ETV Bharat / state

রাজ্য মন্ত্রিসভায় ফের পরিবর্তন, দপ্তর পেলেন দুই মন্ত্রী - দায়িত্ব বাড়তে পারে সুব্রত মুখোপাধ্যায়ের

তৃতীয়বারের জন্য রদবদল হল মমতা মন্ত্রিসভায় । দায়িত্ব বাড়ল সুব্রত মুখোপাধ্যায়ের ।

মন্ত্রিসভায় পরিবর্তন
author img

By

Published : Nov 17, 2019, 9:20 PM IST

Updated : Nov 17, 2019, 11:52 PM IST

কলকাতা, 17 নভেম্বর : 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিরাম মাহাত এবং বিনয়কৃষ্ণ বর্মণের মতো মুখকে গুরুত্ব দেওয়া হল এবার । দায়িত্ব কমল ব্রাত্য বসু ও শোভনদেব চট্টোপাধ্যায়ের । দপ্তর বদল হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ।

শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্বে ছিল অচিরাচরিত শক্তি দপ্তর ও বিদ্যুৎ দপ্তর । যার মধ্যে অচিরাচরিত শক্তি দপ্তর তাঁর থেকে নিয়ে নেওয়া হল । দপ্তরটি পেলেন সুব্রত মুখোপাধ্যায় । সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত ও অচিরাচরিত শক্তি, এই দু'টি দপ্তর থাকবে । এদিকে, ব্রাত্য বসুর কাছে ছিল দু'টি দপ্তর । বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি ও বন দপ্তর । সেখান থেকে বন দপ্তরের দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরটি তাঁর হাত থেকে গেল প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের হাতে । অন্যদিকে, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন শান্তিরাম মাহাত ।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এর আগে পর্যন্ত দু'বার মন্ত্রিসভায় বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমবার 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর জুন মাসে । তারপর 2019 সালে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ।

প্রথমবার রদবদলের সময়ই সেচ দপ্তর রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে সরিয়ে নেওয়া হয় । তাঁকে দেওয়া হয় অনগ্রসর শ্রেণিকল্যাণ । এবার সেটিও পালটে তাঁকে আনা হল বন দপ্তরে । এদিকে দিদির গুডবুকে তুলনামূলক আগে থাকা ব্রাত্য বসুরও হাত থেকেও একটি দপ্তর কমানো হল ।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলেও খারাপ ফল করেছে তৃণমূল । উত্তরবঙ্গ দেখভালের জন্য অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারীদের দায়িত্ব দেওয়া হলেও পশ্চিমাঞ্চল উন্নয়নে তেমন কিছুই করা হয়নি । বিধানসভা ভোটের সেমিফাইনাল পৌরসভা ভোট ও 2021-এর ফাইনালকে মাথায় রেখেই এবার পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব দেওয়া হল শান্তিরাম মাহাতকে ।

nabanna
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি

কলকাতা, 17 নভেম্বর : 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিরাম মাহাত এবং বিনয়কৃষ্ণ বর্মণের মতো মুখকে গুরুত্ব দেওয়া হল এবার । দায়িত্ব কমল ব্রাত্য বসু ও শোভনদেব চট্টোপাধ্যায়ের । দপ্তর বদল হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ।

শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্বে ছিল অচিরাচরিত শক্তি দপ্তর ও বিদ্যুৎ দপ্তর । যার মধ্যে অচিরাচরিত শক্তি দপ্তর তাঁর থেকে নিয়ে নেওয়া হল । দপ্তরটি পেলেন সুব্রত মুখোপাধ্যায় । সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত ও অচিরাচরিত শক্তি, এই দু'টি দপ্তর থাকবে । এদিকে, ব্রাত্য বসুর কাছে ছিল দু'টি দপ্তর । বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি ও বন দপ্তর । সেখান থেকে বন দপ্তরের দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরটি তাঁর হাত থেকে গেল প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের হাতে । অন্যদিকে, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন শান্তিরাম মাহাত ।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এর আগে পর্যন্ত দু'বার মন্ত্রিসভায় বদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমবার 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পর জুন মাসে । তারপর 2019 সালে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ।

প্রথমবার রদবদলের সময়ই সেচ দপ্তর রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে সরিয়ে নেওয়া হয় । তাঁকে দেওয়া হয় অনগ্রসর শ্রেণিকল্যাণ । এবার সেটিও পালটে তাঁকে আনা হল বন দপ্তরে । এদিকে দিদির গুডবুকে তুলনামূলক আগে থাকা ব্রাত্য বসুরও হাত থেকেও একটি দপ্তর কমানো হল ।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলেও খারাপ ফল করেছে তৃণমূল । উত্তরবঙ্গ দেখভালের জন্য অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারীদের দায়িত্ব দেওয়া হলেও পশ্চিমাঞ্চল উন্নয়নে তেমন কিছুই করা হয়নি । বিধানসভা ভোটের সেমিফাইনাল পৌরসভা ভোট ও 2021-এর ফাইনালকে মাথায় রেখেই এবার পশ্চিমাঞ্চল উন্নয়নের দায়িত্ব দেওয়া হল শান্তিরাম মাহাতকে ।

nabanna
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি
Intro:কলকাতা, 17 নভেম্বর: ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদলের প্রবল সম্ভাবনা। আগামীকাল সকালেই জারি হতে পারে নোটিফিকেশন। এমনটাই খবর নবান্ন সূত্রে।Body:বিশ্বস্ত সূত্রে খবর, শোভন দেব চট্টোপাধ্যায়ের হাত থেকে নিয়ে নেওয়া হতে পারে অচিরাচরিত শক্তি দপ্তর। সব ঠিক থাকলে এই দপ্তরটি পাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। অর্থাৎ শোভনদেবের দায়িত্ব কিছুটা কমলো। তাহাতে থাকল শুধু বিদ্যুৎ দপ্তর। প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের হাতে কোন দপ্তর ছিল না। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরটি পেতে চলেছেন বিনয়কৃষ্ণ। এই দপ্তরে বর্তমানে মন্ত্রী হিসেবে কাজ করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু ছিলেন বন দপ্তরের দায়িত্বে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তির পাশাপাশি বন দপ্তরটি দেখতেন তিনি। এবার সেই দপ্তরটি পেতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শান্তিরাম মাহাতো পেতে চলেছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তর। এই দপ্তরটি ছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাতে। অর্থাৎ দত্তর হিন্দী মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং বিনয় কৃষ্ণ বর্মন ফের নতুন করে কাজের সুযোগ পেতে চলেছেন।

Conclusion:
Last Updated : Nov 17, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.