ETV Bharat / state

Panchayat Election 2023: বসিরহাটের প্রায় 60 প্রার্থীর মনোনয়ন নিতে হবে 4টের মধ্যে, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Jun 16, 2023, 2:42 PM IST

Updated : Jun 16, 2023, 6:03 PM IST

হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট ও সন্দেশখালির প্রায় 60 জন প্রার্থীর মনোনয়ন আজ বিকেল 4টের মধ্যে নিতে হবে ৷ নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
Calcutta High Court

নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 16 জুন: মনোনয়ন পত্র জমা দিতে না পেরে হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট ও সন্দেশখালির প্রায় 60 জন বিরোধী প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের আজ বিকেল চারটের মধ্যে সাবডিভিশনাল অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷

বসিরহাট পুলিশ জেলার এসপি ও বসিরহাট থানার অফিসার ইনচার্জকে ওই প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি তিনি রিটার্নিং অফিসারকে এই সমস্ত মনোনয়ন গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন । হাইকোর্টের এই নির্দেশের কপি যেহেতু এখনই হাতে পাওয়া যাবে না, তাই আদালতের নির্দেশের ভিডিয়ো লিংক দেখেই মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা ।

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে আজ জানিয়েছেন, "মনোনয়নে যদি বাধা দেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী প্রার্থীরা কমিশনে আবেদন করতে পারেন । কমিশন একজন রিটার্নিং অফিসার নিযুক্ত করে নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা নিতে পারে ।" ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য তাঁদের আটকানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ।

কমিশন জানায়, শিক্ষাবন্ধুদের জন্য আজ মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল দিয়েছে । কিন্তু আজ হাইকোর্ট যদি এই প্রার্থীদের জন্য একই নির্দেশ দেয়, তাহলে কমিশনের আপত্তি নেই । কমিশন এ কথা জানানোর পরই আজ 4টের মধ্যে ওই প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত ৷

আরও পড়ুন: ভাঙড়ে ফের 'পুলিশি ব্যর্থতা', রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

হাড়োয়া, মিনাখাঁ ও সন্দেশখালিতে 60 জন প্রার্থীকে গতকাল দুস্কৃতীরা মনোনয়ন জমা দিতে দেয়নি বলে অভিযোগ । আজ তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে বেলা 2টোর মধ্যে জানাতে বলেছিলেন যে, কমিশন এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে ৷

সন্দেশখালি ব্লক-2-তে বিজেপির জেলা সভাপতি গতকাল মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করে মামলা করেন হাইকোর্টে । মামলাকারীদের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, গতকাল বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালিতে প্রার্থীদের পুলিশকে এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যেতে হবে । কিন্তু পুলিশ প্রার্থীদের নিয়ে গিয়ে দুস্কৃতীদের সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় । গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল । আজ এসডিও বসিরহাট অফিসের সামনে 60 জন বিজেপি প্রার্থী অপেক্ষায় রয়েছেন । আদালতের নির্দেশ পেলে তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন । এই ব্যাপারে কী করা হচ্ছে তা বেলা 2টোর নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

চোপাড়াতেও বৃহস্পতিবার দুষ্কৃতীদের তাণ্ডবে এক কংগ্রেস ও এক সিপিআইএম কর্মী খুন হন । বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছে । এই নিয়ে হাইকোর্টের দারস্থ হন কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত । তিনি আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । আর এই নিয়ে মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী কৌস্তভ বাগচী । মামলাকারীর আবেদন, চোপড়া ব্লকে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি । মনোনয়ন জমা দেওয়ার জন্য একদিন সময় বাড়ানো হোক । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 16 জুন: মনোনয়ন পত্র জমা দিতে না পেরে হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট ও সন্দেশখালির প্রায় 60 জন বিরোধী প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের আজ বিকেল চারটের মধ্যে সাবডিভিশনাল অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷

বসিরহাট পুলিশ জেলার এসপি ও বসিরহাট থানার অফিসার ইনচার্জকে ওই প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি তিনি রিটার্নিং অফিসারকে এই সমস্ত মনোনয়ন গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন । হাইকোর্টের এই নির্দেশের কপি যেহেতু এখনই হাতে পাওয়া যাবে না, তাই আদালতের নির্দেশের ভিডিয়ো লিংক দেখেই মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা ।

বিচারপতি তাঁর পর্যবেক্ষণে আজ জানিয়েছেন, "মনোনয়নে যদি বাধা দেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী প্রার্থীরা কমিশনে আবেদন করতে পারেন । কমিশন একজন রিটার্নিং অফিসার নিযুক্ত করে নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা নিতে পারে ।" ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যাতে নির্দিষ্ট সময়ে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য তাঁদের আটকানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল ।

কমিশন জানায়, শিক্ষাবন্ধুদের জন্য আজ মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল দিয়েছে । কিন্তু আজ হাইকোর্ট যদি এই প্রার্থীদের জন্য একই নির্দেশ দেয়, তাহলে কমিশনের আপত্তি নেই । কমিশন এ কথা জানানোর পরই আজ 4টের মধ্যে ওই প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত ৷

আরও পড়ুন: ভাঙড়ে ফের 'পুলিশি ব্যর্থতা', রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

হাড়োয়া, মিনাখাঁ ও সন্দেশখালিতে 60 জন প্রার্থীকে গতকাল দুস্কৃতীরা মনোনয়ন জমা দিতে দেয়নি বলে অভিযোগ । আজ তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে বেলা 2টোর মধ্যে জানাতে বলেছিলেন যে, কমিশন এ ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে ৷

সন্দেশখালি ব্লক-2-তে বিজেপির জেলা সভাপতি গতকাল মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ করে মামলা করেন হাইকোর্টে । মামলাকারীদের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বলেন, গতকাল বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালিতে প্রার্থীদের পুলিশকে এসকর্ট করে নিয়ে গিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যেতে হবে । কিন্তু পুলিশ প্রার্থীদের নিয়ে গিয়ে দুস্কৃতীদের সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় । গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল । আজ এসডিও বসিরহাট অফিসের সামনে 60 জন বিজেপি প্রার্থী অপেক্ষায় রয়েছেন । আদালতের নির্দেশ পেলে তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন । এই ব্যাপারে কী করা হচ্ছে তা বেলা 2টোর নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

চোপাড়াতেও বৃহস্পতিবার দুষ্কৃতীদের তাণ্ডবে এক কংগ্রেস ও এক সিপিআইএম কর্মী খুন হন । বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছে । এই নিয়ে হাইকোর্টের দারস্থ হন কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত । তিনি আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । আর এই নিয়ে মামলা দায়ের করার আবেদন জানান আইনজীবী কৌস্তভ বাগচী । মামলাকারীর আবেদন, চোপড়া ব্লকে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি । মনোনয়ন জমা দেওয়ার জন্য একদিন সময় বাড়ানো হোক । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

Last Updated : Jun 16, 2023, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.