ETV Bharat / state

High Court dismisses plea on Ol Chiki Script Teachers : অলচিকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ, আদালত কক্ষে বিচারপতি-আইনজীবীর বিতণ্ডা

মঙ্গলবার অলচিকি হরফে সাঁওতালি ভাষার শিক্ষক (Ol Chiki Script Teachers) নিয়োগ নিয়ে এসএসসি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রায় 250-300 জন ৷ আজ সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court dismisses plea) ৷

Calcutta High Court dismisses plea on Ol Chiki Script Teachers
অলচিকি শিক্ষক নিয়োগ মামলা খারিজ
author img

By

Published : Dec 8, 2021, 1:00 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : অলচিকি হরফে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান ও সচিবের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে এই ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গতকাল এই সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এসএসসি-র বিরুদ্ধে (allegation of irregularities in recruitment process) আদালতের দ্বারস্থ হন প্রায় 250-300 জন মামলাকারী । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এসএসসি-র চেয়ারম্যান ও সচিবকে আদালতে এসে বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ৷

সেই নির্দেশ মতো এসএসসি-র চেয়ারম্যান ও সচিব আদালতে এসে নম্বরের বিভাজন নিয়ে ব্যাখ্যা দেন আদালতে । তারপরই মামলা খারিজ (High Court dismisses plea) করেন বিচারপতি । কিন্তু মামলার শুনানিতে আদালতকক্ষে ঘটল অন্য ঘটনা ।

আরও পড়ুন : Ol Chiki Script Teachers : ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যান ও সচিবকে তলব হাইকোর্টের

আজ শুনানি চলাকালীন বাগবিতণ্ডায় জড়ালেন স্বয়ং বিচারপতি ও স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ৷ শুনানির সময় হঠাৎ আদালত কক্ষে প্রবেশ করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায় । তখন বিচারপতি তাঁকে জানান, গতকাল আইনজীবী বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারেননি । এই কথা শুনে এসএসসির আইনজীবী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন । বিচারপতি তাঁকে ভর্ৎসনা করে বলেন, "চেঁচাবেন না । তাহলে আদালত থেকে বের করে দেব ।"

এরপর বিচারপতি শেরিফকে ডাকেন । তখন আইনজীবী চপলেশ বলেন, "ঠিক আছে ৷ আমাকে তাহলে প্রধান বিচারপতির কাছে আপনার এই বক্তব্যের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দেওয়া হোক ।" বিচারপতি আবেদন করার সম্মতি জানান ।

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় (Ol Chiki Script Teachers) চলতি বছরে 465টি শূন্যপদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন । কিন্তু নিয়োগে আইন মানা হয়নি অভিযোগ জানিয়ে কয়েকশো প্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে ।

কলকাতা, 8 ডিসেম্বর : অলচিকি হরফে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান ও সচিবের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে এই ঘোষণা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গতকাল এই সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এসএসসি-র বিরুদ্ধে (allegation of irregularities in recruitment process) আদালতের দ্বারস্থ হন প্রায় 250-300 জন মামলাকারী । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এসএসসি-র চেয়ারম্যান ও সচিবকে আদালতে এসে বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন ৷

সেই নির্দেশ মতো এসএসসি-র চেয়ারম্যান ও সচিব আদালতে এসে নম্বরের বিভাজন নিয়ে ব্যাখ্যা দেন আদালতে । তারপরই মামলা খারিজ (High Court dismisses plea) করেন বিচারপতি । কিন্তু মামলার শুনানিতে আদালতকক্ষে ঘটল অন্য ঘটনা ।

আরও পড়ুন : Ol Chiki Script Teachers : ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যান ও সচিবকে তলব হাইকোর্টের

আজ শুনানি চলাকালীন বাগবিতণ্ডায় জড়ালেন স্বয়ং বিচারপতি ও স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ৷ শুনানির সময় হঠাৎ আদালত কক্ষে প্রবেশ করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায় । তখন বিচারপতি তাঁকে জানান, গতকাল আইনজীবী বিষয়টি পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারেননি । এই কথা শুনে এসএসসির আইনজীবী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠেন । বিচারপতি তাঁকে ভর্ৎসনা করে বলেন, "চেঁচাবেন না । তাহলে আদালত থেকে বের করে দেব ।"

এরপর বিচারপতি শেরিফকে ডাকেন । তখন আইনজীবী চপলেশ বলেন, "ঠিক আছে ৷ আমাকে তাহলে প্রধান বিচারপতির কাছে আপনার এই বক্তব্যের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দেওয়া হোক ।" বিচারপতি আবেদন করার সম্মতি জানান ।

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় (Ol Chiki Script Teachers) চলতি বছরে 465টি শূন্যপদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন । কিন্তু নিয়োগে আইন মানা হয়নি অভিযোগ জানিয়ে কয়েকশো প্রার্থী মামলা করেছিলেন হাইকোর্টে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.