কলকাতা, ৬ ডিসেম্বর : নারী নির্যাতন রুখতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে সংহতি দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "এই ধরনের ঘটনা হলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে 3 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে । অ্যাকশন না নিলে তাঁর (পুলিশ অফিসার) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আজ সকাল থেকেই হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে যখন তোলপাড় গোটা দেশ, ঠিক সেসময় নারী নির্যাতন রুখতে রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''নারী নির্যাতন নিয়ে কোনও প্রকার ঢিলেমি সহ্য করবে না তাঁর সরকার। তাঁর কথায়, "অ্যাকশন না নিলে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । আইন এটাই । পুলিশ পুলিশের কাজ করবে। কোর্টে তুলবে । বিচারালয় বিচারের কাজ করবে ।"
সম্প্রতি মালদায় একজন যুবতির মৃতদেহ উদ্ধার হয়েছে । আজ সভা মঞ্চ থেকে সেই প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী । সেই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, "ডেরেক ( ডেরেক ওব্রায়েন) আমাকে বলল, BJP-র এক মন্ত্রী বলেছে মালদায় কী হয়েছে গিয়ে দেখুন । মালদায় একটা ঘটনা ঘটেছে । তার ময়নাতদন্তের রিপোর্ট আগে দেখি । পুলিশ তদন্ত করছে । এটা আপনাদের মতো BJP-র সরকার নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে । আগে ময়নাতদন্ত হোক তারপর বলতে পারব ।"