ETV Bharat / state

Rathin Ghosh: রাজ্যের খাদ্য দফতরের কাজে খুশি কেন্দ্র, একুশের আগে কী হয়েছে জানি না: রথীন ঘোষ - রথীন ঘোষ

Rathin Ghosh on Ration Scam: রাজ্যের খাদ্য দফতরের কাজে খুশি হয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ তবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, একুশ সালের আগে কী হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না ৷

Rathin Ghosh
রথীন ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 8:00 PM IST

Updated : Oct 30, 2023, 9:43 PM IST

একুশের আগে কী হয়েছে জানি না: রথীন ঘোষ

কলকাতা, 30 অক্টোবর: রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে অস্বস্তিতে থাকা রাজ্য সরকারের ভাবমূর্তি উদ্ধারে এ বার কেন্দ্রের শংসাপত্রকে হাতিয়ার করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ সোমবার তিনি বলেন, রাজ্যের খাদ্য দফতরের ভূমিকায় খুশি কেন্দ্রীয় সরকার । এই মর্মে রাজ্যকে একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র ৷ তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, "অতীত নিয়ে কিছু বলতে পারব না ৷"

খাদ্য দফতর গণবণ্টনে উল্লেখযোগ্য কাজ করায় তার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । তারা ডিজিটালাইজেশন-সহ গণবণ্টন ব্যবস্থার সব ক্ষেত্রে রাজ্যের খাদ্য দফতরের কাজের প্রশংসা করেছে । আর প্রশংসাসূচক কেন্দ্রের চিঠিকে হাতিয়ার করেই রেশন দুর্নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগকে নস্যাৎ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ।

সোমবার তিনি বলেন, "কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন ব্যবস্থার মন্ত্রী আমার ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ।" রেশন দুর্নীতি নিয়ে কংগ্রেস ও সিপিআইএমের বিক্ষোভ প্রসঙ্গে রথীন ঘোষ এ দিন বলেন, "বিরোধীরা সব জেনে বুঝে অভিযোগ করুক । অভিযোগ করতেই পারে । কিন্তু সিস্টেম না জেনেই কথা বলছে । আমার পদত্যাগ দরকার পড়লে ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাক ।"

উল্লেখ্য, সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি । তদন্তকারী আধিকারিকদের দাবি, একাধিক অবৈধ সংস্থার হদিশ পাওয়া গিয়েছে । জ্যোতিপ্রিয়র কোটি কোটি টাকা সম্পদের হদিশ পাওয়া গিয়েছে । সে বিষয়ে প্রশ্ন করা হলে রথীন এ দিন বলেন, "2021 সালে আমি মন্ত্রী হওয়ার আগে কী হয়েছে, তা নিয়ে আমি কিছু বলতে পারব না । রেশন সংক্রান্ত বিষয়ে যা যা সংস্কারের কাজ করার প্রয়োজন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কাজ করেছি । আমি দু-তিনবার দিল্লি গিয়েছি । কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি । একাধিক বিষয়ে কথা বলেছি । আমাদের কাজ নিয়ে তারা খুশি ।"

আরও পড়ুন: হাসপাতালে থাকার আর প্রয়োজন নেই জ্যোতিপ্রিয়র, জানালেন চিকিৎসকরা

এ দিকে, আজ রেশন দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়ে পথে নামে বাম ও কংগ্রেস । সোমবার খাদ্য ভবনের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস লিন্ডসে স্ট্রিটের মুখ থেকে মিছিল করে খাদ্য দফতর পর্যন্ত যায় । খাদ্য ভবনের সামনে জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় । কংগ্রেসের পরেই সিপিএমের কলকাতা জেলা কমিটিও বিক্ষোভ দেখায় । রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি এই মুহূর্তে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে ৷

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয়র অপসারণের দাবিতে খাদ্য ভবনে বিক্ষোভ বাম-কংগ্রেসের

একুশের আগে কী হয়েছে জানি না: রথীন ঘোষ

কলকাতা, 30 অক্টোবর: রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে অস্বস্তিতে থাকা রাজ্য সরকারের ভাবমূর্তি উদ্ধারে এ বার কেন্দ্রের শংসাপত্রকে হাতিয়ার করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ সোমবার তিনি বলেন, রাজ্যের খাদ্য দফতরের ভূমিকায় খুশি কেন্দ্রীয় সরকার । এই মর্মে রাজ্যকে একটি চিঠিও পাঠিয়েছে কেন্দ্র ৷ তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, "অতীত নিয়ে কিছু বলতে পারব না ৷"

খাদ্য দফতর গণবণ্টনে উল্লেখযোগ্য কাজ করায় তার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । তারা ডিজিটালাইজেশন-সহ গণবণ্টন ব্যবস্থার সব ক্ষেত্রে রাজ্যের খাদ্য দফতরের কাজের প্রশংসা করেছে । আর প্রশংসাসূচক কেন্দ্রের চিঠিকে হাতিয়ার করেই রেশন দুর্নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগকে নস্যাৎ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ।

সোমবার তিনি বলেন, "কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন ব্যবস্থার মন্ত্রী আমার ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ।" রেশন দুর্নীতি নিয়ে কংগ্রেস ও সিপিআইএমের বিক্ষোভ প্রসঙ্গে রথীন ঘোষ এ দিন বলেন, "বিরোধীরা সব জেনে বুঝে অভিযোগ করুক । অভিযোগ করতেই পারে । কিন্তু সিস্টেম না জেনেই কথা বলছে । আমার পদত্যাগ দরকার পড়লে ওরা মুখ্যমন্ত্রীর কাছে যাক ।"

উল্লেখ্য, সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি । তদন্তকারী আধিকারিকদের দাবি, একাধিক অবৈধ সংস্থার হদিশ পাওয়া গিয়েছে । জ্যোতিপ্রিয়র কোটি কোটি টাকা সম্পদের হদিশ পাওয়া গিয়েছে । সে বিষয়ে প্রশ্ন করা হলে রথীন এ দিন বলেন, "2021 সালে আমি মন্ত্রী হওয়ার আগে কী হয়েছে, তা নিয়ে আমি কিছু বলতে পারব না । রেশন সংক্রান্ত বিষয়ে যা যা সংস্কারের কাজ করার প্রয়োজন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই কাজ করেছি । আমি দু-তিনবার দিল্লি গিয়েছি । কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি । একাধিক বিষয়ে কথা বলেছি । আমাদের কাজ নিয়ে তারা খুশি ।"

আরও পড়ুন: হাসপাতালে থাকার আর প্রয়োজন নেই জ্যোতিপ্রিয়র, জানালেন চিকিৎসকরা

এ দিকে, আজ রেশন দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়ে পথে নামে বাম ও কংগ্রেস । সোমবার খাদ্য ভবনের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস লিন্ডসে স্ট্রিটের মুখ থেকে মিছিল করে খাদ্য দফতর পর্যন্ত যায় । খাদ্য ভবনের সামনে জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় । কংগ্রেসের পরেই সিপিএমের কলকাতা জেলা কমিটিও বিক্ষোভ দেখায় । রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি এই মুহূর্তে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে ৷

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে জ্যোতিপ্রিয়র অপসারণের দাবিতে খাদ্য ভবনে বিক্ষোভ বাম-কংগ্রেসের

Last Updated : Oct 30, 2023, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.