ETV Bharat / state

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যসচিব - কোভিড 19

করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য কাঠামো নিয়ে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যতটা সম্ভব রোগী রেফার করা বন্ধ করতে হবে। এক্ষেত্রে যদি কোনও সরকারি হাসপাতাল রোগীকে অন্য হাসপাতালে রেফার করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতলে বেডের ব্যবস্থা রয়েছে কিনা তা নিশ্চিত করে তবেই রেফার করতে হবে ৷

আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 20, 2021, 6:21 PM IST

কলকাতা, 20 এপ্রিল : করোনা মোকাবিলায় মঙ্গলবার রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত সরকারি হাসপাতালের কর্তারা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই মুহূর্তে কলকাতা এবং রাজ্যে যে হারে করোনা বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বেগে রাজ্য সরকার। এই অবস্থায় আগেই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সরকারি হাসপাতালের পরিকাঠামো কী অবস্থায় রয়েছে এদিন তার খোঁজ নেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিকাঠামো কীভাবে ঢেলে সাজানো যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

হাসপাতালে সুপারদের কাছে জানতে চান এই পরিস্থিতিতে কোন হাসপাতালে কী কী পরিকাঠামো প্রয়োজন ৷ প্রত্যেক জেলার সিএমওএইচদের কাছ থেকে তিনি জানতে চান, জেলার কোন কোন হাসপাতালগুলি নতুন করে কোভিড হাসপাতাল হিসাবে নেওয়া যেতে পারে ৷ পাশাপাশি ডাক্তারদের পরামর্শও নেন তিনি।

আরও পড়ুন : সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যতটা সম্ভব রোগী রেফার করা বন্ধ করতে হবে। এক্ষেত্রে যদি কোনও সরকারি হাসপাতাল রোগীকে অন্য হাসপাতালে রেফার করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতলে বেডের ব্যবস্থা রয়েছে কিনা তা নিশ্চিত করেই রেফার করতে হবে ৷ শহরের বিভিন্ন প্রান্তে বেড পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন করোনা রোগীরা ৷ নবান্ন মনে করছে, এই নির্দেশ কার্যকর হলে সাধারণ মানুষের হন্যে হয়ে হাসপাতালের বেড খোঁজা কিছুটা হলেও কমবে।

কলকাতা, 20 এপ্রিল : করোনা মোকাবিলায় মঙ্গলবার রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত সরকারি হাসপাতালের কর্তারা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এই মুহূর্তে কলকাতা এবং রাজ্যে যে হারে করোনা বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বেগে রাজ্য সরকার। এই অবস্থায় আগেই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সরকারি হাসপাতালের পরিকাঠামো কী অবস্থায় রয়েছে এদিন তার খোঁজ নেন তিনি। পাশাপাশি চিকিৎসা পরিকাঠামো কীভাবে ঢেলে সাজানো যায় তা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

হাসপাতালে সুপারদের কাছে জানতে চান এই পরিস্থিতিতে কোন হাসপাতালে কী কী পরিকাঠামো প্রয়োজন ৷ প্রত্যেক জেলার সিএমওএইচদের কাছ থেকে তিনি জানতে চান, জেলার কোন কোন হাসপাতালগুলি নতুন করে কোভিড হাসপাতাল হিসাবে নেওয়া যেতে পারে ৷ পাশাপাশি ডাক্তারদের পরামর্শও নেন তিনি।

আরও পড়ুন : সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যতটা সম্ভব রোগী রেফার করা বন্ধ করতে হবে। এক্ষেত্রে যদি কোনও সরকারি হাসপাতাল রোগীকে অন্য হাসপাতালে রেফার করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতলে বেডের ব্যবস্থা রয়েছে কিনা তা নিশ্চিত করেই রেফার করতে হবে ৷ শহরের বিভিন্ন প্রান্তে বেড পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন করোনা রোগীরা ৷ নবান্ন মনে করছে, এই নির্দেশ কার্যকর হলে সাধারণ মানুষের হন্যে হয়ে হাসপাতালের বেড খোঁজা কিছুটা হলেও কমবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.