ETV Bharat / state

Case Filed in High Court: বিএড কলেজে পুনর্নবীকরণের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে জনস্বার্থ মামলা হাইকোর্টে - Allegation of Taking Extra Money

বিএড কলেজ পুনর্নবীকরণের নামে দুর্নীতির অভিযোগ। বছরে প্রায় 20 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে (Allegation of Taking Extra Money of Renewal in BED College)। এখানেও জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম।

Case Filed in High Court
বিএড কলেজে পুনর্নবীকরণের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে জনস্বার্থ মামলা হাইকোর্টে
author img

By

Published : Dec 2, 2022, 11:02 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: বিএড কলেজে পুনর্নবীকরণের নামে অতিরিক্ত 2 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ (Allegation of Taking Extra Money of Renewal in BED College)। এর সিবিআই, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। (ডব্লিউবিইটিটি) বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার সহযোগী সজল সরকার, সজল কর এবং তপন বেরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৷ এমনই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালতে (Case Filed in High Court) ।

সোমা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তাই এই দুর্নীতি করার সুযোগ পেয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, দুর্নীতি হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে, প্রতিটি বিএড কলেজের নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ হয়। তারজন্য প্রত্যেক কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের তরফে একটা করে লিংক পাঠানো হয়। তারপর 1 লক্ষ টাকা দিলে তবে তাদের কলেজের পুনর্নবীকরণের কাজ হয়।

জুন-জুলাই মাসে সেই লিঙ্ক পাঠানো হয়। তার পরেও সেটা দেওয়া হচ্ছে না বলে কলেজগুলো যখন ফোন করছেন বিশ্ববিদ্যালয়ে তখন তাদের দেওয়া হচ্ছে সজল সরকার নামে এক ব্যক্তির নাম। সজল সরকারকে ফোন করলে তিনি তাঁর যাদবপুরের একটা বাড়িতে আসতে বলছেন সেখানে 1 লক্ষ টাকার পরিবর্তে দিতে হচ্ছে 2 লক্ষ টাকা । তাও আবার নগদে । তারপর তাদের লিংক পাঠানো হচ্ছে । পরের ধাপে দেখা যাচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পরও আসল কাজ সম্পূর্ণ হচ্ছে না । ফলে এই টাকার খেলা চলছে নিরন্তর । এই ঘটনার যথাযথ সিবিআই, ইডি তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শীঘ্রই এই মামলার শুনানি।

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

কলকাতা, 2 ডিসেম্বর: বিএড কলেজে পুনর্নবীকরণের নামে অতিরিক্ত 2 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ (Allegation of Taking Extra Money of Renewal in BED College)। এর সিবিআই, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। (ডব্লিউবিইটিটি) বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার সহযোগী সজল সরকার, সজল কর এবং তপন বেরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ৷ এমনই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালতে (Case Filed in High Court) ।

সোমা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তাই এই দুর্নীতি করার সুযোগ পেয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, দুর্নীতি হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে, প্রতিটি বিএড কলেজের নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ হয়। তারজন্য প্রত্যেক কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের তরফে একটা করে লিংক পাঠানো হয়। তারপর 1 লক্ষ টাকা দিলে তবে তাদের কলেজের পুনর্নবীকরণের কাজ হয়।

জুন-জুলাই মাসে সেই লিঙ্ক পাঠানো হয়। তার পরেও সেটা দেওয়া হচ্ছে না বলে কলেজগুলো যখন ফোন করছেন বিশ্ববিদ্যালয়ে তখন তাদের দেওয়া হচ্ছে সজল সরকার নামে এক ব্যক্তির নাম। সজল সরকারকে ফোন করলে তিনি তাঁর যাদবপুরের একটা বাড়িতে আসতে বলছেন সেখানে 1 লক্ষ টাকার পরিবর্তে দিতে হচ্ছে 2 লক্ষ টাকা । তাও আবার নগদে । তারপর তাদের লিংক পাঠানো হচ্ছে । পরের ধাপে দেখা যাচ্ছে সব কিছু হয়ে যাওয়ার পরও আসল কাজ সম্পূর্ণ হচ্ছে না । ফলে এই টাকার খেলা চলছে নিরন্তর । এই ঘটনার যথাযথ সিবিআই, ইডি তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শীঘ্রই এই মামলার শুনানি।

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.