ETV Bharat / state

নারদকাণ্ডে শোভনকে তলব CBI-এর - BJP নেতা শোভন চট্টোপাধ্যায়

নারদাকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে তলব করল CBI ৷

শোভন
author img

By

Published : Aug 28, 2019, 8:59 PM IST

কলকাতা, 28 অগাস্ট : নারদকাণ্ডে BJP নেতা শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল CBI ৷ শনিবার (31 অগাস্ট) তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে । পাশাপাশি, একই কাণ্ডে আজ মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর ৷

চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জা ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা । আরও কয়েকজনকে CBI জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে সূত্রের খবর ৷ এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয়েছে ৷

কলকাতার এক CBI আধিকারিক জানান, শোভন ও অপরূপাকে কণ্ঠস্বরের স্যাম্পেল জমা দিতে বলা হয়েছে ৷ তবে, সে কারণেই শোভনকে ডাকা হয়েছে কি না তা খোলসা করেননি CBI-র যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "নারদ কাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বরের স্যাম্পেল সংগ্রহের নির্দেশ দিয়েছিল ৷ সেজন্যই হয়তো তাঁদের ডাকা হয়েছে ৷ যাদের কণ্ঠস্বরের স্যাম্পেল এখনও সংগ্রহ করা বাকি আছে, তাঁদের ডাকা হবে ৷"

CBI-র দাবি, কলকাতা পৌরনিগমের মধ্যে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন শোভন । সেই সময় ঘরে ছিলেন তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, মেয়রের এক নিরাপত্তারক্ষী এবং পৌরনিগমের এক আধিকারিক । ইতিমধ্যে 2017 সালের সেপ্টেম্বরে শোভনকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ তখন শোভন দাবি করেছিলেন, স্যামুয়েলকে ঠিকমতো চিনতে পারছেন না তিনি ৷ যদিও ম্যাথুর দাবি, তাঁর থেকে টাকা নিয়েছিলেন শোভন ৷ সেজন্য সম্প্রতি কলকাতা পৌরনিগমের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শোভনের দেহরক্ষীরাও ৷

কলকাতা, 28 অগাস্ট : নারদকাণ্ডে BJP নেতা শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল CBI ৷ শনিবার (31 অগাস্ট) তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে । পাশাপাশি, একই কাণ্ডে আজ মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর ৷

চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জা ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা । আরও কয়েকজনকে CBI জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে সূত্রের খবর ৷ এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয়েছে ৷

কলকাতার এক CBI আধিকারিক জানান, শোভন ও অপরূপাকে কণ্ঠস্বরের স্যাম্পেল জমা দিতে বলা হয়েছে ৷ তবে, সে কারণেই শোভনকে ডাকা হয়েছে কি না তা খোলসা করেননি CBI-র যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "নারদ কাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বরের স্যাম্পেল সংগ্রহের নির্দেশ দিয়েছিল ৷ সেজন্যই হয়তো তাঁদের ডাকা হয়েছে ৷ যাদের কণ্ঠস্বরের স্যাম্পেল এখনও সংগ্রহ করা বাকি আছে, তাঁদের ডাকা হবে ৷"

CBI-র দাবি, কলকাতা পৌরনিগমের মধ্যে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন শোভন । সেই সময় ঘরে ছিলেন তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, মেয়রের এক নিরাপত্তারক্ষী এবং পৌরনিগমের এক আধিকারিক । ইতিমধ্যে 2017 সালের সেপ্টেম্বরে শোভনকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ তখন শোভন দাবি করেছিলেন, স্যামুয়েলকে ঠিকমতো চিনতে পারছেন না তিনি ৷ যদিও ম্যাথুর দাবি, তাঁর থেকে টাকা নিয়েছিলেন শোভন ৷ সেজন্য সম্প্রতি কলকাতা পৌরনিগমের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শোভনের দেহরক্ষীরাও ৷

Intro:কলকাতা, 28 অগাস্ট: নারদ কাণ্ডে এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ সিবিআই। আগামী 31 অগাস্ট তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, গত রাতেই তার বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়েছে। Body:সিবিআই কর্তা নাগেশ্বর রাওয়ের কলকাতা সফরের পর গতি এসেছে নারদ তদন্তে। তদন্তের জাল দ্রুত গুটিয়ে নিয়ে আসতে তৎপদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি আইপিএস অফিসার এস এম এইচ মির্জা এবং ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে তদন্তকারীরা। সেই সূত্রে এবার বেশ কয়েকজনকে নতুন করে যেটা করতে চাইছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই আরামবাগের সংসদ অপরুপা পদ্দারকে ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দেখা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেউ।Conclusion:এটাকে 2017 সালের সেপ্টেম্বর মাসে শোভনকে জেরা করে সিবিআই। সূত্র জানাচ্ছে, সেই জেরায় শোভন নারদ কর্তাকে ঠিকমতো চিনতে পারছেন না বলে জানান। সিবিআইয়ের দাবি, শোভনের বেহালার বাড়ি ও কলকাতা পুরসভার অফিসে গিয়েছিলেন ম্যাথু। সেই সূত্রে কলকাতা পৌর নিগমের কয়েকজন কর্মীকে কিছুদিন আগে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি জেরা করা হয়েছে শোভনের দেহরক্ষীদেরও। সিবিআই সূত্রে খবর, কলকাতা পৌর নিগমে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন শোভন। তদন্তকারীদের দাবি, সেই সময় ওই ঘরে উপস্থিত ছিলেন তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, মেয়রের এক সিকিউরিটি অফিসার এবং পৌর নিগমের এক আধিকারিক। টাকার বিনিময়ে শোভন নাটকের নির্বাচনের পর সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন ম্যাথু।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.