কলকাতা, 24 অগস্ট: পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তলব করেছে সিবিআই ৷ যা নিয়ে সকাল থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে আগামী 31 অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে। আর যার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজিত বসু সাফ জানালেন, তদন্তের নামে আদতে প্রহসন চলছে রাজ্যে ৷ একইসঙ্গে, তিনি যে এই তলবে ভীত নন, তাও সাফ জানিয়েছেন সুজিত বসু ৷
পৌর নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক পৌরসভায় ইতিমধ্য়েই হানা দিয়েছে সিবিআই ৷ সেই অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আর সেই নথি ঘেঁটেই তদন্তকারীরা জানতে পেরেছেন, 2016 সালে পৌরসভায় নিয়োগ দুর্নীতির সময় দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু ৷ আর সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ৷ আর সিবিআইয়ের তলব প্রসঙ্গে, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু বলেন, "আমার কাছে চিঠি আসার আগেই সংবাদমাধ্যমে চিঠি চলে যাচ্ছে ! তদন্তের নামে কী চলছে এখানে ?" একইসঙ্গে, তিনি এও জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে সিবিআই'য়ের মুখোমুখি হতে তাঁর কোনও আপত্তি নেই। সিবিআই ডাকার কারণে তিনি ভীত নন বলেও জানিয়েছেন সুজিত ৷ কারণ হিসাবে তাঁর দাবি, তিনি জ্ঞানত কোনও অনৈতিক কাজ করেননি। কাজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তাঁর কোনও অসুবিধা থাকারও কারণ নেই।
আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ-দুর্নীতি, দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই
যে সময় এবং যেভাবে তাঁকে ডাকা হয়েছে, তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী। প্রসঙ্গত, যেদিন সুজিত বসুকে ডাকা হয়েছে সেই দিন সর্বভারতীয় ক্ষেত্রে বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ইন্ডিয়া জোটের বৈঠককে টার্গেট করে মন্ত্রীকে নোটিশ ধরানো হয়েছে ? এ প্রসঙ্গে সুজিত বসু বলেন, "রাজনৈতিক প্রতিহিংসা তো চলছেই। কিন্তু যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে তার সঙ্গে দূর দূর পর্যন্ত আমার কোনও যোগ নেই। শুধু তাই নয়, আমার নির্বাচনী এলাাকার মানুষ জানেন আমি কী ৷ এই নিয়ে ভয়ের কিছু নেই।"