ETV Bharat / state

Calcutta HC: গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের আলাদা জায়গা চিহ্নিত ? পৌরনিগমের কাছে জানতে চাইল হাইকোর্ট - বিচারপতি অমৃতা সিনহা

Calcutta High Court on Grand Hotel Hawkers: গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের বসার জন্য আলাদা জায়গা কি চিহ্নিত করা হয়েছে ? পৌরনিগমের কাছে এ কথা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 7:33 PM IST

কলকাতা, 5 অক্টোবর: গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের বসার আলাদা জায়গা পৌরনিগম চিহ্নিত করেছে কি না, তা 28 নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ।

হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 2014 সালে আইন তৈরি হয়েছিল । সেই আইন আজও কার্যকর হয়নি । গ্র্যান্ড হোটেলের সামনে বেআইনি হকার সংক্রান্ত মামলায় এই তথ্য এ দিন সামনে এল আদালতে । ঐতিহ্যমণ্ডিত এই হোটেলের সামনের ফুটপাথ নহু বছর ধরেই হকারদের দখলে । হুকিং করে তাঁরা আলো জ্বালাচ্ছেন । এমনই যাবতীয় অনিয়মের প্রতিকার চায় হোটেল কর্তৃপক্ষ । সিইএসসি জানায়, ওই হোটেলের সামনে তারা দুটি 'ব্লক মিটার' লাগিয়ে দিয়েছে হকারদের জন্য । সেখান থেকে সাব-মিটারের মাধ্যমে হকাররা আলোর সংযোগ নেন । কিন্তু বেআইনি সংযোগ কেউ নেন কি না, সেই তথ্য কেন নেই ? প্রশ্ন তোলে আদালত । সিইএসসি সমীক্ষা করে তা জানাবে বলে জানিয়েছে ।

আরও পড়ুন: যোগেশ চন্দ্র ল'কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আইন অনুযায়ী ফুটপাথের কিছুটা অংশে হকাররা ব্যবসা করতে পারেন । কারা ফুটপাথে ব্যবসা করতে পারবেন, তাও আইনে বলা আছে । আইনি শর্তসমূহ পালন করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব টাউন ভেন্ডিং কমিটির । কিন্তু, ওই আইন আজও কার্যকর হয়নি । এমনকি আইনমতো কোনও প্রকল্পও তৈরি হয়নি বলে শুনানিতে জানা যায় । হোটেল কর্তৃপক্ষের দাবি, সে ক্ষেত্রে সেখানে থাকা সব হকারই বেআইনিভাবে ব্যবসা করছেন । কারণ, তাঁদের লাইসেন্স নেই ।

উল্লেখ্য, সেখানকার কিছু হকার এ দিন ওই মামলায় যুক্ত হয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন । যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হোটেল কর্তৃপক্ষ । কলকাতা পৌরনিগমকে আদালত নির্দেশ দিয়েছে যে, টাউন ভেন্ডিং কমিটি গ্রান্ডের সামনে ভেন্ডিং জোন নির্দিষ্ট করেছে কি না, তা 28 নভেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে ।

কলকাতা, 5 অক্টোবর: গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের বসার আলাদা জায়গা পৌরনিগম চিহ্নিত করেছে কি না, তা 28 নভেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন ।

হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে 2014 সালে আইন তৈরি হয়েছিল । সেই আইন আজও কার্যকর হয়নি । গ্র্যান্ড হোটেলের সামনে বেআইনি হকার সংক্রান্ত মামলায় এই তথ্য এ দিন সামনে এল আদালতে । ঐতিহ্যমণ্ডিত এই হোটেলের সামনের ফুটপাথ নহু বছর ধরেই হকারদের দখলে । হুকিং করে তাঁরা আলো জ্বালাচ্ছেন । এমনই যাবতীয় অনিয়মের প্রতিকার চায় হোটেল কর্তৃপক্ষ । সিইএসসি জানায়, ওই হোটেলের সামনে তারা দুটি 'ব্লক মিটার' লাগিয়ে দিয়েছে হকারদের জন্য । সেখান থেকে সাব-মিটারের মাধ্যমে হকাররা আলোর সংযোগ নেন । কিন্তু বেআইনি সংযোগ কেউ নেন কি না, সেই তথ্য কেন নেই ? প্রশ্ন তোলে আদালত । সিইএসসি সমীক্ষা করে তা জানাবে বলে জানিয়েছে ।

আরও পড়ুন: যোগেশ চন্দ্র ল'কলেজের অধ্যক্ষা সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যকে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আইন অনুযায়ী ফুটপাথের কিছুটা অংশে হকাররা ব্যবসা করতে পারেন । কারা ফুটপাথে ব্যবসা করতে পারবেন, তাও আইনে বলা আছে । আইনি শর্তসমূহ পালন করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব টাউন ভেন্ডিং কমিটির । কিন্তু, ওই আইন আজও কার্যকর হয়নি । এমনকি আইনমতো কোনও প্রকল্পও তৈরি হয়নি বলে শুনানিতে জানা যায় । হোটেল কর্তৃপক্ষের দাবি, সে ক্ষেত্রে সেখানে থাকা সব হকারই বেআইনিভাবে ব্যবসা করছেন । কারণ, তাঁদের লাইসেন্স নেই ।

উল্লেখ্য, সেখানকার কিছু হকার এ দিন ওই মামলায় যুক্ত হয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন । যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হোটেল কর্তৃপক্ষ । কলকাতা পৌরনিগমকে আদালত নির্দেশ দিয়েছে যে, টাউন ভেন্ডিং কমিটি গ্রান্ডের সামনে ভেন্ডিং জোন নির্দিষ্ট করেছে কি না, তা 28 নভেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.