ETV Bharat / state

HC on School Dropout Case : করোনা কালে স্কুলছুট! ছাত্রদের ফেরাতে গাইডলাইনের নির্দেশ হাইকোর্টের

করোনাকালে স্কুলছুট! ছাত্রদের ফিরিয়ে আনতে গাইডলাইন বানানোর নির্দেশ হাইকোর্টের ৷ আগামী 8 সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যেকে (calcutta highcourt orders on school dropout case) ।

School Dropout Case
ছাত্রদের ফিরিয়ে আনতে গাইডলাইন বানানোর নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Jun 7, 2022, 10:24 PM IST

কলকাতা, 7 জুন : কোভিডকালে স্কুলে বেড়েছে স্কুলছুটের সংখ্যা, এই নিয়ে গাইডলাইন তৈরি করতে হবে শিক্ষা দফতরকে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তরফ থেকে (calcutta highcourt orders on school dropout case) ।

স্কুলছুট ঠেকাতে ব্যবস্থা নিক রাজ্য, এই মর্মে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি শোনার পর নির্দেশ দেন মামলাকারীকে নিজের প্রস্তাব জানাতে হবে শিক্ষা দফতরের সচিবকে। তারপর স্কুলছুট সংক্রান্ত নতুন গাইড লাইন তৈরি করে তা রাজ্যের সব স্কুলে পাঠাবে শিক্ষা দফতর। সমস্ত কাজ সম্পন্ন করতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে। 8 সপ্তাহ পরে আদালতে রিপোর্ট জমা দেবে রাজ্য।

ছাত্রদের ফেরাতে গাইডলাইনের নির্দেশ হাইকোর্টের

মামলার বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় দ্রুত স্কুল খোলা এবং কারা, কারা স্কুলছুট রয়েছে তাদের খুজে বের করার দাবিতে মামলা দায়ের করেছিলাম আমরা। সেখানে দাবি জানানো হয়েছিল প্রয়োজনে রাজ্য সরকার একটা কমিটি গঠন করে সেই কাজ করুক।"

আরও পড়ুন : অমিত সাহের মন্ত্রীত্বে কী করে বাড়ছে গরু পাচারের ঘটনা! জনস্বার্থ মামলা হাইকোর্টে

তিনি আরও বলেন, "এই মামলার কিছুদিন পর স্কুল কলেজ খুলে যায়। সেই মামলাতেই এদিন আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারী মানে আমাদেরকে একটা প্রস্তাব দিতে বলা হয়েছে কীভাবে স্কুলছুটের সংখ্যা নির্ধারণ করা হবে বা কীভাবে স্কুলছুটদের খুঁজে বের করা যাবে। শিক্ষা দফতরকেও সেটা পাঠাতে বলা হয়েছে। তারপর রাজ্য কী পদক্ষেপ নেয় তা আদালতকে জানাতে হবে।"

কলকাতা, 7 জুন : কোভিডকালে স্কুলে বেড়েছে স্কুলছুটের সংখ্যা, এই নিয়ে গাইডলাইন তৈরি করতে হবে শিক্ষা দফতরকে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তরফ থেকে (calcutta highcourt orders on school dropout case) ।

স্কুলছুট ঠেকাতে ব্যবস্থা নিক রাজ্য, এই মর্মে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি শোনার পর নির্দেশ দেন মামলাকারীকে নিজের প্রস্তাব জানাতে হবে শিক্ষা দফতরের সচিবকে। তারপর স্কুলছুট সংক্রান্ত নতুন গাইড লাইন তৈরি করে তা রাজ্যের সব স্কুলে পাঠাবে শিক্ষা দফতর। সমস্ত কাজ সম্পন্ন করতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে। 8 সপ্তাহ পরে আদালতে রিপোর্ট জমা দেবে রাজ্য।

ছাত্রদের ফেরাতে গাইডলাইনের নির্দেশ হাইকোর্টের

মামলার বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় দ্রুত স্কুল খোলা এবং কারা, কারা স্কুলছুট রয়েছে তাদের খুজে বের করার দাবিতে মামলা দায়ের করেছিলাম আমরা। সেখানে দাবি জানানো হয়েছিল প্রয়োজনে রাজ্য সরকার একটা কমিটি গঠন করে সেই কাজ করুক।"

আরও পড়ুন : অমিত সাহের মন্ত্রীত্বে কী করে বাড়ছে গরু পাচারের ঘটনা! জনস্বার্থ মামলা হাইকোর্টে

তিনি আরও বলেন, "এই মামলার কিছুদিন পর স্কুল কলেজ খুলে যায়। সেই মামলাতেই এদিন আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারী মানে আমাদেরকে একটা প্রস্তাব দিতে বলা হয়েছে কীভাবে স্কুলছুটের সংখ্যা নির্ধারণ করা হবে বা কীভাবে স্কুলছুটদের খুঁজে বের করা যাবে। শিক্ষা দফতরকেও সেটা পাঠাতে বলা হয়েছে। তারপর রাজ্য কী পদক্ষেপ নেয় তা আদালতকে জানাতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.