ETV Bharat / state

CM sent Mangoes to PM: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্যে দেখিয়ে প্রধানমন্ত্রীকে আম পাঠালেন মমতা - CM sent mangoes

প্রধানমন্ত্রীকে আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় (Mamata Banerjee sent mangoes to the Prime Minister)। শুধু প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও 18 জন সদস্যের কাছে পাঠানো হয়েছে এই আম ৷

CM sent mangoes
প্রধানমন্ত্রীকে আম পাঠালেন মমতা
author img

By

Published : Jun 17, 2022, 10:14 PM IST

কলকাতা, 17 জুন : রাজনীতি এক জায়গায় আর সৌজন্যের জায়গা আরেক । রাজনৈতিক সৌজন্যের প্রশ্নে বরাবরই বাংলার মুখ্যমন্ত্রী অনন্য (Mamata Banerjee sent mangoes to the Prime Minister)। আরও একবার রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের অনন্য নিদর্শন রাখলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনীতির মঞ্চে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী তথা দেশের প্রধানমন্ত্রীকে বাংলার সেরা আম পাঠালেন মমতা ।

শুধু প্রধানমন্ত্রী নয়, তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে । দিল্লিতে মোদির মন্ত্রিসভার 18 সদস্যের কাছে যাচ্ছে এই আম । সূত্রের খবর, হিমসাগর, ল্যাংরা, আম্রপালী এবং লক্ষ্মণভোগ-এই চার প্রকার আম যার খ্যাতি জগৎজোড়া ৷ সেটাই প্রধানমন্ত্রী-সহ বাকিদের পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : Mamata Banerjee : সোমবার বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের পরম্পরা দীর্ঘদিনের । এই সময় আম, দুর্গাপুজাের সময় নিয়ম করে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী । তবে এই খবর ফলাও করে তিনি জানান না সংবাদমাধ্যমকে । কিন্তু গত লোকসভা নির্বাচনের সময়ে দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌজন্যের খবর প্রকাশ্যে আনেন । এরপর এই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি । তবে সৌজন্যের কথা বললে তিনি যে উপরের দিকেই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না ।

শুধু প্রধানমন্ত্রী নন, দিল্লির সাধারণ মানুষের জন্য বাংলা থেকে আম গিয়েছে দেশের রাজধানীতে । এই মুহূর্তে বাংলা থেকে যাওয়া অনন্য স্বাদের আম নিয়ে শুরু হয়েছে রাজধানীতে আম মেলা । করোনা আবহে গত দু'বছর দিল্লিতে আম মেলা বন্ধ ছিল । তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার ফের আমের পসরা সেজেছে দিল্লিতে । হিমসাগর, ল্যাংরা ইত্যাদি ছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌল্লার প্রিয় কোহিতুর আমও গিয়েছে এই মেলায় । এই মেলা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত ।

কলকাতা, 17 জুন : রাজনীতি এক জায়গায় আর সৌজন্যের জায়গা আরেক । রাজনৈতিক সৌজন্যের প্রশ্নে বরাবরই বাংলার মুখ্যমন্ত্রী অনন্য (Mamata Banerjee sent mangoes to the Prime Minister)। আরও একবার রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের অনন্য নিদর্শন রাখলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনীতির মঞ্চে তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী তথা দেশের প্রধানমন্ত্রীকে বাংলার সেরা আম পাঠালেন মমতা ।

শুধু প্রধানমন্ত্রী নয়, তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে । দিল্লিতে মোদির মন্ত্রিসভার 18 সদস্যের কাছে যাচ্ছে এই আম । সূত্রের খবর, হিমসাগর, ল্যাংরা, আম্রপালী এবং লক্ষ্মণভোগ-এই চার প্রকার আম যার খ্যাতি জগৎজোড়া ৷ সেটাই প্রধানমন্ত্রী-সহ বাকিদের পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : Mamata Banerjee : সোমবার বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যের পরম্পরা দীর্ঘদিনের । এই সময় আম, দুর্গাপুজাের সময় নিয়ম করে মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী । তবে এই খবর ফলাও করে তিনি জানান না সংবাদমাধ্যমকে । কিন্তু গত লোকসভা নির্বাচনের সময়ে দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সৌজন্যের খবর প্রকাশ্যে আনেন । এরপর এই নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি । তবে সৌজন্যের কথা বললে তিনি যে উপরের দিকেই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না ।

শুধু প্রধানমন্ত্রী নন, দিল্লির সাধারণ মানুষের জন্য বাংলা থেকে আম গিয়েছে দেশের রাজধানীতে । এই মুহূর্তে বাংলা থেকে যাওয়া অনন্য স্বাদের আম নিয়ে শুরু হয়েছে রাজধানীতে আম মেলা । করোনা আবহে গত দু'বছর দিল্লিতে আম মেলা বন্ধ ছিল । তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার ফের আমের পসরা সেজেছে দিল্লিতে । হিমসাগর, ল্যাংরা ইত্যাদি ছাড়াও মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌল্লার প্রিয় কোহিতুর আমও গিয়েছে এই মেলায় । এই মেলা চলবে আগামী 15 জুলাই পর্যন্ত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.