কলকাতা ২০ জানুয়ারি: রাজ্যে শিক্ষক বদলি নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের (High Court on Teacher Transfers)। এ বার থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হবে গাইডলাইন । ইচ্ছেমতো জায়গায় চাইলেই বদলি পাবেন না শিক্ষকরা । বরং শিক্ষা দফতরের ইচ্ছেতেই চলতে হবে শিক্ষকদের । এই আইনে যে কোনও শিক্ষককে নিজেদের ইচ্ছেমতো জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে পরামর্শের পর এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, "যত শিক্ষক বদলির মামলা আছে, এ বার থেকে গাইডলাইন মেনে সব বদলি করতে হবে । কলকাতায় যে স্কুলে ছাত্র শূন্য, সেখানকার শিক্ষককে হাওড়ায় যেতেই হবে ।” শিক্ষা দফতরকে সাত দিনের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে । কোনও শিক্ষক যদি এই নির্দেশ পালন না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে শিক্ষা দফতর ।
আরও পড়ুন: ছাত্রমৃত্যুর তদন্তের চেয়ে কি বিদেশযাত্রা জরুরি, আদালতে প্রশ্নের মুখে আইআইটির ডিরেক্টর
পুরুলিয়ার এক স্কুলের শিক্ষক বদলি মামলায় শুক্রবার হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে । গত মাসে এই শুনানিতে ভর্ৎসনার মুখে পড়েন মামলাকারীরা । পুরুলিয়ার একটি স্কুলের শিক্ষক কলকাতার একটি স্কুলে বদলি পাওয়ার আবেদন জানিয়েছিলেন । বিচারপতি জানতে চেয়েছিলেন, ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে ? আবেদনকারীর আইনজীবী জানান, পডুয়ার সংখ্যা 56 জন । তাতে বিচারপতি বলেন, “ভালো করে ছাত্রদের পড়াতে বলুন । আমি কোনও বদলির নির্দেশ দেব না ।" বিচারপতি বিশ্বজিৎ বসু এই বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাতও জানতে চেয়েছিলেন ।
এ দিন বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর নির্দেশে জানান, প্রশাসনিক গাইডলাইন মেনে শিক্ষক বদলি করতে হবে । প্রয়োজনে দূরের স্কুলেও যেতে হবে । শিক্ষকদের মর্জিমাফিক আর কিছু হবে না । দ্রুত এই নির্দেশ কার্যকর করতে শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।