে 
  • টালিগঞ্জে চলছে মিছিল 
  • অবরোধে পুরোপুরি বন্ধ শিয়ালদা মেইন শাখা 
  • দক্ষিণ কলকাতার লেক মার্কেটে বন্ধ দেকান-পাট
  • উত্তর কলকাতায় প্রায় দোকানই বন্ধ রয়েছে 
  • উত্তর কলকাতার সবক'টি মোড়ে রয়েছে পুলিশ পিকেটিং
  • যাদবপুর 8 বি বাসস্ট্যান্ডে হরতাল সমর্থদের মিছিল 
  • উলুবেড়িয়া লাডকো জুটমিলে অচলাবস্থা, প্রথম শিফটে লোক নেই 
  • মগরাহাট স্টেশনে রেল অবরোধ 
Mumbai, Jan 08 (ANI): In a promotional event for the forthcoming movie 'Shikara' composer A R Rahman, who did the music for the historical drama, on Tuesday batted for efforts to make the world a better place for children. "I personally think that the evolution of human being is to heal and we are almost selfish sometimes that we don't think about our children," said legendary music composer making a reference to Vidhu Vinod Chopra helmed upcoming film 'Shikara,' the composer said how important it is to heal from the past. "The movie is about healing. It is about getting bad energy out." He cited the examples of the actions of Adolf Hitler and the way the world, Germany, and Japan have moved past from those memories. "If we keep on carrying the bad memories, it is going to hurt our children," the 53-year-old composer said.
Last Updated : Jan 8, 2020, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.