ETV Bharat / state

CBI on Anubrata Mandal : অনুব্রতর চিকিৎসা সংক্রান্ত সব তথ্য জানতে এবার তৎপর সিবিআই - অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল চিনারপার্কের ফ্ল্যাটে যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা (CBI to get all treatment details of Anubrata Mandal)। সিবিআই জানতে চাইছেন, অনুব্রত মণ্ডলের সঠিক কী অসুখ করেছে ? পাশাপাশি অনুব্রত মণ্ডলের কী কী চিকিৎসা চলছে, তার সমস্ত কিছু তথ্য চিকিৎসকদের কাছ থেকে জানতে চাইছেন সিবিআই ৷

CBI keen to know all details about treatment of Anubrata Mandal
Anubrata Mandal
author img

By

Published : Apr 25, 2022, 9:30 PM IST

কলকাতা, 25 এপ্রিল : "এক ছিল রাজা, রাজার ভারি অসুখ," কবি সুকুমার রায়ের বিখ্যাত কবিতার লাইন হুবহু বর্তমানে মিলে যাচ্ছে গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের আতস কাচের তলায় থাকা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে । সিবিআই সূত্রে খবর, যখনই অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে তলব করা হয়, তখনই ঠিক তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে (CBI keen to know all details about treatment of Anubrata Mandal)। কিন্তু এমনটা হওয়ার কারণ কী !

চিনারপার্কের ফ্ল্যাটে যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁদের সঙ্গে কথা বলতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা । মূলত তাঁরা জানতে চাইছেন অনুব্রত মণ্ডলের সঠিক কী অসুখ করেছে ৷ তাঁর আইনজীবী মারফত সিবিআই জানতে পেরেছেন, প্রবল শ্বাসকষ্টে ভুগছেন অনুব্রত মণ্ডল । কিন্তু সিবিআইয়ের জিজ্ঞাসা যে, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করার পরেই কেন তাঁর শ্বাসকষ্টের প্রবণতা আরও তীব্র থেকে তীব্রতর হয় ? এটা কী ধরনের অসুখ ?

পাশাপাশি অনুব্রত মণ্ডলের কী কী চিকিৎসা চলছে, তার সমস্ত কিছু তথ্য চিকিৎসকদের কাছ থেকে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা । ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই অবস্থায় অনুব্রত মণ্ডলকে আদৌও জিজ্ঞাসাবাদ করা উচিত হবে কি না, তা জানতেই কমান্ড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

আরও পড়ুন : Lawyer Sanjeev Dawn on Anubrata Mondal: দাদা ভীষণ অসুস্থ, অনুব্রতকে দেখে এসে জানালেন তাঁর আইনজীবী

কলকাতা, 25 এপ্রিল : "এক ছিল রাজা, রাজার ভারি অসুখ," কবি সুকুমার রায়ের বিখ্যাত কবিতার লাইন হুবহু বর্তমানে মিলে যাচ্ছে গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের আতস কাচের তলায় থাকা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে । সিবিআই সূত্রে খবর, যখনই অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে তলব করা হয়, তখনই ঠিক তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে (CBI keen to know all details about treatment of Anubrata Mandal)। কিন্তু এমনটা হওয়ার কারণ কী !

চিনারপার্কের ফ্ল্যাটে যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাঁদের সঙ্গে কথা বলতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা । মূলত তাঁরা জানতে চাইছেন অনুব্রত মণ্ডলের সঠিক কী অসুখ করেছে ৷ তাঁর আইনজীবী মারফত সিবিআই জানতে পেরেছেন, প্রবল শ্বাসকষ্টে ভুগছেন অনুব্রত মণ্ডল । কিন্তু সিবিআইয়ের জিজ্ঞাসা যে, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করার পরেই কেন তাঁর শ্বাসকষ্টের প্রবণতা আরও তীব্র থেকে তীব্রতর হয় ? এটা কী ধরনের অসুখ ?

পাশাপাশি অনুব্রত মণ্ডলের কী কী চিকিৎসা চলছে, তার সমস্ত কিছু তথ্য চিকিৎসকদের কাছ থেকে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা । ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই অবস্থায় অনুব্রত মণ্ডলকে আদৌও জিজ্ঞাসাবাদ করা উচিত হবে কি না, তা জানতেই কমান্ড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

আরও পড়ুন : Lawyer Sanjeev Dawn on Anubrata Mondal: দাদা ভীষণ অসুস্থ, অনুব্রতকে দেখে এসে জানালেন তাঁর আইনজীবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.