ETV Bharat / state

কয়লা-গোরু পাচার নিয়ে আরও সক্রিয় CBI, 30 জায়গায় তল্লাশি - গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্ত

দিল্লির দলের নেতৃত্বে রাজ্যের 30টি জায়গায় একযোগে শুরু হয়েছে তল্লাশি ৷ কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, রানিগঞ্জে চলছে তল্লাশি ৷

cow smuggling
গরু পাচার কাণ্ড
author img

By

Published : Nov 28, 2020, 12:32 PM IST

Updated : Nov 28, 2020, 2:40 PM IST

কলকাতা, 28 নভেম্বর : গোরু ও কয়লা পাচারের মধ্যে রয়েছে যোগাযোগ । CBI তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ সূত্রের খবর, কয়লা ও গোরু পাচারের কিংপিন নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে একে অপরকে সাহায্য করত । ইতিমধ্যে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এসেছে তদন্তকারীদের হাতে । পাওয়া গিয়েছে প্রশাসন এবং প্রভাবশালী যোগসূত্রের প্রমাণ । বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি থেকে পাঠানো হয়েছে CBI-এর বিশেষ দল । দিল্লির সেই দলের নেতৃত্বে এই রাজ্যের তিরিশটি জায়গায় একযোগে শুরু হয়েছে তল্লাশি । কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, রানিগঞ্জে চলছে তল্লাশি ।

গোরু ও কয়লা পাচার নিয়ে এর আগে CBI-এর সদর দপ্তরের স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটের DIG প্রেম গৌতম সমস্ত তথ্য নিয়ে গিয়েছেন দিল্লিতে । এর আগে কয়লা পাচারের অন্যতম কিংপিন বলে অভিযুক্ত অনুপ মাঝির বাড়িতে তল্লাশি চালায় CBI । পাশাপাশি তল্লাশি চালানো হয় কলকাতার শেক্সপিয়র সরণিসহ আসানসোলে অনুপ মাঝি ওরফে লালার অফিসগুলিতেও । সেখান থেকে বেশকিছু নথি পাওয়া যায় । পাশাপাশি আয়কর দপ্তরের পক্ষ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নথি । সেই সূত্রে 6 কয়লা ব্যবসায়ীকে নোটিস পাঠিয়েছে আয়কর দপ্তর । আজ লালা ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে ও তল্লাশি চালানো হচ্ছে বলে CBI সূত্রে জানা গেছে ।

এর আগে তল্লাশিতে গোরু পাচারকারী বলে অভিযুক্ত এনামূলের সঙ্গে লালার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে এসেছিল । লালা এনামূলের মাধ্যমেই মুর্শিদাবাদ দিয়ে উত্তরবঙ্গে কয়লা পাচার করত বলে জানা গিয়েছে । এনামূলের গোরু পাচারের জন্য ব্যবহৃত গাড়িতেই পাচার হত কয়লা । শেষবার কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লালার বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন । বলেন, “লালার টাকা কোথায় যায় ? লালার সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক ? সেটা পরিষ্কার করা প্রয়োজন ।"

Last Updated : Nov 28, 2020, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.