কলকাতা, 26 এপ্রিল : লকডাউন নিষেধাজ্ঞা ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ কলকাতা ও শিলিগুড়ির বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল । কোরোনা পরিস্থিতি জানতে পশ্চিমবঙ্গে এসেছে এই দলটি ।
অপূর্ব চন্দ্রের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় দলটি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম কলকাতার গার্ডেনরিচ, একবালপুর, খিদিরপুর, মোমিনপুর, চেতলা ও কালীঘাট এলাকাগুলি পরিদর্শন করেছে । তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশও । এই পরিদর্শনের সময় তারা কারও সঙ্গে কথা বলেনি । এমন কী, সংবাদমাধ্যমের সঙ্গেও কোনও কথা বলেনি । কেন্দ্রীয় দলটি একটি কনভয়ে করে এই পরিদর্শন করে । হাওড়ার কয়েকটি পকেট যেমন, সালকিয়া, গোলাবাড়িতে ঠিকঠাক লকডাউন মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে ।
অন্যদিকে, শিলিগুড়িতে সিনিয়র আধিকারিক বিনীত যোশির নেতৃত্বে কেন্দ্রীয় দল বিধান মার্কেট ও আশপাশের এলাকাগুলি পরিদর্শন করে । দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে । সাধারণ মানুষ মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করছে কিনা তা জানতে চায় । পরিদর্শনের পর বিনীত যোশি বলেন, "দেখে মনে হচ্ছে, কিছু মানুষ লকডাউনকে গুরুত্ব দিচ্ছে না । তাদের গুরুত্ব দেওয়া উচিত ।" শিলিগুড়ির কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা বলেন, এই সফরে রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে দেখতে পাওয়া যায়নি । তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে তাঁরা নারাজ ।
কোরোনা পরিস্থিতি জানতে রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বাধে । কোরোনা মোকাবিলার জন্য রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে গত দু'দিন ধরে এই দল পশ্চিমবঙ্গেই রয়েছে । উত্তরবঙ্গে থাকা কেন্দ্রীয় দলটি ইতিমধ্যে শিলিগুড়ির কোয়ারানটিন সেন্টার, কোরোনা হাসপাতাল, দার্জিলিং ও কালিম্পঙের বেশ কিছু অংশ পরিদর্শন করেছে । অন্যদিকে, কলকাতায় থাকা কেন্দ্রীয় দল গত কয়েকদিন ধরে রাজারহাটারে কোয়ারানটিন সেন্টার, MR বাঙুর হাসপাতাল ও হাওড়ার কয়েকটি জায়গা পরিদর্শন করেছে ।