ETV Bharat / state

"কেন্দ্রের সংবেদনশীলতার অভাবেই" ট্রাক্টর ব়্যালিতে অশান্তি, টুইট মমতার

কেন্দ্র কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।

author img

By

Published : Jan 26, 2021, 8:49 PM IST

Mamata Banerjee
ফাইল ছবি

কলকাতা, 26 জানুয়ারি : দিনভর রীতিমতো তাণ্ডব চলল রাজধানীতে । লালকেল্লায় উড়ল কৃষকদের পতাকা ৷ লালকেল্লার যেখানে স্বাধীনতা দিবসের দিন তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার সেখানেই আন্দোলনকারী কৃষকরা পতাকা উত্তোলন করেন ৷ চলল দফায় দফায় সংঘর্ষ, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল । লাঠিচার্জও হল । আর এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতাকে দায়ি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজকের ঘটনা প্রসঙ্গে টুইটারে কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "দিল্লির রাস্তায় যে ঘটনাগুলি ঘটেছে, তা যথেষ্টই উদ্বেগজনক ও বেদনাদায়ক । এই ধরনের ঘটনায় ভীষণভাবে বিরক্ত । আমাদের কৃষক ভাই ও বোনদের প্রতি কেন্দ্রের সংবেদনশীল মনোভাবের অভাব এবং উদাসীনতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করতে হবে ।"

  • Deeply disturbed by worrying & painful developments that have unfolded on the streets of Delhi.

    Centre's insensitive attitude and indifference towards our farmer brothers & sisters has to be blamed for this situation. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী আরও লেখেন, "প্রথমত, এই আইনগুলি কৃষকদের সঙ্গে আলোচনা না করেই পাশ করানো হয়েছিল । তারপরে দেশজুড়ে প্রতিবাদ । কৃষকরা গত 2 মাস ধরে দিল্লির কাছে তাঁবু খাটিয়ে রয়েছেন । কেন্দ্র বিষয়টি নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখিয়েছে । কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে আলোচনায় বসা এবং এই আইনগুলি প্রত্যাহার করা ।"

  • First, these laws were passed without taking farmers in confidence. And then despite protests across India & farmers camping near Delhi for last 2 months, they've been extremely casual in dealing with them.
    Centre should engage with the farmers & repeal the draconian laws. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 26 জানুয়ারি : দিনভর রীতিমতো তাণ্ডব চলল রাজধানীতে । লালকেল্লায় উড়ল কৃষকদের পতাকা ৷ লালকেল্লার যেখানে স্বাধীনতা দিবসের দিন তেরঙ্গা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার সেখানেই আন্দোলনকারী কৃষকরা পতাকা উত্তোলন করেন ৷ চলল দফায় দফায় সংঘর্ষ, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল । লাঠিচার্জও হল । আর এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতাকে দায়ি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজকের ঘটনা প্রসঙ্গে টুইটারে কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "দিল্লির রাস্তায় যে ঘটনাগুলি ঘটেছে, তা যথেষ্টই উদ্বেগজনক ও বেদনাদায়ক । এই ধরনের ঘটনায় ভীষণভাবে বিরক্ত । আমাদের কৃষক ভাই ও বোনদের প্রতি কেন্দ্রের সংবেদনশীল মনোভাবের অভাব এবং উদাসীনতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করতে হবে ।"

  • Deeply disturbed by worrying & painful developments that have unfolded on the streets of Delhi.

    Centre's insensitive attitude and indifference towards our farmer brothers & sisters has to be blamed for this situation. (1/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুখ্যমন্ত্রী আরও লেখেন, "প্রথমত, এই আইনগুলি কৃষকদের সঙ্গে আলোচনা না করেই পাশ করানো হয়েছিল । তারপরে দেশজুড়ে প্রতিবাদ । কৃষকরা গত 2 মাস ধরে দিল্লির কাছে তাঁবু খাটিয়ে রয়েছেন । কেন্দ্র বিষয়টি নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব দেখিয়েছে । কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে আলোচনায় বসা এবং এই আইনগুলি প্রত্যাহার করা ।"

  • First, these laws were passed without taking farmers in confidence. And then despite protests across India & farmers camping near Delhi for last 2 months, they've been extremely casual in dealing with them.
    Centre should engage with the farmers & repeal the draconian laws. (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.