কলকাতা, 18 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) তদন্তে নেমে এবার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI Interrogate Kuntal Ghosh) ৷ বুধবার দীর্ঘ সময় ধরে কুন্তলের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ উল্লেখ্য, সিবিআইয়ের কাছে কুন্তলের নাম উল্লেখ করেছিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাপস মণ্ডল ৷ কুন্তলের বিরুদ্ধে টাকার বিনিময়ে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি ৷
এই তথ্যের ভিত্তিতেই কুন্তলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ সেইসঙ্গে, বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল তাঁকে ৷ সেই মতো তৈরি হয়েই এদিন সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান কুন্তল ৷ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ৷ কুন্তলের সমস্ত বয়ান নথিভুক্ত করা হয় ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে বলাগড়ের তৃণমূলের যুবনেতার নাম, সরব বিরোধীরা
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কুন্তলের সামনে নির্দিষ্ট কিছু প্রশ্ন রাখা হয়েছিল ৷ যেমন, কুন্তল ঘোষের সঙ্গে কাদের সঙ্গে যোগাযোগ ছিল ? তাঁর সঙ্গে কি রাজ্যের কোনও প্রভাবশালী নেতা বা নেত্রীর কথা হত ? তিনি কোন কোন সরকারি এবং বেসরকারি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ? তাপস মণ্ডল তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে কলেজে পড়ুয়া ভর্তি করানোর যে অভিযোগ তুলেছেন, সেই সম্পর্কে তাঁর বক্তব্য ? সূত্রের দাবি, আগামিদিনে তাপস মণ্ডলের মুখোমুখি বসিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷
প্রসঙ্গত, এর আগে সংবাদমাধ্যমের সামনে তাপস মণ্ডল দাবি করেছিলেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করেছেন ৷ বদলে নিয়েছেন মোটা অঙ্কের টাকা ৷ এই পথে অন্তত 19 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি ! তাপসের দাবি, কুন্তল নাকি ইতিমধ্যেই গোয়েন্দাদের কাছে তাঁর এই কীর্তির কথা স্বীকার করেছেন ! যদিও এই বিষয়ে সিবিআই বা কুন্তলের তরফে কিছু জানানো হয়নি ৷ তাপস মণ্ডলের আরও দাবি, এইসব বেআইনি লেনদেন 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে !