কলকাতা: পুজোর আমেজে সেজে উঠেছে চারিদিক । ঠাকুর দেখা থেকে ভুরিভোজ সবকিছু শুরু হয়ে যাবে চতুর্থী থেকেই । তবে পুজোতে ঠাকুর দেখতে বেরোনোর আগে সবকিছুই খেয়াল রাখা প্রয়োজন । স্বাস্থ্যও যেমন গুরুত্বপূর্ণ তেমনি সাজের দিকটাও মাথায় রাখা প্রয়োজন ৷
পুজোর সময়ে বেরোনো মানেই আগে ব্যাগে রাখতে হয় টুকটাক সাজার জিনিস । মেক আপ একটু ঘেঁটে গেলে বা ঘেমে গেলে পাফ বুলিয়ে নেওয়া , কিংবা চট করে স্প্রে করে নেওয়া পারফিউমের বোতল । এগুলি তো মাস্ট । তবে ছোটখাটো এমন অনেক জিনিস থাকে যা আমরা ব্যাগে রাখতে ভুলে যাই ৷ তবে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ ৷ জেনে নিন সেগুলি কী কী ?
ব্যান্ড এড: পুজো মানেই নুতন জুতো তো থাকবেই ৷ এই জুতো পরে অনেকর ফোসকা হওয়া সম্ভবনা থাকে ৷ ফলে হাঁটাচলা মুশকিল হয়ে পড়ে ৷ তাই ব্যাগে অবশ্যই এই জিনিস রাখা গুরুত্বপূর্ণ ৷
ছাতা: রোদ বা বর্ষা ছাতা আমাদের ভরসা ৷ পুজোর সময় রয়েছে হালকা বৃষ্টির সম্ভবনা ৷ তাই ব্যাগে অবশ্যই ছাতা রাখুন ৷ এতে রাস্তায় বেরিয়ে আপনাকে বিপদে পড়তে হবে না ৷ আর আপনার সাজগোজও নষ্ট কম হবে ৷
পাওয়ার ব্যাঙ্ক: এটি আমাদের দৈনন্দিব জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস ৷ পুজোয় নতুন জামা কাপড় পড়ে বেরোনো মানেই সেলফি ও ফোটো ৷ যা বেশি ব্যবহারের ফলে ফোন অফ হয়ে যায় চার্জ না চার্জ চলে যায় ৷ তাই অবশ্যই এই জিনিসটি ব্যাগে রাখুন ৷ যেটি রাস্তায় ফোনের ব্যাটারি শেষ হলে আপনি চার্জ করে নিতে পারেন ৷
ওষুধ: পুজোর বেরোনো মানেই খাওয়াদাওয়া ৷ বাইরের একটু বেশি খাওয়া হয়ে যায় ৷ এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভবনা বাড়ে ৷ তাই রাস্তায় যাতে বিপদে না পড়েন তাই অবশ্যই ব্যাগে ওষুধ রাখা জরুরি ৷
জল: দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ জল ৷ যে কোনও জায়গায় বেরোনোর ক্ষেত্রেই ছোট জলের বোতল রাখা প্রয়োজন ৷