ETV Bharat / state

BJP-তে যোগদানকারী বনগাঁ পৌরসভার দুই কাউন্সিলরের জামিন মঞ্জুর হাইকোর্টে

বনগাঁ পৌরসভায় মোট 22টি ওয়ার্ড । যার মধ্যে CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে ও তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ছিল । কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ও তৃণমূল ছেড়ে 12 জন BJP-তে যোগ দেন । যাদের মধ্যে ছিলেন এক মহিলা কাউন্সিলর ৷ তিনি পরে আবার তৃণমূলে ফিরে যান ৷ এরপর দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই কাউন্সিলর ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 30, 2019, 5:46 PM IST

Updated : Jul 30, 2019, 8:07 PM IST

কলকাতা, 30 জুলাই : BJP-তে যোগদানকারী বনগাঁ পৌরসভার দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আজ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের জামির মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ৷ হাইকোর্টের নির্দেশ, এই মামলার তদন্তে ওই দুই কাউন্সিলরকে সহায়তা করতে হবে । একদিন অন্তর অন্তর তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁদের দেখা করতে হবে ৷

বনগাঁ পৌরসভায় মোট 22টি ওয়ার্ড । যার মধ্যে CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে ও তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ছিল । কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ও তৃণমূল ছেড়ে 12 জন BJP-তে যোগ দেন । যাদের মধ্যে ছিলেন এক মহিলা কাউন্সিলর ৷ তিনি পরে আবার তৃণমূলে ফিরে যান ৷ এরপর দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই কাউন্সিলর ।

এই সংক্রান্ত আরও পড়ুন : "গণতন্ত্র পড়ে আছে ফুটপাথে" ; বনগাঁ পৌরসভা মামলায় মন্তব্য বিচারপতির

১৬ জুলাই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের জন্য গ্রেপ্তার করা যাবে না ওই দুই কাউন্সিলরকে ৷ ওইদিনই বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল । কিন্ত, হাইকোর্টে মামলা চলছে বলে এই দু'জনকে পৌরসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ।

এই সংক্রান্ত আরও পড়ুন : আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁ, জয়ের দাবি তৃণমূল ও BJP-র

আজ ফের এই মামলার শুনানি ছিল ৷ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন, "এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পুলিশ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলকে খুঁজছিল ৷ তাই তাঁরা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ৷ ওনাদের বিরুদ্ধে পুরোনো কোনও অভিযোগ নেই ৷ আজ যদি ওদের জামিন না দেওয়া হত তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করে হত ৷"

কলকাতা, 30 জুলাই : BJP-তে যোগদানকারী বনগাঁ পৌরসভার দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আজ 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের জামির মঞ্জুর করেন বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ ৷ হাইকোর্টের নির্দেশ, এই মামলার তদন্তে ওই দুই কাউন্সিলরকে সহায়তা করতে হবে । একদিন অন্তর অন্তর তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁদের দেখা করতে হবে ৷

বনগাঁ পৌরসভায় মোট 22টি ওয়ার্ড । যার মধ্যে CPI(M) ও কংগ্রেসের দখলে একটি করে ও তৃণমূলের দখলে 20টি ওয়ার্ড ছিল । কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ও তৃণমূল ছেড়ে 12 জন BJP-তে যোগ দেন । যাদের মধ্যে ছিলেন এক মহিলা কাউন্সিলর ৷ তিনি পরে আবার তৃণমূলে ফিরে যান ৷ এরপর দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই কাউন্সিলর ।

এই সংক্রান্ত আরও পড়ুন : "গণতন্ত্র পড়ে আছে ফুটপাথে" ; বনগাঁ পৌরসভা মামলায় মন্তব্য বিচারপতির

১৬ জুলাই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের জন্য গ্রেপ্তার করা যাবে না ওই দুই কাউন্সিলরকে ৷ ওইদিনই বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল । কিন্ত, হাইকোর্টে মামলা চলছে বলে এই দু'জনকে পৌরসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ।

এই সংক্রান্ত আরও পড়ুন : আস্থাভোট ঘিরে ধুন্ধুমার বনগাঁ, জয়ের দাবি তৃণমূল ও BJP-র

আজ ফের এই মামলার শুনানি ছিল ৷ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন, "এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পুলিশ হিমাদ্রি ও কার্তিক মণ্ডলকে খুঁজছিল ৷ তাই তাঁরা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ৷ ওনাদের বিরুদ্ধে পুরোনো কোনও অভিযোগ নেই ৷ আজ যদি ওদের জামিন না দেওয়া হত তাহলে ন্যায় বিচারকে অস্বীকার করে হত ৷"

Intro:বনগা পুরসভার দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুরকরলো হাইকোর্ট Body:
মানস নস্কর---

বনগা পুরসভার বিজেপিতে যোগদানকারী দুই কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর করলো হাইকোর্ট

কলকাতা ৩০ জুলাইঃ
হিমাদ্রি মণ্ডল, ও কার্তিক মণ্ডল কে ২০ হাজার টাকার ব্যাক্তিগত বণ্ডে জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশ বনগা পুরসভার ঐ দুই কাউন্সিলরকে তদন্তে সহায়তা করতে হবে। " হাইকোর্টে ওদের তরফে আইনজীবী জানান, "
ওদের বিরুদ্ধে পুরানো কোনো অভিযোগ নেই।যদি ওদের এখন জামিন না দেওয়া হয় তাহলে ন্যায়বিচারকে অস্বীকার করা হবে।"এরপরই হাইকোর্ট ওদের জামিন মঞ্জুর করে। একদিন অন্তর অন্তর তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে হবে ওদেরকে।

হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডল।এদের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত জানিয়েছিলেন "যে ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছিল তাদেরই একজন মহিলা কাউন্সিলর গত ১২ জুলাই বেরিয়ে এসে বনগা থানায় এই দুজনের বিরুদ্ধে তাকে কিডন্যাপ করা ও তার থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ দায়ের করে। পুলিশ সেই থেকে এদেরকে খুজছিল । সেই জন্যই তারা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।"

গত ১৬ জুলাই মামলাটি উঠলে, এক সপ্তাহের জন্য গ্রেপ্তার করা যাবে না বনগাঁর দুই কাউন্সিলর হিমাদ্রি মন্ডল ও কার্তিক মণ্ডলকে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ঐ দিন বনগা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল। কিন্ত এই দুজনকে হাইকোর্টে মামলা চলছে বলে পুরসভায় ঢুকতে দেওয়া হয় নি বলে অভিযোগ উঠেছিল। Conclusion:
Last Updated : Jul 30, 2019, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.