কলকাতা, 17 জুন : রাজনীতি এক জায়গায় আর সৌজন্যের জায়গা আরেক । রাজনৈতিক সৌজন্যের প্রশ্নে বরাবরই বাংলার মুখ্যমন্ত্রী অনন্য (Mamata Banerjee sent mangoes to the Prime Minister)। আরও একবার রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের অনন্য নিদর্শন রাখলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনীতির মঞ্চে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী তথা দেশের প্রধানমন্ত্রীকে বাংলার সেরা আম পাঠালেন মমতা ।
শুধু প্রধানমন্ত্রী নয়, তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে । দিল্লিতে মোদির মন্ত্রিসভার 18 সদস্যের কাছে যাচ্ছে এই আম । সূত্রের খবর, হিমসাগর, ল্যাংরা, আম্রপালী এবং লক্ষ্মণভোগ-এই চার প্রকার আম যার খ্যাতি জগৎজোড়া ৷ সেটাই প্রধানমন্ত্রী-সহ বাকিদের পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন : Mamata Banerjee : সোমবার বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের পরম্পরা দীর্ঘদিনের । এই সময় আম, দুর্গাপুজাের সময় নিয়ম করে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী । তবে এই খবর ফলাও করে তিনি জানান না সংবাদমাধ্যমকে । কিন্তু গত লোকসভা নির্বাচনের সময়ে দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌজন্যের খবর প্রকাশ্যে আনেন । এরপর এই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি । তবে সৌজন্যের কথা বললে তিনি যে উপরের দিকেই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না ।
শুধু প্রধানমন্ত্রী নন, দিল্লির সাধারণ মানুষের জন্য বাংলা থেকে আম গিয়েছে দেশের রাজধানীতে । এই মুহূর্তে বাংলা থেকে যাওয়া অনন্য স্বাদের আম নিয়ে শুরু হয়েছে রাজধানীতে আম মেলা । করোনা আবহে গত দু'বছর দিল্লিতে আম মেলা বন্ধ ছিল । তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার ফের আমের পসরা সেজেছে দিল্লিতে । হিমসাগর, ল্যাংরা ইত্যাদি ছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌল্লার প্রিয় কোহিতুর আমও গিয়েছে এই মেলায় । এই মেলা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত ।