কলকাতা, 17 জানুয়ারি : পশ্চিম বর্ধমানের আসানসোল, রানিগঞ্জ এলাকায় বেআইনি কয়লা উত্তোলন ও চোরাচালান বন্ধ করতে অবিলম্বে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ রাজ্যকে । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷
2017 সালে হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছিলেন । আইনজীবীর দাবি ছিল ওই এলাকায় কিছু মানুষ বেআইনিভাবে কয়লা উত্তোলনের সঙ্গে যুক্ত ৷ চলছে চোরাচালান ৷ এর ফলে দেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে । 2019 সালের জুলাই মাসে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেয় ৷ নভেম্বরে কোল ইন্ডিয়া ও ECL এই দুই কম্পানির তরফে হাইকোর্টে একটি আবেদন করা হয় ৷ আবেদনে জানানো হয় রাজ্য কোনও নোডাল অফিসার নিয়োগ করেনি । পাশাপাশি রাজ্য কোনওভাবেই তাদের সহযোগিতা করছে না ।
এরপর আজ আবার প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় । শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, "নোডাল অফিসার ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে । কিছুদিনের মধ্যেই গেজ়েটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে । পাশাপাশি রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করছে ওই দুই সংস্থার সঙ্গে ।" কোল ইন্ডিয়ার তরফে আইনজীবী বলেন, "এই মুহূর্তে তাহলে কলকাতা হাইকোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ দিক । কারণ পুলিশ কোনওভাবেই তাদের সহযোগিতা করছে না ।" প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেয়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার SP-দের অবিলম্বে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ৷ আর এই ব্যাপারে রাজ্যকে 7 ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে । ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে ৷