ETV Bharat / state

ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা - Chance of heavy rain due to yaas cyclone

130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়ল ওডিশার বালেশ্বরে । ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওডিশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, কেওনঝড় ও পুরিতে । পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় ।

Chance of heavy rain due to yaas cyclone
ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
author img

By

Published : May 26, 2021, 1:16 PM IST

Updated : May 26, 2021, 1:28 PM IST

কলকাতা, 26 মে : ভূখণ্ডে এসে পৌঁছল অতি সক্রিয় ঘূর্ণিঝড় যশ । সকাল 9 টা 15 নাগাদ শুরু করেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল প্রক্রিয়া । তিন ঘণ্টার এই ল্যান্ড ফল প্রক্রিয়া ওডিশার বালেশ্বরের দক্ষিণে এসে আছড়ে পড়ল । স্থলে আছড়ে পড়ার সময় যশের গতিবেগ 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা । সর্বোচ্চ গতিবেগ 155 কিলোমিটার । সাড়ে এগারোটার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বিন্দু প্রবেশ করল ভূখণ্ডে ।

আরও পড়ুন : মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, কেওনঝড় ও পুরিতে । পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় । ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, হলদিয়া, দার্জিলিং ও কালিম্পংয়ে । আজ ও আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে ।

ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, 26 মে : ভূখণ্ডে এসে পৌঁছল অতি সক্রিয় ঘূর্ণিঝড় যশ । সকাল 9 টা 15 নাগাদ শুরু করেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল প্রক্রিয়া । তিন ঘণ্টার এই ল্যান্ড ফল প্রক্রিয়া ওডিশার বালেশ্বরের দক্ষিণে এসে আছড়ে পড়ল । স্থলে আছড়ে পড়ার সময় যশের গতিবেগ 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘণ্টা । সর্বোচ্চ গতিবেগ 155 কিলোমিটার । সাড়ে এগারোটার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র বিন্দু প্রবেশ করল ভূখণ্ডে ।

আরও পড়ুন : মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কটক, কেওনঝড় ও পুরিতে । পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় । ভারী বৃষ্টিপাত হবে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, হলদিয়া, দার্জিলিং ও কালিম্পংয়ে । আজ ও আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে ।

ঘূর্ণিঝড়ের দাপটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Last Updated : May 26, 2021, 1:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.