ETV Bharat / state

Case on 2022 primary TET: 22'র প্রাথমিক টেটে ভুল প্রশ্ন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দায়ের মামলা - কলকাতা হাইকোর্ট

2022-এর ডিসেম্বরে প্রাথমিকে টেট পরীক্ষা হয় ৷ ফলও প্রকাশিত হয়েছে ৷ এবার ওই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে (Justice Abhijit Gangopadhyay) ৷

Case on 2022 primary TET
Case on 2022 primary TET
author img

By

Published : Feb 22, 2023, 8:11 PM IST

Updated : Feb 22, 2023, 8:53 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: 2022 সালের টেট (Primary TET 2022) পরীক্ষার একাধিক প্রশ্নে ভুল রয়েছে বলে দাবি করে হাইকোর্টে দায়ের হল মামলা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে (Case filed on 2022 primary TET question error) । শীঘ্রই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

2022 সালের 13 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ পরীক্ষার পর পর টেটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছিল । যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল । তবে ভবিষ্যৎ যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে । ইতিমধ্যেই এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়ে গিয়েছে ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তরে ভুল ছিল । সেই নিয়ে এখনও মামলার নিষ্পত্তি হয়নি । পরে 2017 সালের টেট পরীক্ষার প্রশ্নে গন্ডগোল ছিল । প্রায় বছর পাঁচেক পরে 2022 এর টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাতেও ভুল । আসলে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত একটা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে পারেনি ।

অন্য আরেক আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "আমাদের হিসাবে অন্তত দশটি প্রশ্নে একাধিক উত্তর সঠিক ।সেক্ষেত্রে প্রার্থী যদি উত্তর দেওয়ার চেষ্টা করে তাঁকে নম্বর দিতে হবে । প্রাথমিক শিক্ষা পর্ষদও তা স্বীকার করে ইতিমধ্যে চারটি প্রশ্নের ক্ষেত্রে নম্বরও দিয়েছে । কিন্তু অন্তত 10টি প্রশ্নের উত্তরে এটা হয়েছে জানিয়ে আমরা মামলা করছি ।"

উল্লেখ্য, 2014 সালের 6টি প্রশ্ন ভুলের মামলার বিষয়ে এখন সিবিআই তদন্ত চলছে (CBI Investigation on Recruitment Scam) । কত চাকরিরত শিক্ষক-শিক্ষিকা ভয়ে দিন গুনছেন চাকরি যাওয়ার আশঙ্কায় । একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে । এই পরিস্থিতি 2022 সালের টেট পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দ্রুত সম্পন্ন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । ইতিমধ্যে এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে । যদিও এর ভিত্তিতে এখনও নিয়োগ হয়নি । আপাতত দেখার আইনজীবীরা যে দাবিতে মামলা করেছেন সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী যুক্তি হাজির করে আদালতের সামনে !

আরও পড়ুন: বাল্মিকী থেকে ফের রত্নাকর হয়ে যাবে না তো স্কুল সার্ভিস কমিশন, প্রশ্ন আদালতে

কলকাতা, 22 ফেব্রুয়ারি: 2022 সালের টেট (Primary TET 2022) পরীক্ষার একাধিক প্রশ্নে ভুল রয়েছে বলে দাবি করে হাইকোর্টে দায়ের হল মামলা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে (Case filed on 2022 primary TET question error) । শীঘ্রই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

2022 সালের 13 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ পরীক্ষার পর পর টেটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছিল । যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল । তবে ভবিষ্যৎ যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে । ইতিমধ্যেই এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়ে গিয়েছে ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তরে ভুল ছিল । সেই নিয়ে এখনও মামলার নিষ্পত্তি হয়নি । পরে 2017 সালের টেট পরীক্ষার প্রশ্নে গন্ডগোল ছিল । প্রায় বছর পাঁচেক পরে 2022 এর টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাতেও ভুল । আসলে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত একটা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে পারেনি ।

অন্য আরেক আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "আমাদের হিসাবে অন্তত দশটি প্রশ্নে একাধিক উত্তর সঠিক ।সেক্ষেত্রে প্রার্থী যদি উত্তর দেওয়ার চেষ্টা করে তাঁকে নম্বর দিতে হবে । প্রাথমিক শিক্ষা পর্ষদও তা স্বীকার করে ইতিমধ্যে চারটি প্রশ্নের ক্ষেত্রে নম্বরও দিয়েছে । কিন্তু অন্তত 10টি প্রশ্নের উত্তরে এটা হয়েছে জানিয়ে আমরা মামলা করছি ।"

উল্লেখ্য, 2014 সালের 6টি প্রশ্ন ভুলের মামলার বিষয়ে এখন সিবিআই তদন্ত চলছে (CBI Investigation on Recruitment Scam) । কত চাকরিরত শিক্ষক-শিক্ষিকা ভয়ে দিন গুনছেন চাকরি যাওয়ার আশঙ্কায় । একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে । এই পরিস্থিতি 2022 সালের টেট পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দ্রুত সম্পন্ন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । ইতিমধ্যে এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে । যদিও এর ভিত্তিতে এখনও নিয়োগ হয়নি । আপাতত দেখার আইনজীবীরা যে দাবিতে মামলা করেছেন সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী যুক্তি হাজির করে আদালতের সামনে !

আরও পড়ুন: বাল্মিকী থেকে ফের রত্নাকর হয়ে যাবে না তো স্কুল সার্ভিস কমিশন, প্রশ্ন আদালতে

Last Updated : Feb 22, 2023, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.