কলকাতা, 30 জুলাই : BJP-তে যোগদানকারী বনগাঁ পৌরসভার দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আজ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের জামির মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ৷ হাইকোর্টের নির্দেশ, এই মামলার তদন্তে ওই দুই কাউন্সিলরকে সহায়তা করতে হবে । একদিন অন্তর অন্তর তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁদের দেখা করতে হবে ৷
বনগাঁ পৌরসভায় মোট 22টি ওয়ার্ড । যার মধ্যে CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে ও তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ছিল । কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ও তৃণমূল ছেড়ে 12 জন BJP-তে যোগ দেন । যাদের মধ্যে ছিলেন এক মহিলা কাউন্সিলর ৷ তিনি পরে আবার তৃণমূলে ফিরে যান ৷ এরপর দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই কাউন্সিলর ।
এই সংক্রান্ত আরও পড়ুন : "গণতন্ত্র পড়ে আছে ফুটপাথে" ; বনগাঁ পৌরসভা মামলায় মন্তব্য বিচারপতির
১৬ জুলাই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের জন্য গ্রেপ্তার করা যাবে না ওই দুই কাউন্সিলরকে ৷ ওইদিনই বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল । কিন্ত, হাইকোর্টে মামলা চলছে বলে এই দু'জনকে পৌরসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ।
এই সংক্রান্ত আরও পড়ুন : আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁ, জয়ের দাবি তৃণমূল ও BJP-র
আজ ফের এই মামলার শুনানি ছিল ৷ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন, "এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পুলিশ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলকে খুঁজছিল ৷ তাই তাঁরা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ৷ ওনাদের বিরুদ্ধে পুরোনো কোনও অভিযোগ নেই ৷ আজ যদি ওদের জামিন না দেওয়া হত তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করে হত ৷"