ETV Bharat / state

Panchayat Elections 2023: ঠুঁটো-জগন্নাথ ! নির্বাচন পরিচালনার কাজে বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না-করার বিজ্ঞপ্তি জারি কমিশনের - State Election Commission

315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামিকাল রাজ্যে এসে পৌঁছবে ৷ কিন্তু, তাদের পঞ্চায়েত নির্বাচনের দিন বুথে মোতয়েন করা হবে না ৷ বরং বিভিন্ন এলাকায় রুটমার্চ, নাকাচেকিং-সহ অন্যান্য কাজে ব্যবহার করবে রাজ্য নির্বাচন কমিশন ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 1, 2023, 2:51 PM IST

Updated : Jul 1, 2023, 6:01 PM IST

কলকাতা, 1 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে কার্যত ঠুঁটো-জগন্নাথ করে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে ৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, 315 কোম্পানি বাহিনীকে বুথে নির্বাচন পরিচালনার কাজে ব্য়বহার করা হবে না ৷ বরং এই বাহিনীকে ব্যবহার করা হবে এরিয়া ডমিনেশন, রুটমার্চ এবং আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নাকাচেকিংয়ের কাজে ৷ আর কোথাও কোনও সমস্যা বা ঝামেলার খবর কমিশন বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এলে, সেখানে বাহিনীকে পাঠানো হবে ৷ তবে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজ্ঞপ্তিতে বুথে মোতায়েন করার বিষয়ে কোনও উল্লেখ কমিশন করেনি ৷

আগামিকালের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া 315 কোম্পানি বাহিনী পৌঁছে যাবে ৷ কিন্তু, সেই বাহিনীকে বুথে নির্বাচন পরিচালনার জন্য ব্যবহার করবে না কমিশন ৷ আজ দুপুরের পর কমিশনার রাজীবা সিনহা একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন ৷ বরং এই বাহিনীকে ব্যবহার করা হবে, এরিয়া ডমিনেশন, রুটমার্চ, আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানার নিরাপত্তায় ৷ সেই সঙ্গে প্রতিটি জেলায় নাকা চেকিংয়ে রাখা হবে বাহিনীকে ৷ আর কোথাও কোনও গণ্ডগোলের খবর পেলে কমিশনের নির্দেশে বাহিনী সেখানে যাবে ৷

Panchayat Elections 2023 ETV Bharat
নির্বাচন কমিশনের তরফে 315 কোম্পানি বাহিনী নিয়ে জারি করা বিজ্ঞপ্তি

এক কথায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যত অচল করে রাখার কৌশল নিল প্রশাসন ৷ অবশ্য, বুথে বাহিনীকে মোতায়েন করা হবে না, এমনটা বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ করেনি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু, বিরোধীদের দাবি মতো তাদের বুথে নির্বাচন পরিচালনায় ব্য়বহার করা হচ্ছে না ৷ তবে প্রশ্ন উঠছে, 315 কোম্পানি বাহিনীকে না হয় বুথে ব্যবহার করা হবে না ৷ কিন্তু, দ্বিতীয় দফায় যে 485 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল, তার কী খবর ? কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক সেই 485 কোম্পানি বাহিনী নিয়ে মুখে কুলুপ এঁটেছে ৷

আরও পড়ুন: 315 কোম্পানি বাহিনী মোতায়ন কীভাবে ? কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক কমিশনের

এখন দেখার আগামিকাল 315 কোম্পানি বাহিনীকে উল্লেখিত ক্ষেত্রে কাজে লাগানোর পর, কেন্দ্র বাকি 485 কোম্পানি বাহিনী নিয়ে কোনও জবাব দেয় কি না ৷ কেন্দ্র সেই বাহিনীতে অনুমোদন দিলে, কমিশন কী করে ? সেটাই এখন দেখার ৷ হতে পারে, রাজ্যপুলিশের বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে বুথগুলিতে নির্বাচন পরিচালনা করতে পারে কমিশন ৷

আরও পড়ুন: 24 জুন মনোনয়ন জমা পড়ার অভিযোগ, ভিডিও ফুটেজ তলব হাইকোর্টের

উল্লেখ্য, আজ কমিশনের অফিসে ঢোকার সময় রাজ্য নির্বাচন কমিশনারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘স্পর্শকাতর বুথগুলি বাছাই করে, বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি ঠিক করা হবে ৷’’ কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রক কমিশনের চাওয়া 485 কোম্পানি বাহিনীতে অনুমোদন না দিলে ? সেক্ষেত্রে তাহলে রাজ্য পুলিশকে দিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে কমিশনকে ৷

কলকাতা, 1 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে কার্যত ঠুঁটো-জগন্নাথ করে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে ৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, 315 কোম্পানি বাহিনীকে বুথে নির্বাচন পরিচালনার কাজে ব্য়বহার করা হবে না ৷ বরং এই বাহিনীকে ব্যবহার করা হবে এরিয়া ডমিনেশন, রুটমার্চ এবং আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নাকাচেকিংয়ের কাজে ৷ আর কোথাও কোনও সমস্যা বা ঝামেলার খবর কমিশন বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এলে, সেখানে বাহিনীকে পাঠানো হবে ৷ তবে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজ্ঞপ্তিতে বুথে মোতায়েন করার বিষয়ে কোনও উল্লেখ কমিশন করেনি ৷

আগামিকালের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চাওয়া 315 কোম্পানি বাহিনী পৌঁছে যাবে ৷ কিন্তু, সেই বাহিনীকে বুথে নির্বাচন পরিচালনার জন্য ব্যবহার করবে না কমিশন ৷ আজ দুপুরের পর কমিশনার রাজীবা সিনহা একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন ৷ বরং এই বাহিনীকে ব্যবহার করা হবে, এরিয়া ডমিনেশন, রুটমার্চ, আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমানার নিরাপত্তায় ৷ সেই সঙ্গে প্রতিটি জেলায় নাকা চেকিংয়ে রাখা হবে বাহিনীকে ৷ আর কোথাও কোনও গণ্ডগোলের খবর পেলে কমিশনের নির্দেশে বাহিনী সেখানে যাবে ৷

Panchayat Elections 2023 ETV Bharat
নির্বাচন কমিশনের তরফে 315 কোম্পানি বাহিনী নিয়ে জারি করা বিজ্ঞপ্তি

এক কথায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যত অচল করে রাখার কৌশল নিল প্রশাসন ৷ অবশ্য, বুথে বাহিনীকে মোতায়েন করা হবে না, এমনটা বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ করেনি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু, বিরোধীদের দাবি মতো তাদের বুথে নির্বাচন পরিচালনায় ব্য়বহার করা হচ্ছে না ৷ তবে প্রশ্ন উঠছে, 315 কোম্পানি বাহিনীকে না হয় বুথে ব্যবহার করা হবে না ৷ কিন্তু, দ্বিতীয় দফায় যে 485 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল, তার কী খবর ? কমিশন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক সেই 485 কোম্পানি বাহিনী নিয়ে মুখে কুলুপ এঁটেছে ৷

আরও পড়ুন: 315 কোম্পানি বাহিনী মোতায়ন কীভাবে ? কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক কমিশনের

এখন দেখার আগামিকাল 315 কোম্পানি বাহিনীকে উল্লেখিত ক্ষেত্রে কাজে লাগানোর পর, কেন্দ্র বাকি 485 কোম্পানি বাহিনী নিয়ে কোনও জবাব দেয় কি না ৷ কেন্দ্র সেই বাহিনীতে অনুমোদন দিলে, কমিশন কী করে ? সেটাই এখন দেখার ৷ হতে পারে, রাজ্যপুলিশের বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে বুথগুলিতে নির্বাচন পরিচালনা করতে পারে কমিশন ৷

আরও পড়ুন: 24 জুন মনোনয়ন জমা পড়ার অভিযোগ, ভিডিও ফুটেজ তলব হাইকোর্টের

উল্লেখ্য, আজ কমিশনের অফিসে ঢোকার সময় রাজ্য নির্বাচন কমিশনারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘স্পর্শকাতর বুথগুলি বাছাই করে, বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি ঠিক করা হবে ৷’’ কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রক কমিশনের চাওয়া 485 কোম্পানি বাহিনীতে অনুমোদন না দিলে ? সেক্ষেত্রে তাহলে রাজ্য পুলিশকে দিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে কমিশনকে ৷

Last Updated : Jul 1, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.