ETV Bharat / state

নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট, নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ - Calcutta High Court

বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে ।

Calcutta High Court
ছবি
author img

By

Published : Jul 14, 2021, 3:30 PM IST

Updated : Jul 14, 2021, 8:00 PM IST

কলকাতা, 14 জুলাই : নন্দীগ্রাম ভোটের ফলাফল পুনর্বিবেচনা সংক্রান্ত মামলা পদ্ধতি মেনেই হয়েছে । মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট । বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে । পাশাপাশি এই মামলার অপর পক্ষ শুভেন্দু অধিকারীকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে মামলাটি শুনানির জন্য উঠেছিল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দর কাছেই আবেদন জানিয়েছিলেন যাতে তিনি মামলাটি না শুনে ছেড়ে দেন । কারণ হিসেবে জানানো হয়েছিল বিচারপতি কৌশিক চন্দ কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যখন প্রাক্টিস করতেন, সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টির অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন । ভারতীয় জনতা পার্টির হয়ে বহু মামলা তিনি লড়েছেন ।

বিচারপতি কৌশিক চন্দ মামলাকারীর সেই বক্তব্য শোনার পর 7 জুলাই এক নির্দেশে জানান তিনি মামলাটি ছেড়ে দিচ্ছেন ,শুনবেন না । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি ভারতীয় বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুন্ন করেছে । সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । তারপর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পাঠান । এই বেঞ্চেই আজ শুনানির জন্য উঠেছিল মামলাটি ।

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সব থেকে হেভিওয়েট কেন্দ্র ছিল নন্দীগ্রাম । কারণ ওই কেন্দ্রে থেকে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন যুযুধান দু'পক্ষের অন্যতম দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন পরিস্থিতি ছিল অত্যন্ত নাটকীয় । মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজয়ী হয়েছেন বলে সংবাদমাধ্যমে একটা সময় ঘোষণাও হয়ে গিয়েছিল । কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । জয়ের ব্যবধান মাত্র 2000 ভোটের কাছাকাছি ।

ওইদিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তিনি আদালতের দ্বারস্থ হবেন । সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন । তাকে ষড়যন্ত্র করে নন্দীগ্রাম কেন্দ্র থেকে হারানো হয়েছে বলে দাবি করেন তিনি । কিন্তু প্রায় মাস খানেক হয়ে গেলেও এখনও মূল মামলার শুনানি শুরু হয়নি ।

12 অগস্ট সব পক্ষের উপস্থিতিতে শুনানি হবে এই মামলাটির বলে জানিয়েছেন বিচারপতির শম্পা সরকার । ইতিমধ্যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সম্পা সরকার ।

কলকাতা, 14 জুলাই : নন্দীগ্রাম ভোটের ফলাফল পুনর্বিবেচনা সংক্রান্ত মামলা পদ্ধতি মেনেই হয়েছে । মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট । বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে । পাশাপাশি এই মামলার অপর পক্ষ শুভেন্দু অধিকারীকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এর আগে মামলাটি শুনানির জন্য উঠেছিল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দর কাছেই আবেদন জানিয়েছিলেন যাতে তিনি মামলাটি না শুনে ছেড়ে দেন । কারণ হিসেবে জানানো হয়েছিল বিচারপতি কৌশিক চন্দ কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যখন প্রাক্টিস করতেন, সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টির অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন । ভারতীয় জনতা পার্টির হয়ে বহু মামলা তিনি লড়েছেন ।

বিচারপতি কৌশিক চন্দ মামলাকারীর সেই বক্তব্য শোনার পর 7 জুলাই এক নির্দেশে জানান তিনি মামলাটি ছেড়ে দিচ্ছেন ,শুনবেন না । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি ভারতীয় বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুন্ন করেছে । সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন । তারপর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পাঠান । এই বেঞ্চেই আজ শুনানির জন্য উঠেছিল মামলাটি ।

একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সব থেকে হেভিওয়েট কেন্দ্র ছিল নন্দীগ্রাম । কারণ ওই কেন্দ্রে থেকে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন যুযুধান দু'পক্ষের অন্যতম দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী । 2 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন পরিস্থিতি ছিল অত্যন্ত নাটকীয় । মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজয়ী হয়েছেন বলে সংবাদমাধ্যমে একটা সময় ঘোষণাও হয়ে গিয়েছিল । কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী । জয়ের ব্যবধান মাত্র 2000 ভোটের কাছাকাছি ।

ওইদিনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তিনি আদালতের দ্বারস্থ হবেন । সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন । তাকে ষড়যন্ত্র করে নন্দীগ্রাম কেন্দ্র থেকে হারানো হয়েছে বলে দাবি করেন তিনি । কিন্তু প্রায় মাস খানেক হয়ে গেলেও এখনও মূল মামলার শুনানি শুরু হয়নি ।

12 অগস্ট সব পক্ষের উপস্থিতিতে শুনানি হবে এই মামলাটির বলে জানিয়েছেন বিচারপতির শম্পা সরকার । ইতিমধ্যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সম্পা সরকার ।

Last Updated : Jul 14, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.