ETV Bharat / state

CBI: মামলার চাপ সামলাতে কলকাতায় 5 দক্ষ সিবিআই অফিসার আসছেন, হাইকোর্টে জানাল কেন্দ্র - বিচারপতি রাজাশেখর মান্থা

বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ৷ সেখানে সিবিআইয়ের তরফে জানানো হয়, এই রাজ্যে মামলার চাপ সামলাতে আরও দক্ষ পাঁচজন আধিকারিককে নিয়ে আসা হচ্ছে ৷

CBI
CBI
author img

By

Published : May 3, 2023, 6:55 PM IST

কলকাতা, 3 মে: সিবিআইয়ে কর্মীর অভাব রয়েছে । আরও পাঁচজন দক্ষ অফিসার কলকাতায় আসছেন, শুধু এখানকার মামলার চাপ সামাল দিতে । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলার বিচারপর্ব চলাকালীন জানালেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী । কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি-সহ আরও একাধিক মামলার তদন্ত করছে সিবিআই ৷ এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবীর দেওয়া এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

বিচারপতি রাজাশেখর মান্থা এ দিন কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, "সিবিআইয়ের হাতে প্রচুর মামলার চাপ রয়েছে । যেকোনও লোক মামলা করলে সিবিআই তদন্তের দাবি করছেন । আর রাজনৈতিক বিরোধী হলে তো তিনি সেই দাবিতে অনড় থাকছেন । আবার কিছু ক্ষেত্রে সত্যি তদন্ত সিবিআইকে দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তি থাকছে ।" তারপরই অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী পাঁচজন অতিরিক্ত অফিসার আসার খবরটি জানান ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ঘনিষ্ঠ শান্তনু পান্ডা ও কাকলি পান্ডার দায়ের করা দু’টি মামলার শুনানি ছিল এদিন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুই মামলাকারীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ।

একটি মামলায় তিনি 160 ধারায় একজনকে সাক্ষী হিসেবে তলব করেছিলেন । সাক্ষ্য নেওয়ার সময় হুমকি দিয়েছেন বলে অভিযোগ । পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বস্তিকর বলে মনে করে আদালত । আবার অন্য একটি মামলায় ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে জাল নথিতে সই করান এক মহিলাকে দিয়ে । এই নিয়ে তাঁকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আদালতের আরও নির্দেশ, কেন আইসির চেম্বারে সিসিটিভি নেই, সেই ব্যাপারে এসপিকে বক্তব্য জানাতে হবে । এই সময়ের মধ্যে মামলাকারীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । আগামিদিনে সিবিআইকে তদন্ত হস্তান্তরের বিষয়ে বিবেচনা করবে আদালত ৷ পাশাপাশি কাকলি পান্ডার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা অব্যাহত রাখল আদালত ।

আরও পড়ুন: 2016 সালের নিয়োগ নিয়ে ফের বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 3 মে: সিবিআইয়ে কর্মীর অভাব রয়েছে । আরও পাঁচজন দক্ষ অফিসার কলকাতায় আসছেন, শুধু এখানকার মামলার চাপ সামাল দিতে । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলার বিচারপর্ব চলাকালীন জানালেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী । কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি-সহ আরও একাধিক মামলার তদন্ত করছে সিবিআই ৷ এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবীর দেওয়া এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

বিচারপতি রাজাশেখর মান্থা এ দিন কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, "সিবিআইয়ের হাতে প্রচুর মামলার চাপ রয়েছে । যেকোনও লোক মামলা করলে সিবিআই তদন্তের দাবি করছেন । আর রাজনৈতিক বিরোধী হলে তো তিনি সেই দাবিতে অনড় থাকছেন । আবার কিছু ক্ষেত্রে সত্যি তদন্ত সিবিআইকে দেওয়ার পিছনে যথেষ্ট যুক্তি থাকছে ।" তারপরই অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী পাঁচজন অতিরিক্ত অফিসার আসার খবরটি জানান ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ঘনিষ্ঠ শান্তনু পান্ডা ও কাকলি পান্ডার দায়ের করা দু’টি মামলার শুনানি ছিল এদিন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুই মামলাকারীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ।

একটি মামলায় তিনি 160 ধারায় একজনকে সাক্ষী হিসেবে তলব করেছিলেন । সাক্ষ্য নেওয়ার সময় হুমকি দিয়েছেন বলে অভিযোগ । পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বস্তিকর বলে মনে করে আদালত । আবার অন্য একটি মামলায় ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে জাল নথিতে সই করান এক মহিলাকে দিয়ে । এই নিয়ে তাঁকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আদালতের আরও নির্দেশ, কেন আইসির চেম্বারে সিসিটিভি নেই, সেই ব্যাপারে এসপিকে বক্তব্য জানাতে হবে । এই সময়ের মধ্যে মামলাকারীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না । আগামিদিনে সিবিআইকে তদন্ত হস্তান্তরের বিষয়ে বিবেচনা করবে আদালত ৷ পাশাপাশি কাকলি পান্ডার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা অব্যাহত রাখল আদালত ।

আরও পড়ুন: 2016 সালের নিয়োগ নিয়ে ফের বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.