ETV Bharat / state

High Court on Suvendu Security : শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধিতে একাধিক নির্দেশ হাইকোর্টের - শুভেন্দু অধিকারীর বাড়ি স্পর্শকাতর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় গুরুত্ব দিতে রাজ্য সরকার, পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court on Suvendu Security) ৷

Calcutta High Court over Suvendu Security
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 20, 2022, 12:11 PM IST

Updated : Jan 20, 2022, 1:41 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার, পুলিশ, সিআরপিএফকে একাধিক নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির এলাকা অত্যন্ত স্পর্শকাতর, তাই সেখানে আদৌ কোনও মিটিং মিছিল করা যাবে কি না, তা খতিয়ে দেখে আদালতকে জানাবে রাজ্য । পরবর্তী শুনানির দিন 14 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে (Calcutta High Court orders on Suvendu Adhikari security) ৷

7 জানুয়ারি নেতাই শহিদ দিবস ছিল ৷ শুক্রবার ঝাড়গ্রামে নেতাই যাওয়ার পথে পুলিশ শুভেন্দু অধিকারীকে আটকায় ৷ পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ায় তাঁর রাজনৈতিক সভাতেও নিরাপত্তার গাফিলতি ছিল বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক । এছাড়া রাত 8 টার পরেও তাঁর বাড়ির সামনে মাইক বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, এই দাবি করে মামলা করেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা ।

আরও পড়ুন : Dhankhar Summons Bengal CS-DGP : শুভেন্দুকে পুলিশ আটকানো নিয়ে মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের

বৃহস্পতিবার বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বাড়ির আশপাশে রাত আটটার পর মাইক বাজানো যাবে না । বিজেপি নেতার নিরাপত্তা জোরদার করতে তাঁর বাড়ির কোথায় সিসিটিভি ক্যামেরা লাগালে ভাল হয়, তা পুলিশ ও সিআরপিএফ, দু'পক্ষকে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আদালত ।

শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition, LOP) ৷ তাই তাঁর পদমর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান ৷ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ৷ বিরোধী দলনেতা হিসাবে তাঁর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এছাড়া শুভেন্দু অধিকারী তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও প্রস্তাব দিতে চাইলে তা আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে আদালতকে জানাতে হবে ৷

বর্তমানে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন । বিজেপি নেতার সুরক্ষায় ঘাটতি থাকলে, তা মেটাতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছিল আদালত ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি । এ ব্যাপারে বিরোধী দলনেতা বার বার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন ।

আরও পড়ুন : Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

কলকাতা, 20 জানুয়ারি : শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার, পুলিশ, সিআরপিএফকে একাধিক নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির এলাকা অত্যন্ত স্পর্শকাতর, তাই সেখানে আদৌ কোনও মিটিং মিছিল করা যাবে কি না, তা খতিয়ে দেখে আদালতকে জানাবে রাজ্য । পরবর্তী শুনানির দিন 14 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে (Calcutta High Court orders on Suvendu Adhikari security) ৷

7 জানুয়ারি নেতাই শহিদ দিবস ছিল ৷ শুক্রবার ঝাড়গ্রামে নেতাই যাওয়ার পথে পুলিশ শুভেন্দু অধিকারীকে আটকায় ৷ পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ায় তাঁর রাজনৈতিক সভাতেও নিরাপত্তার গাফিলতি ছিল বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক । এছাড়া রাত 8 টার পরেও তাঁর বাড়ির সামনে মাইক বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, এই দাবি করে মামলা করেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা ।

আরও পড়ুন : Dhankhar Summons Bengal CS-DGP : শুভেন্দুকে পুলিশ আটকানো নিয়ে মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের

বৃহস্পতিবার বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বাড়ির আশপাশে রাত আটটার পর মাইক বাজানো যাবে না । বিজেপি নেতার নিরাপত্তা জোরদার করতে তাঁর বাড়ির কোথায় সিসিটিভি ক্যামেরা লাগালে ভাল হয়, তা পুলিশ ও সিআরপিএফ, দু'পক্ষকে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আদালত ।

শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition, LOP) ৷ তাই তাঁর পদমর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান ৷ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ৷ বিরোধী দলনেতা হিসাবে তাঁর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এছাড়া শুভেন্দু অধিকারী তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও প্রস্তাব দিতে চাইলে তা আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে আদালতকে জানাতে হবে ৷

বর্তমানে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন । বিজেপি নেতার সুরক্ষায় ঘাটতি থাকলে, তা মেটাতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছিল আদালত ৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি । এ ব্যাপারে বিরোধী দলনেতা বার বার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন ।

আরও পড়ুন : Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

Last Updated : Jan 20, 2022, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.