কলকাতা, 12 এপ্রিল : নদিয়ার হাঁসখালিতে নাবালিকার ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Orders CBI Probe in Hanskhali Rape Case) ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ রাজ্যে একের পর এক ধর্ষণের খবরে যখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, তখন হাইকোর্টের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ ৷
মঙ্গলবার হাঁসখালির 14 বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষিতা মেয়েটির পরিবারের লোকজন এবং ওই এলাকার সাধারণ মানুষের আত্মবিশ্বাস বজায় রাখতে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে । রাজ্য পুলিশকে অবিলম্বে এই মামলার সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন : হাঁসখালি ধর্ষণে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইন বিরোধী, মামলা কলকাতা হাইকোর্টে
এদিন পুলিশের কেস ডায়েরি দেখে সন্তুষ্ট হয়নি আদালত ৷ প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নেওয়া হলেও তার ভিডিও রেকর্ডিং করা হয়নি, নির্যাতিতার রক্তক্ষরণ হলেও তাঁর জামা কাপড় থেকে ডিএনএ টেস্টের জন্য নমুনা নেওয়া হয়নি, যে বিছানায় এই ঘটনা ঘটেছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করেনি পুলিশ ৷ এই বিষয়গুলি এদিন আদালতের পর্যবেক্ষণে আসে ৷ এই ঘটনায় প্রভাবশালী যোগ, প্রমাণ লোপাটের চেষ্টা, ধর্ষিতার পরিবারকে ভয় দেখানোর মতো অভিযোগও উঠেছে ৷ তাই সবদিক বিবেচনা করে এদিন বিচারপতিদের মনে হয়েছে এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতেই যাওয়া উচিত ৷