কলকাতা, 31 মার্চ: ধাপে ধাপে এগোচ্ছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোরেল সম্প্রসারণের কাজ। আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত সেই কাজের জন্যই পাওয়ার ব্লক করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Circular rail schedule Change)। এই অংশের মাঝেই যেহেতু পড়ছে মাঝেরহাট স্টেশন, সেই কারণে চক্ররেলের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আপাতত। মাঝেরহাট প্ল্য়াটফর্ম নম্বর 4-এর ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, 30511 চম্পাহাটি-মাঝেরহাট এই ট্রেনটি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30321 মাঝেরহাট-হাসনাবাদ এই ট্রেনটি মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷ এরপর ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে দমদমের দিকে যাবে। 30412 শিয়ালদহ-বিবাদি বাগ এই ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর এই ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ হয়ে দমদম যাবে।