ETV Bharat / state

ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল - changes in wb and kolkata police ahead of assembly election

বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠোর অমিতকুমার ভরত ৷

changes in wb and kolkata police ahead of assembly election
changes in wb and kolkata police ahead of assembly election
author img

By

Published : Jan 10, 2021, 10:37 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : বিধানসভা ভোটের আর বেশি বাকি নেই ৷ এরইমধ্যে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল ঘটানো হল ৷ বিধাননগর কমিশনারেট সহ রাজ্যের এসপি, ডিসি পদ মর্যাদা সম্পন্ন আধিকারিকদের বদলি করা হয়েছে ৷

বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠোর অমিতকুমার ভরত ৷ রাজ্য সশস্ত্রবাহিনীর 8ম ব্যাটেলিয়েনের সার্কেল অফিসারের দায়িত্ব সামলাবেন তিনি ৷ তাঁর জায়গায় ঝাড়গ্রামের পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্র্যাফিক ইন্দিরা মুখোপাধ্যায়কে ৷ অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায়ের জায়গায় আসছেন রাজ্য সশস্ত্রবাহিনীর 8ম ব্যাটেলিয়েনের সার্কেল অফিসার সৈকত ঘোষ ৷

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । সব ঠিক থাকলে আগামী এপ্রিলে শুরু হবে বিধানসভার ভোট । বেশ কয়েক দফায় নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর । সাধারণভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই কমিশনের তরফে একই পদে তিন বছর থাকা অফিসারদের বদলি করতে বলা হয় । এই নির্দেশ দেওয়া হয় ভোটের কাজে সরাসরি যুক্ত থাকা অফিসারদের জন্য ।

কলকাতা, 10 জানুয়ারি : বিধানসভা ভোটের আর বেশি বাকি নেই ৷ এরইমধ্যে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল ঘটানো হল ৷ বিধাননগর কমিশনারেট সহ রাজ্যের এসপি, ডিসি পদ মর্যাদা সম্পন্ন আধিকারিকদের বদলি করা হয়েছে ৷

বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার রাঠোর অমিতকুমার ভরত ৷ রাজ্য সশস্ত্রবাহিনীর 8ম ব্যাটেলিয়েনের সার্কেল অফিসারের দায়িত্ব সামলাবেন তিনি ৷ তাঁর জায়গায় ঝাড়গ্রামের পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্র্যাফিক ইন্দিরা মুখোপাধ্যায়কে ৷ অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায়ের জায়গায় আসছেন রাজ্য সশস্ত্রবাহিনীর 8ম ব্যাটেলিয়েনের সার্কেল অফিসার সৈকত ঘোষ ৷

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । সব ঠিক থাকলে আগামী এপ্রিলে শুরু হবে বিধানসভার ভোট । বেশ কয়েক দফায় নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর । সাধারণভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই কমিশনের তরফে একই পদে তিন বছর থাকা অফিসারদের বদলি করতে বলা হয় । এই নির্দেশ দেওয়া হয় ভোটের কাজে সরাসরি যুক্ত থাকা অফিসারদের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.