ETV Bharat / state

বিশ্ববাসীর কাছে ডিজিটাল গ্রন্থাগারের দরজা খুলল কলকাতা বিশ্ববিদ্যালয় - কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল গ্রন্থাগার খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য । বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও কেউ এই গ্রন্থাগারের বই ইন্টারনেট সংযোগের মাধ্যমে পড়তে পারবেন ।

calcutta university
কলকাতা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 1, 2020, 8:15 AM IST

কলকাতা, 1মে: বিশ্বের মানুষের জন্য খুলে দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল গ্রন্থাগারের দরজা । এতদিন শুধু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মানুষরা এই গ্রন্থাগার ব্যবহারের সুবিধা পেতেন । কিন্তু এবার থেকে এই গ্রন্থাগারের ডিজিটাল কালেকশন সবার জন্য খুলে দেওয়া হল । বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিনামূল্যে এই ডিজিটাল সংগ্রহে থাকা যে কোনও বই বা নথি পড়তে পারবেন ।

গতবছর কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের জন্য তাঁদের গ্রন্থাগার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল । ফলে, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও অন্যান্য ক্যাম্পাসে থাকা ছয়টি গ্রন্থাগারে থাকা বিপুল গ্রন্থসম্ভার সকলের হাতের নাগালে চলে এসেছিল । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ গ্রন্থাগারে প্রায় 12 লাখ বই ও প্রচুর দুষ্প্রাপ্য বই রয়েছে । এবার সেই গ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহ শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা দেশের মানুষের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য খুলে দেওয়া হল । এতদিন পর্যন্ত শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষকরাই এই ডিজিটাল সংগ্রহ পড়তে পারতেন । এই উদ্যোগ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষাকে কুক্ষিগত করে রাখার কোনও মানে হয় না । সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিলেই শিক্ষার সার্থকতা । ফলে, আমাদের যা কিছু সম্পদ আছে লাইব্রেরিতে, সেটা যদি সবার জন্য খুলে দিতে পারি তাহলেই সেটা একটা প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হয় । এই কারণেই এই ডিজিটাল গ্রন্থাগার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল । পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আমাদের লাইব্রেরির সমস্ত কিছু ডিজিটাইজড অবস্থায় দেখা যাবে ।"

কোরোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন । আগামী 10 জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ । যেখানে বিশ্বজুড়ে কোরোনা অতিমারী চলছে, সেখানে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কালেকশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । নির্দিষ্ট কোনও সময়ের জন্য নয়, এবার থেকে সবসময়ই খোলা থাকবে এই সংগ্রহ ।

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা খুলে দেওয়ার ভাবনা আগে থেকেই ছিল । শুধু ছাত্র নয় । বহু গবেষকদের এগুলো দরকার ছিল । গবেষণা প্রতি মুহূর্তেই চলছে । গবেষণা থেমে নেই । তাই এটাকে দ্রুত যাতে সকলের সামনে এনে দেওয়া যায় সেই চেষ্টা করেছি । শুধু গবেষক নয়, সাধারণ মানুষও যদি এইসব বই পড়তে চায়, জানতে চায়, সেটাও মাথায় রেখে খুলে দেওয়ার কথা ভাবলাম ।"

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহে সবার পড়ার জন্য কী কী থাকছে? 1960 সাল থেকে 2018 সাল পর্যন্ত সব P.hD, D.Litt, D.Sc থিসিস, 1951 সাল থেকে 2016 সাল পর্যন্ত PRS থিসিস, 1956 সাল থেকে 2005 সাল পর্যন্ত সব মেডিকেল থিসিস, 1870 সাল থেকে 1986 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের আইন নিয়ে লেকচার, 1907 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বইগুলির মধ্যে নির্বাচিত কয়েকটি বই, 1844 সাল থেকে 1966 সাল পর্যন্ত দ্য ক্যালকাটা রিভিউ, 1911 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রকাশিত কিছু বিভাগীয় জার্নাল । এছাড়া, 1861 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অ্যাড্রেস, 1917 থেকে 1919 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট, 1857 সাল থেকে 1988 সাল পর্যন্ত সেনেট, প্রোভিশনাল কমিটি, সিন্ডিকেট এবং কাউন্সিলের খুঁটিনাটি তথ্য, 1920 থেকে 1950 সাল পর্যন্ত সিন্ডিকেটের রিপোর্ট সহ বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, অর্ডিন্যান্স, রেগুলেশন, ক্যালেন্ডার, পুরনো প্রশ্নপত্র, পুরোনো পাঠ্যক্রম, বাজেট অ্যাড্রেস, বার্ষিক রিপোর্টের মতো বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একাধিক তথ্য রয়েছে এই সংগ্রহে। https://www.culibrary.ac.in -এ গিয়ে এই সংগ্রহ দেখতে ও পড়তে পারবেন ইচ্ছুকরা।

কলকাতা, 1মে: বিশ্বের মানুষের জন্য খুলে দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল গ্রন্থাগারের দরজা । এতদিন শুধু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মানুষরা এই গ্রন্থাগার ব্যবহারের সুবিধা পেতেন । কিন্তু এবার থেকে এই গ্রন্থাগারের ডিজিটাল কালেকশন সবার জন্য খুলে দেওয়া হল । বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিনামূল্যে এই ডিজিটাল সংগ্রহে থাকা যে কোনও বই বা নথি পড়তে পারবেন ।

গতবছর কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের জন্য তাঁদের গ্রন্থাগার উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল । ফলে, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও অন্যান্য ক্যাম্পাসে থাকা ছয়টি গ্রন্থাগারে থাকা বিপুল গ্রন্থসম্ভার সকলের হাতের নাগালে চলে এসেছিল । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ গ্রন্থাগারে প্রায় 12 লাখ বই ও প্রচুর দুষ্প্রাপ্য বই রয়েছে । এবার সেই গ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহ শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা দেশের মানুষের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য খুলে দেওয়া হল । এতদিন পর্যন্ত শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, গবেষকরাই এই ডিজিটাল সংগ্রহ পড়তে পারতেন । এই উদ্যোগ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষাকে কুক্ষিগত করে রাখার কোনও মানে হয় না । সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিলেই শিক্ষার সার্থকতা । ফলে, আমাদের যা কিছু সম্পদ আছে লাইব্রেরিতে, সেটা যদি সবার জন্য খুলে দিতে পারি তাহলেই সেটা একটা প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হয় । এই কারণেই এই ডিজিটাল গ্রন্থাগার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল । পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আমাদের লাইব্রেরির সমস্ত কিছু ডিজিটাইজড অবস্থায় দেখা যাবে ।"

কোরোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন । আগামী 10 জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ । যেখানে বিশ্বজুড়ে কোরোনা অতিমারী চলছে, সেখানে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কালেকশন সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । নির্দিষ্ট কোনও সময়ের জন্য নয়, এবার থেকে সবসময়ই খোলা থাকবে এই সংগ্রহ ।

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা খুলে দেওয়ার ভাবনা আগে থেকেই ছিল । শুধু ছাত্র নয় । বহু গবেষকদের এগুলো দরকার ছিল । গবেষণা প্রতি মুহূর্তেই চলছে । গবেষণা থেমে নেই । তাই এটাকে দ্রুত যাতে সকলের সামনে এনে দেওয়া যায় সেই চেষ্টা করেছি । শুধু গবেষক নয়, সাধারণ মানুষও যদি এইসব বই পড়তে চায়, জানতে চায়, সেটাও মাথায় রেখে খুলে দেওয়ার কথা ভাবলাম ।"

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহে সবার পড়ার জন্য কী কী থাকছে? 1960 সাল থেকে 2018 সাল পর্যন্ত সব P.hD, D.Litt, D.Sc থিসিস, 1951 সাল থেকে 2016 সাল পর্যন্ত PRS থিসিস, 1956 সাল থেকে 2005 সাল পর্যন্ত সব মেডিকেল থিসিস, 1870 সাল থেকে 1986 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের আইন নিয়ে লেকচার, 1907 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বইগুলির মধ্যে নির্বাচিত কয়েকটি বই, 1844 সাল থেকে 1966 সাল পর্যন্ত দ্য ক্যালকাটা রিভিউ, 1911 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রকাশিত কিছু বিভাগীয় জার্নাল । এছাড়া, 1861 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অ্যাড্রেস, 1917 থেকে 1919 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট, 1857 সাল থেকে 1988 সাল পর্যন্ত সেনেট, প্রোভিশনাল কমিটি, সিন্ডিকেট এবং কাউন্সিলের খুঁটিনাটি তথ্য, 1920 থেকে 1950 সাল পর্যন্ত সিন্ডিকেটের রিপোর্ট সহ বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, অর্ডিন্যান্স, রেগুলেশন, ক্যালেন্ডার, পুরনো প্রশ্নপত্র, পুরোনো পাঠ্যক্রম, বাজেট অ্যাড্রেস, বার্ষিক রিপোর্টের মতো বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একাধিক তথ্য রয়েছে এই সংগ্রহে। https://www.culibrary.ac.in -এ গিয়ে এই সংগ্রহ দেখতে ও পড়তে পারবেন ইচ্ছুকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.