ETV Bharat / state

কাল ফের শুভেন্দুকে তলব CBI-র, ডাকা হল কাকলিকেও - নারদকাণ্ড

নারদকাণ্ডে শুভেন্দু অধিকারী ও কাকলি ঘোষদস্তিদারকে ফের তলব করল CBI । কাল নিজাম প্যালেসে ডাকা হয়েছে তাঁদের ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 11, 2019, 9:16 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI-র তলবে আজ হাজিরা দিলেন না শুভেন্দু অধিকারী । কাল ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । পাশাপাশি, আগামীকাল ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকেও ।

তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর পাশাপাশি নারদাকাণ্ডে নাম জড়ায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর । প্রথমে দু'বার তলব করা হলেও যাননি তিনি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু । এরপর CBI-র তদন্তকারী অফিসাররা তাঁর হলদিয়ার তৎকালীন অফিসে তল্লাশি চালায় । এদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে আগে তলব করলেও তখন আসেননি তিনি । এরপর তাঁর মধ্যমগ্রামের বাড়িতে যায় CBI আধিকারিকরা । তাঁকে দফায় দফায় জেরাও করা হয় । বয়ানও রেকর্ড করা হয় ।

এদিকে আজ CBI দপ্তরে হাজিরা দেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি আজ CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI-র তলবে আজ হাজিরা দিলেন না শুভেন্দু অধিকারী । কাল ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । পাশাপাশি, আগামীকাল ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকেও ।

তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর পাশাপাশি নারদাকাণ্ডে নাম জড়ায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর । প্রথমে দু'বার তলব করা হলেও যাননি তিনি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু । এরপর CBI-র তদন্তকারী অফিসাররা তাঁর হলদিয়ার তৎকালীন অফিসে তল্লাশি চালায় । এদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে আগে তলব করলেও তখন আসেননি তিনি । এরপর তাঁর মধ্যমগ্রামের বাড়িতে যায় CBI আধিকারিকরা । তাঁকে দফায় দফায় জেরাও করা হয় । বয়ানও রেকর্ড করা হয় ।

এদিকে আজ CBI দপ্তরে হাজিরা দেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি আজ CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷

Intro:কলকাতা, 11 সেপ্টেম্বর: কাজে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে বলে ছিল সিবিআই। ডাকা হয়েছিল শোভন চ্যাটার্জি, অপরুপা পোদ্দারকেও। হাজির হননি শুভেন্দু। কিন্তু বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির হন শোভন। নিজাম পালেস আসেন অপরুপাও। দুজনেরই ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আগামীকাল শুভেন্দু পাশাপাশি ডাকা হল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও। Body:এর আগে সিবিআই জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি। পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু। পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায়। এই অফিসেই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে। ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য স্টিং অপারেশন করেছিলেন এই অফিস থেকেই।
Conclusion:
তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নারদ কান্ড আগে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ডের জন্য। তখনো আসেননি কাকলি। পরে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল ডিএসপি রঞ্জিত কুমারের নেতৃত্বে তাঁর বাড়িতে গিয়েছিলেন। ওই প্রতিনিধি দল বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদকে দফায় দফায় জেরা করে। তার বয়ান রেকর্ড করা হয়। এবার ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তিনি নিজাম প্যালেস আসেন কিনা সেটাই এখন দেখার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.