কলকাতা, 27 জুন: পঞ্চায়েত নির্বাচনে দলীয় কাজে পাণ্ডবেশ্বর যেতে পারবেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র নাথ তেওয়ারি । মঙ্গলবার জানিয়েদিল কলকাতা হাইকোর্ট ৷ এর আগে তাঁর পাণ্ডবেশ্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত ৷ সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হল আদালতের তরফে ৷ আদালত জানিয়েছে, তিনি পাণ্ডবেশ্বরে যেতে পারলেও থাকতে পারবেন না ৷
জিতেন্দ্র তেওয়ারির জামিনের শর্ত: কয়েকমাস আগে আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পান । কিন্তু রাজ্যের আপত্তি ছিল তাঁকে পাণ্ডবেশ্বরে প্রবেশ করতে দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে । পাশাপাশি কম্বল বিতরণ কাণ্ডে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি । সেই জন্য হাইকোর্ট শর্ত দিয়েছিল যে পান্ডবেশ্বর এলাকায় প্রবেশ করতে পারবেন না তিনি ।
জিতেন্দ্র তেওয়ারির আবেদন মঞ্জুর: এই শর্ত তুলে নেওয়ার জন্য তিনি হাইকোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনে তিনি জানান, বিজেপি পার্টি থেকে পঞ্চায়েত নির্বাচনে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে । কিন্তু তিনি দলের দায়িত্ব পালন করতে পারছেন না আদালতের শর্তের জন্য ।
বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করে । তবে আসানসোলে গিয়ে কাজ করতে পারলেও সেখানে থাকতে পারবেন না তিনি, এ দিন এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন: বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের
আসানসোল কম্বলকাণ্ড: গত শীতে আসানসোলে এক রাজনৈতিক সভার পর ভারতীয় জনতা পার্টির তরফে দুঃস্থদের কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় । সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের । যাদের মধ্যে দু’জন শিশু ছিল । পরে পুলিশ জানতে পারে যে মাঠে ওই সভা করা হয়েছিল তার জন্য অনুমতি নেয়নি স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, তাঁর স্ত্রী চৈতালি তেওয়ারির নামে অভিযোগ দায়ের হয় । ওই ঘটনাতেই গ্রেফতার হন জিতেন্দ্র তেওয়ারি ।