কলকাতা, 13 ডিসেম্বর : পার্কস্ট্রিট গণধর্ষণ মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা আজ এই নির্দেশ দিয়েছেন । আগামী বৃহস্পতিবার বিচারপতি মান্থার এজলাসে মামলাটির শুনানি রয়েছে । ততদিন পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
নিম্ন আদালতে এই মামলার ছয় সাক্ষী পুনরায় তাঁদের বক্তব্য জানানোর আবেদন জানিয়েছিলেন । কিন্তু নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয় । নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিযুক্তরা । তারপরই আজ বিচারপতি রাজাশেখর মান্থা নিম্ন আদালতে শুনানির উপর আপাতত স্থগিতাদেশ দিলেন ।
আরও পড়ুন : Supreme Court on Suvendu Adhikari : সুপ্রিম কোর্টেও বহাল শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’
2012 সালের ফেব্রুয়ারি মাসে পার্কস্ট্রিটের একটি পাঁচতারা হোটেলের বাইরে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এক মহিলাকে । সেই ঘটনায় নাসির খান, রহমান খান, সুমিত বাজাজ নামে তিনজনকে ধরা হয় । পরে কাদের খান ও মহম্মদ আলি নামে দু'জনকে পাকড়াও করে লালবাজার । 2015 সালের 13 মার্চ এনসেফেলাইটিসে নির্যাতিতার মৃত্যু হয় । এরপর অভিযুক্ত তিনজনকে নিম্ন আদালত 10 বছরের কারবাসের সাজা দিলেও এই মামলার বিচারপর্ব এখনও চলছে কলকাতার নগদ দায়রা আদালতে । আজ সেই মামলার শুনানির উপরই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ।