কলকাতা, 18 ডিসেম্বর : ঘাসফুলের জার্সি খুলে ফেলার 24 ঘণ্টার মধ্যেই জেড ক্যাটেগরির নিরাপত্তা শুভেন্দু অধিকারীকে । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে ।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, "কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রক শুভেন্দু অধিকারীর নিরাপত্তার ব্যবস্থাপনা পরীক্ষা করে দেখেছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁর জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হবে । তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেবে সিআরপিএফ । "
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, "বাকি রাজ্যগুলিতে সিআরপিএফ-এর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়ে থাকে ।" গতকালই তৃণমূলের সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত চিঠিও পাঠিয়েছিলেন তিনি । বিধায়ক পদের থেকেও ইস্তফা দিয়েছেন । সূত্রের খবর, আগামীকাল বিজেপিতে যোগ দিতে পারেন পূর্ব মেদিনীপুরের এই দাপুটে নেতা ।
আরও পড়ুন : অমিত-সফরের আগে মেদিনীপুর ঢাকল শুভেন্দু-বিজেপিতে
জেড ক্যাটেগরির নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর 22 জন জওয়ান । এর মধ্যে চার থেকে পাঁচ জন এনএসজির কমান্ডো ।