ETV Bharat / state

Anubrata Mondal Bail Case: অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ফের পিছলো

ফের পিছলো অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি (Anubrata Mondal Bail Case)৷ তাঁর গ্রেফতারির নথি এখনও তাঁর আইনজীবী কপিল সিবালকে হস্তান্তর করেনি সিবিআই ৷ আজকের মধ্যে সেই নথি দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta High Court and Anubrata Mondal ETV Bharat
অনুব্রত মণ্ডল ও হাইকোর্টের ছবি
author img

By

Published : Dec 23, 2022, 3:40 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত মামলার (Anubrata Mondal Bail Case) শুনানি আবারও পিছলো । সিবিআই অনুব্রতর গ্রেফতারি সংক্রান্ত নথি এখনও তাঁর আইনজীবী কপিল সিবালকে হস্তান্তর করেনি । সেই নথি আজকের মধ্যে তাঁকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । পাশাপাশি বলা হয়েছে, রাজ্যকে এই মামলায় যুক্ত করতে হবে ৷ পুলিশ একটি মামলায় অনুব্রত মণ্ডলকে কিছুদিন আগে হেফাজতে নিয়েছে । সেই মামলার সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি হবে 3 জানুয়ারি ৷

এর আগের দিন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal News) আইনজীবী কপিল সিবাল আদালতে বলেছিলেন, গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে । কিন্তু সিবিআই বলছে, তদন্ত এখনও চলছে । ইতিমধ্যে ইডি যে মামলা করেছে, তা দিল্লি এবং কলকাতা হাইকোর্টে বিচারাধীন । সিবিআই বার বার বলছে অনুব্রত প্রভাবশালী ব্যক্তি । সিবালের আরও দাবি, নিম্ন আদালতের বিচারকও তাঁর রায়ে বলেছেন, তদন্তের সঙ্গে অনুব্রত মণ্ডলের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই । তিনি শুধু এই মামলার সাক্ষী ৷ তাহলে কেন তাঁকে জেলে আটকে রাখা হয়েছে !

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রতর, 9 জানুয়ারি পর্যন্ত পিছল রাজধানী যাত্রা

যদিও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে । এটাই যথেষ্ট তথ্য প্রমাণ দেয় যে তিনি প্রভাবশালী ।"

এছাড়া সিবিআইয়ের তরফে জানানো হয়, গরু পাচার চক্রের মূল মাথা এনামুল হকের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । তার তথ্য প্রমাণও রয়েছে । তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য প্রমাণ হাতে আসবে । কিন্তু সিবিআই এখনও কোনও নথি অনুব্রত মণ্ডলের আইনজীবীকে হস্তান্তর না করায় এ দিন ফের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ।

কলকাতা, 23 ডিসেম্বর: অনুব্রত মণ্ডলের জামিন সংক্রান্ত মামলার (Anubrata Mondal Bail Case) শুনানি আবারও পিছলো । সিবিআই অনুব্রতর গ্রেফতারি সংক্রান্ত নথি এখনও তাঁর আইনজীবী কপিল সিবালকে হস্তান্তর করেনি । সেই নথি আজকের মধ্যে তাঁকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । পাশাপাশি বলা হয়েছে, রাজ্যকে এই মামলায় যুক্ত করতে হবে ৷ পুলিশ একটি মামলায় অনুব্রত মণ্ডলকে কিছুদিন আগে হেফাজতে নিয়েছে । সেই মামলার সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি হবে 3 জানুয়ারি ৷

এর আগের দিন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal News) আইনজীবী কপিল সিবাল আদালতে বলেছিলেন, গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে । কিন্তু সিবিআই বলছে, তদন্ত এখনও চলছে । ইতিমধ্যে ইডি যে মামলা করেছে, তা দিল্লি এবং কলকাতা হাইকোর্টে বিচারাধীন । সিবিআই বার বার বলছে অনুব্রত প্রভাবশালী ব্যক্তি । সিবালের আরও দাবি, নিম্ন আদালতের বিচারকও তাঁর রায়ে বলেছেন, তদন্তের সঙ্গে অনুব্রত মণ্ডলের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই । তিনি শুধু এই মামলার সাক্ষী ৷ তাহলে কেন তাঁকে জেলে আটকে রাখা হয়েছে !

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রতর, 9 জানুয়ারি পর্যন্ত পিছল রাজধানী যাত্রা

যদিও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে । এটাই যথেষ্ট তথ্য প্রমাণ দেয় যে তিনি প্রভাবশালী ।"

এছাড়া সিবিআইয়ের তরফে জানানো হয়, গরু পাচার চক্রের মূল মাথা এনামুল হকের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । তার তথ্য প্রমাণও রয়েছে । তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য প্রমাণ হাতে আসবে । কিন্তু সিবিআই এখনও কোনও নথি অনুব্রত মণ্ডলের আইনজীবীকে হস্তান্তর না করায় এ দিন ফের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.