ETV Bharat / state

Weather Forecast : আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়ার পূর্বাভাস

উত্তর থেকে দক্ষিণ ৷ আজ বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য ৷ নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরেই রাজ্যজুড়ে আজ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

vvরাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
author img

By

Published : Aug 31, 2021, 6:44 AM IST

কলকাতা, 31 অগস্ট : আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সপ্তাহ শেষে ভারী বর্ষণে ভিজতে পারে উত্তর । আজ মূলত আকাশ মেঘলা থাকবে ৷ পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এখনই দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে ৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় 15.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷

এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়ের উপর অবস্থান করছে । সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা কোটা থেকে ভোপাল হয়ে ছত্তিশগড়ের নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে । এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

কলকাতা, 31 অগস্ট : আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সপ্তাহ শেষে ভারী বর্ষণে ভিজতে পারে উত্তর । আজ মূলত আকাশ মেঘলা থাকবে ৷ পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এখনই দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতার আকাশ আজ মেঘলা থাকবে ৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় 15.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷

এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা ছত্তিশগড়ের উপর অবস্থান করছে । সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা কোটা থেকে ভোপাল হয়ে ছত্তিশগড়ের নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে । এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

আরও পড়ুন : Petrol Pump Strike : রাজ্য জুড়ে আগামী 24 ঘণ্টা বন্ধ থাকবে প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.