ETV Bharat / state

Suvendu Plea Rejected: আবেদন খারিজ, নিজের ভোটদান কেন্দ্রের বাইরে যেতে পারবেন না শুভেন্দু - কলকাতা হাইকোর্ট

শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালত জানিয়েছে, নিজের ভোটদান কেন্দ্রের বাইরে যেতে পারবেন না বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jul 7, 2023, 3:01 PM IST

Updated : Jul 7, 2023, 3:11 PM IST

কলকাতা, 7 জুলাই: আগামিকালের পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোটদান কেন্দ্রের বাইরে যেতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

কাঁথি থানা 6 জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়ে জানায়, তিনি যে ভোট গ্রহণকেন্দ্রে ভোটার, পঞ্চায়েত নির্বাচনের দিন তার বাইরে যেতে পারবেন না তিনি । সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরই প্রচার পর্ব শেষের পর ভোটের দিন অন্য কেন্দ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন । তার জন্যই এই চিঠি দেওয়া হয় শুভেন্দু অধিকারীকেও ।

তবে কাঁথি থাকার এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা ৷ শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কমিশন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা যুক্তিযুক্ত । শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই কমিশন এই নির্দেশ জারি করেছে । তাই শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করা হচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামে নিজের বুথের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নোটিশ পুলিশের

এ দিন আদালতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আট জুলাই নিয়ে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে নির্দিষ্ট কোনও একটি রাজনৈতিক দলের সদস্যকে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে এমনটা নয় ৷ সব রাজনৈতিক দলের সদস্যদেরই একই নিষেধ করা হয়েছে । প্রত্যেকেই প্রচার করেছেন । যখন প্রচার শেষ হয়ে গিয়েছে, তারপর আর যাতে নেতারা বিভিন্ন জায়গায় না ঘোরেন, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে । তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলে জানায় কমিশন । কমিশনের তরফে জানানো হয়, তারই প্রেক্ষিতে কাঁথি থাকা থেকে নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দুকে ৷

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর কমিশনের পক্ষেই রায় দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়ে তিনি জানিয়ে দেন, কমিশনের নির্দেশ যুক্তিযুক্ত ৷ সেই কারণে সেটাই বহাল থাকবে পঞ্চায়েত নির্বাচনে ৷

কলকাতা, 7 জুলাই: আগামিকালের পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোটদান কেন্দ্রের বাইরে যেতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

কাঁথি থানা 6 জুলাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়ে জানায়, তিনি যে ভোট গ্রহণকেন্দ্রে ভোটার, পঞ্চায়েত নির্বাচনের দিন তার বাইরে যেতে পারবেন না তিনি । সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরই প্রচার পর্ব শেষের পর ভোটের দিন অন্য কেন্দ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন । তার জন্যই এই চিঠি দেওয়া হয় শুভেন্দু অধিকারীকেও ।

তবে কাঁথি থাকার এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা ৷ শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কমিশন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা যুক্তিযুক্ত । শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই কমিশন এই নির্দেশ জারি করেছে । তাই শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করা হচ্ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামে নিজের বুথের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নোটিশ পুলিশের

এ দিন আদালতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আট জুলাই নিয়ে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে নির্দিষ্ট কোনও একটি রাজনৈতিক দলের সদস্যকে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে এমনটা নয় ৷ সব রাজনৈতিক দলের সদস্যদেরই একই নিষেধ করা হয়েছে । প্রত্যেকেই প্রচার করেছেন । যখন প্রচার শেষ হয়ে গিয়েছে, তারপর আর যাতে নেতারা বিভিন্ন জায়গায় না ঘোরেন, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে । তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলে জানায় কমিশন । কমিশনের তরফে জানানো হয়, তারই প্রেক্ষিতে কাঁথি থাকা থেকে নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দুকে ৷

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর কমিশনের পক্ষেই রায় দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিয়ে তিনি জানিয়ে দেন, কমিশনের নির্দেশ যুক্তিযুক্ত ৷ সেই কারণে সেটাই বহাল থাকবে পঞ্চায়েত নির্বাচনে ৷

Last Updated : Jul 7, 2023, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.