ETV Bharat / bharat

রাজনীতি নয়, তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি তদন্তে সুপ্রিম কোর্টের সিট - TIRUPATI LADDU ROW

তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানো ভেজাল ঘি ব্যবহার হয়েছে ৷ এই মামলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে বিশেষ তদন্তকারী দল গঠন করল সুপ্রিম কোর্ট ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 1 hours ago

TIRUPATI LADDU ROW
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘি নিয়ে বিতর্ক (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 4 অক্টোবর: তিরুপতির লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি, মাছের তেল মেশানো ৷ এই মামলায় এবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 27 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিট গঠন করেছিলেন ৷ অন্ধ্র সরকার গঠিত সিট এই বিষয়ে তদন্ত করবে নাকি অন্য কোনও স্বাধীন সিট গঠন করা হবে ?

30 সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷ শুক্রবার সলিসিটর জেনারেল আদালতে আবেদন করেন, অন্ধ্র সরকারের গঠিত সিট কী তদন্ত করছে, তা দেখাশোনা করতে কেন্দ্রীয় সরকারের এক উচ্চাধিকারিককে নিয়োগ করা যায় ৷

এই বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের গঠিত সিট এর তদন্ত করবে ৷ এই দলে থাকবেন সিবিআই-এর দুই আধিকারিক, রাজ্য পুলিশের দুই কর্তা এবং খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া-র (এফএসএসএআই) এক উচ্চ আধিকারিক ৷ এই তদন্তে নেতৃত্ব দেবেন সিবিআই-এর ডিরেক্টর ৷ শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

লাড্ডুতে পশুর চর্বি বিতর্কে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল ৷ সেই সব মামলায় এদিন দুই সদস্যের বেঞ্চ জানায়, মন্দিরের লাড্ডু বিতর্ক মামলায় আদালতকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে দেওয়া হবে না ৷ রাজনীতি ও ধর্ম দু'টি আলাদা বিষয় ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, "বিষয়টি রাজনৈতিক নাটক হয়ে উঠুক, এটা আমরা চাই না ৷" 30 সেপ্টেম্বরের শুনানিতেও অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিয়ে আদালত জানায়, "আমরা আশা করি, অন্তত দেবতাদের রাজনীতি থেকে দূরে রাখা হবে ৷"

Tirupati Laddu Case
বাঁদিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (ইটিভি ভারত)

গত 19 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ৷ তিনি জানান, হিন্দুদের পবিত্র ও বিখ্যাত এই মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিয়ে ভেজাল মেশানো আছে ৷ তাতে গরু ও শুয়োরের চর্বি, মাছের তেলের নমুনা পাওয়া গিয়েছে ৷ ওই ঘি পরীক্ষার জন্য গুজরাতের দুগ্ধ উন্নয়ন বোর্ডের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ৷

পূর্বতন ওয়াইএসআরসিপি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির আমলে এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেন টিডিপি প্রধান নাইডু ৷ এরপরই অন্ধ্রপ্রদেশ তথা দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷ টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি ল্যাব রিপোর্টটি প্রকাশ করেন ৷ তিনি দাবি করেন, মাত্র 320 টাকা কেজি দরে মন্দিরে গত জুন ও জুলাই মাসে ঘি সরবরাহ করেছিল এআর ডেয়ারি ফুড প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি ৷ সেটি তামিলনাড়ুর দিন্দিগুলে অবস্থিত ৷

এই খবরের পরপরই অন্ধ্রের তিরুপতি বালাজি মন্দির ও মন্দিরের প্রসাদ শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয় ৷ এরপর 21 সেপ্টেম্বর এই সংস্থার ঘিয়ের নমুনা সংগ্রহ করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ৷ এরপর তিরুপতি লাড্ডু কাণ্ডের ভেজাল ঘি তদন্তে সিট গঠন করে অন্ধ্রপ্রদেশ সরকার ৷

নয়াদিল্লি, 4 অক্টোবর: তিরুপতির লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি, মাছের তেল মেশানো ৷ এই মামলায় এবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 27 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিট গঠন করেছিলেন ৷ অন্ধ্র সরকার গঠিত সিট এই বিষয়ে তদন্ত করবে নাকি অন্য কোনও স্বাধীন সিট গঠন করা হবে ?

30 সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷ শুক্রবার সলিসিটর জেনারেল আদালতে আবেদন করেন, অন্ধ্র সরকারের গঠিত সিট কী তদন্ত করছে, তা দেখাশোনা করতে কেন্দ্রীয় সরকারের এক উচ্চাধিকারিককে নিয়োগ করা যায় ৷

এই বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের গঠিত সিট এর তদন্ত করবে ৷ এই দলে থাকবেন সিবিআই-এর দুই আধিকারিক, রাজ্য পুলিশের দুই কর্তা এবং খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া-র (এফএসএসএআই) এক উচ্চ আধিকারিক ৷ এই তদন্তে নেতৃত্ব দেবেন সিবিআই-এর ডিরেক্টর ৷ শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

লাড্ডুতে পশুর চর্বি বিতর্কে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল ৷ সেই সব মামলায় এদিন দুই সদস্যের বেঞ্চ জানায়, মন্দিরের লাড্ডু বিতর্ক মামলায় আদালতকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে দেওয়া হবে না ৷ রাজনীতি ও ধর্ম দু'টি আলাদা বিষয় ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, "বিষয়টি রাজনৈতিক নাটক হয়ে উঠুক, এটা আমরা চাই না ৷" 30 সেপ্টেম্বরের শুনানিতেও অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিয়ে আদালত জানায়, "আমরা আশা করি, অন্তত দেবতাদের রাজনীতি থেকে দূরে রাখা হবে ৷"

Tirupati Laddu Case
বাঁদিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (ইটিভি ভারত)

গত 19 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ৷ তিনি জানান, হিন্দুদের পবিত্র ও বিখ্যাত এই মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিয়ে ভেজাল মেশানো আছে ৷ তাতে গরু ও শুয়োরের চর্বি, মাছের তেলের নমুনা পাওয়া গিয়েছে ৷ ওই ঘি পরীক্ষার জন্য গুজরাতের দুগ্ধ উন্নয়ন বোর্ডের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ৷

পূর্বতন ওয়াইএসআরসিপি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির আমলে এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেন টিডিপি প্রধান নাইডু ৷ এরপরই অন্ধ্রপ্রদেশ তথা দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷ টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি ল্যাব রিপোর্টটি প্রকাশ করেন ৷ তিনি দাবি করেন, মাত্র 320 টাকা কেজি দরে মন্দিরে গত জুন ও জুলাই মাসে ঘি সরবরাহ করেছিল এআর ডেয়ারি ফুড প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি ৷ সেটি তামিলনাড়ুর দিন্দিগুলে অবস্থিত ৷

এই খবরের পরপরই অন্ধ্রের তিরুপতি বালাজি মন্দির ও মন্দিরের প্রসাদ শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয় ৷ এরপর 21 সেপ্টেম্বর এই সংস্থার ঘিয়ের নমুনা সংগ্রহ করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ৷ এরপর তিরুপতি লাড্ডু কাণ্ডের ভেজাল ঘি তদন্তে সিট গঠন করে অন্ধ্রপ্রদেশ সরকার ৷

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.