কলকাতা, 20 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বিপুল অর্থ বকেয়া আছে ৷ এনিয়ে আগেও সবর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার রাজ্যের বকেয়া চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি ৷
রাজ্যের একাধিক প্রকল্পে প্রায় 50 হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার বকেয়া রেখেছে বলে অভিযোগ তুলেছেন তিনি । এই টাকা না পাওয়ায় রাজ্যের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলেও তাঁর অভিযোগ ৷ আর এবার চিঠি দিয়ে সেই বকেয়া চাইলেন তিনি ।
মোট চার পাতার চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের বঞ্চনার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ লিখেছেন, GST-র জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল । কিন্তু এখনও কোনও উত্তর পাওয়া যায়নি ৷ GST-তে রাজ্যের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে । কিন্তু এখনও মেলেনি 2019 -20 আর্থিক বছরে রাজ্যের প্রাপ্য মোট 11 হাজার 212 কোটি টাকা ৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে প্রায় 36 হাজার কোটি টাকা । এই বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকায় প্রকল্পগুলি চালাতে সমস্যা হচ্ছে ।
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, রাজ্য সরকারের কাছ থেকে সেস আদায় করে কেন্দ্র । কিন্তু সেই সেসের ভাগ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার । চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে GDP-র হার বেড়েছে অনেক বেশি । রাজ্যে GDP বৃদ্ধির হার ১০. ৪ শতাংশ । সেখানে গোটা দেশের তা মাত্র 5 শতাংশ ।