ETV Bharat / state

Change Circular Rail Schedule : জোকা-এসপ্ল্যানেড মেট্রো সম্প্রসারণের জন্য চক্ররেলের সময়সূচি পরিবর্তন

জোকা-এসপ্ল্যানেড মেট্রোরেল সম্প্রসারণের কাজের জন্য় পরিবর্তন করা হল চক্ররেলের সময়সূচি (Circular rail schedule Change) ৷

Change Circular Rail Schedule
পরিবর্তন চক্ররেলের সময়সূচি
author img

By

Published : Mar 31, 2022, 2:20 PM IST

কলকাতা, 31 মার্চ: ধাপে ধাপে এগোচ্ছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোরেল সম্প্রসারণের কাজ। আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত সেই কাজের জন্যই পাওয়ার ব্লক করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Circular rail schedule Change)। এই অংশের মাঝেই যেহেতু পড়ছে মাঝেরহাট স্টেশন, সেই কারণে চক্ররেলের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আপাতত। মাঝেরহাট প্ল্য়াটফর্ম নম্বর 4-এর ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Darjeeling Municipality : আম্রুত প্রকল্পের কাজ শেষ করতে তৎপর দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান

জানা গিয়েছে, 30511 চম্পাহাটি-মাঝেরহাট এই ট্রেনটি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30321 মাঝেরহাট-হাসনাবাদ এই ট্রেনটি মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷ এরপর ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে দমদমের দিকে যাবে। 30412 শিয়ালদহ-বিবাদি বাগ এই ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর এই ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ হয়ে দমদম যাবে।

কলকাতা, 31 মার্চ: ধাপে ধাপে এগোচ্ছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোরেল সম্প্রসারণের কাজ। আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত সেই কাজের জন্যই পাওয়ার ব্লক করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Circular rail schedule Change)। এই অংশের মাঝেই যেহেতু পড়ছে মাঝেরহাট স্টেশন, সেই কারণে চক্ররেলের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আপাতত। মাঝেরহাট প্ল্য়াটফর্ম নম্বর 4-এর ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Darjeeling Municipality : আম্রুত প্রকল্পের কাজ শেষ করতে তৎপর দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান

জানা গিয়েছে, 30511 চম্পাহাটি-মাঝেরহাট এই ট্রেনটি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30321 মাঝেরহাট-হাসনাবাদ এই ট্রেনটি মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷ এরপর ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে দমদমের দিকে যাবে। 30412 শিয়ালদহ-বিবাদি বাগ এই ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর এই ট্রেনটি আপ কর্ড লাইন হয়ে মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ হয়ে দমদম যাবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.