কলকাতা, 19 এপ্রিল: স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ডিগ্রি ব্যবহারের উপর নিষেধাজ্ঞায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ তিনি তাঁর স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না - সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 10 ফেব্রুয়ারি এক নির্দেশে জানিয়েছিলেন, যতদিন না শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে যে এফআইআর করেছে তার নিস্পত্তি হচ্ছে, ততদিন সুবীরেশ ভট্টাচার্য তাঁর কোনও ডিগ্রি ব্যবহার করতে পারবেন না । সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।
সুবীরেশ ভট্টাচার্য তাঁর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেফতার করা হয় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, "প্রয়োজনে তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হবে, যদি তিনি কার নির্দেশে নিয়োগে দুর্নীতি করেছিলেন তা সিবিআইকে জানান ৷" সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন সুবীরেশ ভট্টাচার্য ।
আজ সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ । নির্দেশে জানানো হয়েছে, সিবিআই যে রকম তদন্ত করছিল করবে এবং সুবীরেশ ভট্রাচার্য সিবিআইয়ের তদন্তে সহযোগিতা করবে ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে । বর্তমানে এখনও তিনি সংশোধনাগারে বন্দি রয়েছেন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবীরেশকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত তিনি তেমন কোনও কিছুই আদালতকে বলেননি ।
আরও পড়ুন: 'আমরা একবছর পর এই জামিনের কথা ভাবব' ! সুবীরেশের আবেদন খারিজ করে মন্তব্য আদালতের