কলকাতা, 18 অক্টোবর: প্রয়াত হলেন কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর । বুধবার সকাল 11টা 03 মিনিটে আরজিকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'পলিটিক্যাল কার্টুনিস্ট' হিসেবেই বিখ্যাত ছিলেন তিনি । বেশ কয়েকবছর ধরেই ভুগছিলেন তিনি ৷ তবে আজ এহেন কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক মহলে । দীর্ঘদিন বেশ কয়েকটি প্রথম শ্রেণির দৈনিক সংবাদপত্রে কাজ করেছেন তিনি ৷ প্রায় 70 বছর ধরে তাঁর আঁকা কার্টুন চাক্ষুষ করেছে বাঙালি ৷ তাঁর পরিবারে রয়েছেন একমাত্র পুত্র অর্ক চক্রবর্তী এবং স্ত্রী মিতা চক্রবর্তী ।
অমল-পুত্র অর্ক জানিয়েছেন, গত দু'সপ্তাহ আগে পর্যন্ত তিনি কাজ করেছেন। একমাস আগে হঠাৎই তাঁর পায়ে একটি সংক্রমণ হয়। যেহেতু বয়সটা অনেক তাই পায়ের সংক্রমণ পুরোপুরি সারছিল না । ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে । সেপটিসেমিয়ায় আক্রান্ত হন তিনি। তবে পরের দিকে পায়ের ইনফেকশনটা কিছুটা সেরে আসছিল । ফলে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন পরিবার। অমলবাবু সাড়া দিচ্ছিলেন চিকিৎসায় । কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা করা গেল না । আসলে ভিতরে ভিতরে মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যায়।
জানা গিয়েছে, শেষ পাঁচদিন উনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন । কাউকে ঠিকমতো চিনতে পারছিলেন না । কথাবার্তার মধ্যেও ছিল যথেষ্ট অসংলগ্নতা। গতকাল সকাল পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন । বাড়িতেই সবরকম চিকিৎসা চলছিল তাঁর । কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল সন্ধ্যার দিকে তাঁকে আরজিকর হাসপাতালের ইমারজেন্সিতে ভর্তি করা হয় । আজ তাঁর ডায়ালিসিস হওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই সকাল 11টা নাগাদ চিরঘুমের দেশে পাড়ি দিলেন প্রবাদপ্রতিম কার্টুনিস্ট।
আরও পড়ুন : 'বাবা সম্পূর্ণ সুস্থ', ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অমর্ত্য কন্যা