ETV Bharat / state

'ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না', ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

CM Mamata Banerjee Slams Digital India model. বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মোদির ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রকে নিশানা করে একদিকে যেমন ক্যাশলেস ইকোনমি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্যের উপর কেন্দ্র করের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 5:02 PM IST

Updated : Nov 22, 2023, 5:12 PM IST

কলকাতা, 22 নভেম্বর: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মোদির ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রকে নিশানা করে একদিকে যেমন ক্যাশলেস ইকোনমি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্যের উপর কেন্দ্র করের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা ৷ এদিন তিনি বলেন, "ক্যাশলেস ইকোনমি কর্ম সংস্থান তৈরি করতে পারে না ৷"

বুধবার বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের কর্ম সংস্থান নিয়েও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ভারতে কর্মসংস্থান 40 শতাংশ কমেছে অথচ বাংলায় কর্মসংস্থান বেড়েছে 42 শতাংশ ৷ কেন্দ্রে এক দলের সরকার রাজ্যে আরেক দলের সরকার ৷ রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ বাংলা সবচেয়ে নিরাপদ ৷" একই সঙ্গে শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় আসুন, বিনিয়োগ করুন ৷"

সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এদিন একাধিক শিল্পপতিরা উপস্থিত ছিলেন ৷ 40টি দেশ এই বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন সহযোগী দেশগুলিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ আর সেই মঞ্চ থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "90 লক্ষ আমাদের সেল্ফ হেল্ফ গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী আছে ৷" মুখ্যমন্ত্রীর কথায়, গ্রাম এখন গ্রোথ সেন্টারে পরিণত হয়েছে ৷ তিনি বলেন, "কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম ৷ সৃজনশিলতা আমাদের ভিশন ৷"

রাজ্যে কর্মসংস্থানের পরিসংখ্যান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু চর্ম শিল্পেই 10 লক্ষ কর্মসংস্থান বেড়েছে ৷ তাঁর কথায়, "এখন ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন ৷ আমাদের মহিলারা আমাদের সম্পদ ৷" মুখ্যমন্ত্রীর কথায়, "ছয় থেকে সাতটি শিল্প করিডোর তৈরি করার চেষ্টা চলছে ৷" একই সঙ্গে এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, তিন লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে ইতিমধ্যেই ৷ তিনি বলেন, "দেশে ফিরে আপনাদের বন্ধুদেরও বলুন বাংলায় বিনিয়োগ করতে ৷ এখানে কোনও অসুবিধা হবে না ৷ শিল্প বান্ধব পরিবেশ পাবেন আপনারা ৷"

আরও পড়ুন

বাংলায় নাকি শুধুই হিংসা, তাহলে এত উন্নয়ন কীভাবে ? বিরোধীদের নিশানা মমতার

কলকাতা, 22 নভেম্বর: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মোদির ডিজিটাল ভারত মডেলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রকে নিশানা করে একদিকে যেমন ক্যাশলেস ইকোনমি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে রাজ্যের উপর কেন্দ্র করের বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা ৷ এদিন তিনি বলেন, "ক্যাশলেস ইকোনমি কর্ম সংস্থান তৈরি করতে পারে না ৷"

বুধবার বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের কর্ম সংস্থান নিয়েও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ভারতে কর্মসংস্থান 40 শতাংশ কমেছে অথচ বাংলায় কর্মসংস্থান বেড়েছে 42 শতাংশ ৷ কেন্দ্রে এক দলের সরকার রাজ্যে আরেক দলের সরকার ৷ রাজ্যের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ বাংলা সবচেয়ে নিরাপদ ৷" একই সঙ্গে শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় আসুন, বিনিয়োগ করুন ৷"

সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এদিন একাধিক শিল্পপতিরা উপস্থিত ছিলেন ৷ 40টি দেশ এই বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন সহযোগী দেশগুলিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ৷ আর সেই মঞ্চ থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "90 লক্ষ আমাদের সেল্ফ হেল্ফ গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী আছে ৷" মুখ্যমন্ত্রীর কথায়, গ্রাম এখন গ্রোথ সেন্টারে পরিণত হয়েছে ৷ তিনি বলেন, "কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম ৷ সৃজনশিলতা আমাদের ভিশন ৷"

রাজ্যে কর্মসংস্থানের পরিসংখ্যান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু চর্ম শিল্পেই 10 লক্ষ কর্মসংস্থান বেড়েছে ৷ তাঁর কথায়, "এখন ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন ৷ আমাদের মহিলারা আমাদের সম্পদ ৷" মুখ্যমন্ত্রীর কথায়, "ছয় থেকে সাতটি শিল্প করিডোর তৈরি করার চেষ্টা চলছে ৷" একই সঙ্গে এদিন বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, তিন লক্ষ 76 হাজার 288 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে ইতিমধ্যেই ৷ তিনি বলেন, "দেশে ফিরে আপনাদের বন্ধুদেরও বলুন বাংলায় বিনিয়োগ করতে ৷ এখানে কোনও অসুবিধা হবে না ৷ শিল্প বান্ধব পরিবেশ পাবেন আপনারা ৷"

আরও পড়ুন

বাংলায় নাকি শুধুই হিংসা, তাহলে এত উন্নয়ন কীভাবে ? বিরোধীদের নিশানা মমতার

Last Updated : Nov 22, 2023, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.