কলকাতা, 19 ডিসেম্বর: এ বার স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment Scam) দুই প্রাক্তন চেয়ারম্যান-সহ মোট 6 জনকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) সঠিক কী ভূমিকা ছিল এবং যখন সুবীরেশ ভট্টাচার্য কাজ করছিলেন, সেই সময় তাঁর গতিবিধি কেমন ছিল, তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি প্রাক্তন দুই চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপকুমার সুরের বয়ান রেকর্ড করেছে সিবিআই । সুত্রের খবর, সোমবার দুপুরে এসএসসি-র দুই প্রাক্তন চেয়ারম্যান উপস্থিত হন নিজাম প্যালেসে । পাশাপাশি এসএসসি-র বাকি চারজন আধিকারিক আগেই উপস্থিত হয়েছিলেন সিবিআই দফতরে ।
অভিযোগ, এত দিন ধরে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করেও সেইভাবে কোনও তথ্য সামনে আসেনি তদন্তকারী আধিকারিকদের । তদন্তে সুবীরেশ ভট্টাচার্য যে অসহযোগিতা করছেন, তা আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই-এর অভিযোগ, গ্রুপ সি দুর্নীতি কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । ফলে সেই সময় সুবীরেশ ভট্টাচার্য কীভাবে কাজ করতেন এবং তাঁর গতিবিধি সঠিক কী ছিল তা জানা প্রয়োজন তদন্তকারীদের ৷
আরও পড়ুন: দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব হাইকোর্টের
এছাড়াও কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যের ওঠা বসা ছিল, সে বিষয়ে স্পষ্টভাবে জানতে তাঁর সঙ্গে তৎকালীন কর্মরত চারজন আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । এ ছাড়াও এ দিন নিজাম প্যালেসে উপস্থিত হন এসএসসি-র দুই প্রাক্তন চেয়ারম্যান । আজ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ সেই রেকর্ড করা বয়ানের সঙ্গে ধৃত সুবীরেশ ভট্টাচার্যের বয়ান এবং এ দিন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা স্কুল সার্ভিস কমিশনের চারজন আধিকারিকের বয়ান মিলিয়ে দেখা হবে । তারপরই এই তদন্তে অগ্রগতি পেতে পারে সিবিআই ৷