কলকাতা, 1 এপ্রিল : দিল্লির নিজা়মুদ্দিনের ধর্মীয় সমাবেশ থেকে ফেরা ব্যক্তিদের কি আদৌ চিহ্নিত করা গেছে ? তাঁদের সম্পর্কে কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য ? প্রবল দুশ্চিন্তার আবহে এমনটাই জানতে চাইল কেন্দ্রীয় সরকার ।
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা আজ সকালে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
প্রতিটি রাজ্যে কোরোনা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় সরকার আজ পুনরায় রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছে । কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা আজ সকালে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । সকাল সাড়ে দশটা থেকে এই বৈঠক শুরু হয় । সেখানেই ওঠে নিজা়মুদ্দিনের ধর্মীয় সমাবেশ থেকে ফেরা মানুষদের চিহ্নিত করার প্রসঙ্গ ।
এ বিষয়ে সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সব ক'টি রাজ্য জানিয়েছে কেন্দ্রকে । নবান্নের তরফে জানানো হয়েছে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে । বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে । তাঁদের সংস্পর্শে কারা এসেছিল তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে । পাশাপাশি কোরোনা মোকাবিলায় পরিকাঠামো উন্নয়ন সহ রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্যের তরফে বৈঠকে তুলে ধরা হয় । ভিডিয়ো কনফারেন্সে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব-সহ অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন বলে খবর ৷