কলকাতা, 16 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে শাসক দল তৃণমূলের জমায়েত নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC on Suvendu Case)৷
শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের জমায়েতের (Calcutta High Court) ভিত্তিতে হওয়া মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা তৃণমূলের উদ্দেশে বলেন, "এত ভালোবাসতে যাবেন না । এর পর মধুমেহ হতে পারে ৷" এরপরই বিচারপতি মান্থা নির্দেশ দেন বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না । বিচারপতি পুর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বলেছেন যে, কাঁথি থানা যেন সুনিশ্চিত করে যাতে কোনও জমায়েত না হয় ।
আরও পড়ুন: একবালপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় বেলা 2টোর মধ্যে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
"গেট ওয়েল সুন" অনুষ্ঠানের নাম করে 14 নভেম্বর থেকে ওই স্থানে জমায়েত করছে শাসক দল । তার ভিডিয়ো ফুটেজ রয়েছে । আইসি রয়েছেন জমায়েতের সামনে । সেই জমায়েতে ক্রমাগত অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে বলে আদালতে জানান শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার । বিচারপতি রাজ্য সরকারকে বলেন, পরিস্থিতির উপর নজর দিতে । এ দিন রাজ্য জানিয়েছে যে, ক্রমাগত জমায়েত এটা নয় ৷ বিষয়টি হলফনামা দিয়ে আদালতকে জানানো হবে ৷