ETV Bharat / state

BLRO Service Problem: কলকাতার সংযুক্ত এলাকায় বিএলআরও পরিষেবা নিয়ে নাজেহাল নাগরিকরা - BLRO Service Problem

কলকাতার সংযুক্ত এলাকায় বিএলআরও (BLRO) পরিষেবা নিয়ে সমস্যায় পড়ছেন নাগরিকরা ৷ টক টু মেয়র অনুষ্ঠানে একাধিক ফোন এল ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে ৷

Firhad Hakim
বিএলআরও
author img

By

Published : Feb 12, 2023, 9:16 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: মহানগরের সংযুক্ত অঞ্চলে বিএলআরও অফিসে পরিষেবা পেতে জুতোর সোল ক্ষয়ে যাওয়ার জোগাড় । বিএলআরও মিউটেশন থেকে খাজনা দেওয়া, সবটা নিয়েই প্রতি পদেই যেন শুধুই জটিলতা । 'টক টু মেয়র' অনুষ্ঠানে কর্পোরেশনের পৌর পরিষেবা নিয়ে অভিযোগকে ছাপিয়ে গিয়েছে এবার বিএলআরও সংক্রান্ত পরিষেবার অভিযোগের তালিকা ।

মিউটেশন নিয়ে জটিলতা: সংযুক্ত এলাকায় জমিতে নতুন নির্মাণের অনুমতি বা মিউটেশনের অনুমতি মিলতে বছরের পর বছর ঘুরে যায় । যেহেতু এলাকা কলকাতা কর্পোরেশনের আওতাধীন, তাই গুনতে হয় পৌরনিগমের সম্পত্তি কর । অর্থাৎ একই ব্যক্তি শুধুমাত্র সংযুক্ত এলাকায় থাকার জন্য তাকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে খাজনা এবং কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর দু'টোই দিতে হয় । সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হয় মিউটেশন নিয়ে । কারণ আইন অনুসারে বিএলআরও মিউটেশন না-হলে, পৌরনিগম মিউটেশন করতে পারে না ।

টক টু মেয়র অনুষ্ঠানে আসে একাধিক ফোন: দিনের পর দিন কেটে যায়, মিউটেশন হয় না । ওদিকে পৌরনিগম চাইলেও মিউটেশন করে দিতে পারে না আইনি জটিলতার কারণে । অনেকের পৌরনিগমের সম্পত্তি কর দিলেও বিএলআরও তালিকায় তাদের নাম নথিভুক্ত নেই । কলকাতার বেহালা, টালিগঞ্জ, জোকা 101 থেকে 144 নম্বর ওয়ার্ডের মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । সম্প্রতি 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই সমস্যা নিয়ে একাধিক ফোন আসে । ভূমি রাজস্ব দফতরের আইনে নানা জটিলতা থাকায়, চাইলেও সমাধান করতে পারছে না পৌর ও নগরোন্নয়ন দফতর । পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম সেটা স্বীকার করে নিয়েছেন ।

মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন: "মিউটেশন হয়ে গেলে বিএলআরও করে কী লাভ ! এতে অনেক সময় লাগে । দেরি হওয়ায় বেআইনি নির্মাণের প্রবণতা বাড়ে । তাই আমরা এটা সরলীকরণ করার চেষ্টা করছি । তাছাড়া কলকাতা পৌর এলাকায় বিএলআরও থাকার কোনও প্রয়োজন হয় না । কিন্তু ভূমি আইনের কিছু বিষয়ের জন্য এটা আটকে রয়েছে । আমি নিজে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার বলেও লাভ হচ্ছে না ।"

আরও পড়ুন: বেআইনি নির্মাণের অভিযোগে কড়া ফিরহাদ, বরো একজিকিউটিভকে শোকজের নির্দেশ

কলকাতা, 12 ফেব্রুয়ারি: মহানগরের সংযুক্ত অঞ্চলে বিএলআরও অফিসে পরিষেবা পেতে জুতোর সোল ক্ষয়ে যাওয়ার জোগাড় । বিএলআরও মিউটেশন থেকে খাজনা দেওয়া, সবটা নিয়েই প্রতি পদেই যেন শুধুই জটিলতা । 'টক টু মেয়র' অনুষ্ঠানে কর্পোরেশনের পৌর পরিষেবা নিয়ে অভিযোগকে ছাপিয়ে গিয়েছে এবার বিএলআরও সংক্রান্ত পরিষেবার অভিযোগের তালিকা ।

মিউটেশন নিয়ে জটিলতা: সংযুক্ত এলাকায় জমিতে নতুন নির্মাণের অনুমতি বা মিউটেশনের অনুমতি মিলতে বছরের পর বছর ঘুরে যায় । যেহেতু এলাকা কলকাতা কর্পোরেশনের আওতাধীন, তাই গুনতে হয় পৌরনিগমের সম্পত্তি কর । অর্থাৎ একই ব্যক্তি শুধুমাত্র সংযুক্ত এলাকায় থাকার জন্য তাকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে খাজনা এবং কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর দু'টোই দিতে হয় । সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হয় মিউটেশন নিয়ে । কারণ আইন অনুসারে বিএলআরও মিউটেশন না-হলে, পৌরনিগম মিউটেশন করতে পারে না ।

টক টু মেয়র অনুষ্ঠানে আসে একাধিক ফোন: দিনের পর দিন কেটে যায়, মিউটেশন হয় না । ওদিকে পৌরনিগম চাইলেও মিউটেশন করে দিতে পারে না আইনি জটিলতার কারণে । অনেকের পৌরনিগমের সম্পত্তি কর দিলেও বিএলআরও তালিকায় তাদের নাম নথিভুক্ত নেই । কলকাতার বেহালা, টালিগঞ্জ, জোকা 101 থেকে 144 নম্বর ওয়ার্ডের মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । সম্প্রতি 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই সমস্যা নিয়ে একাধিক ফোন আসে । ভূমি রাজস্ব দফতরের আইনে নানা জটিলতা থাকায়, চাইলেও সমাধান করতে পারছে না পৌর ও নগরোন্নয়ন দফতর । পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম সেটা স্বীকার করে নিয়েছেন ।

মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন: "মিউটেশন হয়ে গেলে বিএলআরও করে কী লাভ ! এতে অনেক সময় লাগে । দেরি হওয়ায় বেআইনি নির্মাণের প্রবণতা বাড়ে । তাই আমরা এটা সরলীকরণ করার চেষ্টা করছি । তাছাড়া কলকাতা পৌর এলাকায় বিএলআরও থাকার কোনও প্রয়োজন হয় না । কিন্তু ভূমি আইনের কিছু বিষয়ের জন্য এটা আটকে রয়েছে । আমি নিজে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার বলেও লাভ হচ্ছে না ।"

আরও পড়ুন: বেআইনি নির্মাণের অভিযোগে কড়া ফিরহাদ, বরো একজিকিউটিভকে শোকজের নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.