কলকাতা, 4 জানুয়ারি: বঙ্গ বিজেপির সাতটি মোর্চার মাথায় বসানো হল কেন্দ্রীয় পর্যবেক্ষক । দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নজরদারি করবে সবকটি মোর্চার উপর । বুধবার আইসিসিআর-এ বঙ্গ বিজেপির সাতটি মোর্চার রাজ্য নেতৃত্বকে নিয়ে মোর্চা সংযুক্ত বৈঠক হয় । আর তারপরেই আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে । বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিজেপি ৷
রাজ্যে লোকসভার রণকৌশল ঠিক কেমন হবে তা ঠিক করতেই সম্প্রতি রাজ্যে একদিনের সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তারপরেই দলকে ঢেলে সাজাতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির ।
এই বছর 35টি আসনের টার্গেট আগেই দিয়েছেন অমিত শাহ । তাই বাংলাকে পিছিয়ে থাকলে চলবে না । কারণ লোকসভায় বাংলা কেমন ফলাফল করে তার উপর অনেকটা নির্ভর করছে 2026 এ বঙ্গে বিজেপির ভাগ্য । 2019 সালে এ রাজ্যে 18টির বেশি আসন পায়নি গেরুয়া শিবির ৷ তাই হয়তো রাজ্য নেতৃত্বের উপরে তেমন ভরসা করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব । অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ।
- যুব মোর্চার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলকে
- মহিলা মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন বৈজয়ন্ত জয় পান্ডে
- কিষান মোর্চার পর্যবেক্ষক বান্দি সঞ্জয় কুমার
- এস সি মোর্চায় রয়েছেন তরুণ চুগ
- এস টি মোর্চার দায়িত্বে ডক্টর রাধামোহন দাস আগরওয়াল
- ওবিসি মোর্চার পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বিনোদ তাউরে
- মাইনোরিটি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে দূরশান্ত কুমার গৌতমকে
ওয়াকিবহাল মহলের মতে, এক্ষেত্রে মোর্চা সভাপতিদের ক্ষমতা কিছুটা হলেও খর্ব হতে পারে । কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত তাদের কাজ বুঝে নিতে চান ৷ এরপর ধাপে ধাপে শুরু হবে বৈঠক এবং প্রচার । জানা গিয়েছে যে, আইসিসিআরএ যে বৈঠক হয়েছে সেখানে মোর্চার সভাপতিদের নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে বলা হয়েছে ৷ সোশাল মিডিয়ার উপরেও অনেক বেশি জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়াও পিছিয়ে পড়া গোষ্ঠীদের মধ্যে জনসংযোগ বাড়াতে বলা হয়েছে ।
এর পাশাপাশি 15 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জায়গায় বেছে বেছে কর্মসূচি, সভা, প্রচার, চাটাই বৈঠক ও সমাবেশ করতে হবে । মূলত সংগঠনকে আরও শক্তিশালী করার উপরে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । জেলা মণ্ডল এবং ব্লক স্তরে সোশাল মিডিয়ার মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে যাবার নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন :
1. আবারও গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে; পার্টি অফিসের সামনে পোস্টার
2. কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পঞ্চায়েত খতিয়ান তুলে ধরার আগে হোমওয়ার্ক গেরুয়া শিবিরের
3. মোদির সব কা বিকাশের মন্ত্রেই লোকসভায় 35 আসন জয়ের লক্ষ্যপূরণ করবে বিজেপি, আশাবাদী সিদ্ধার্থ নাথ সিং